-
ফরেক্স ট্রেডিং কি সরকার অনুমদিত কি না। সঠিক আমার জানা নাই । তবে আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে বাহিরে টাকা পাঠান যায় না । আপনি বাহির থেকে ডলার বাংলাদেশে আনতে পারবেন । আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ এখনও এসব বিষয়ে অনেক বেশি পিছিয়ে আছে । এজন্যই ফরেক্স এ উন্নতি হচ্ছে না ।
-
ফরেক্স ব্যবসা সারা বিশ্বব্যাপি প্রায় সব স্বাধীন দেশেই পরিচালিত হয়ে আসছে । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কোন দেশেই সরকার অনুনমিত নয় । তবে বাংলাদেশে আমার জানা মতে এখনো সরকার ফরেক্সকে আনুষ্টানিকভাবে ব্যবসা করার জন্য অনুমতি প্রদান করা হয় নি । তবে আমি যুক্তিটা বুঝিনি কেন যে ফরেক্স মার্কেটকে সরকার এখনো ওপেন বাণিজ্যের অনুমতি প্রদান করি নি । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা এদেশের অর্থনীতিকে অনেক বেশি উন্নতির দিকেই নিয়ে যাচ্ছি ।
-
আমি জানি ফরেক্স বাংলাদেশ সরকার অনুমোদিত নয়। কারন বাংলাদেশ থেকে বাইরের দেশে টাকা পাঠানো নিষিদ্ধ। এটা বাংলাদেশের জন্য এখোনো বৈধ নয়। তবে ফরেক্স মার্কেট একটা অনলাইন ভিত্তিক মার্কেট। এখানে ফ্রিল্যান্সিং করে উপার্জন করে সেটা ফরেক্স মার্কেট এ ডিপোজিট আয় করা যায়। এতে দেশের টাকাও বাইরে যায় না। আবার ভাল ট্রেডার হলে এখান থেকেই বৈদেশিক মুদ্রা নিজের দেশে নিয়ে আস্তে পারে।
-
ফরেক্স এখনও সরকার অনুমদিত না, কারন দেশ থেকে টাকা বাইরে পাঠন নিশেদ।
-
ফরেক্স ব্যবসা যেহেতু বাংলাদেশে নতুন এসেছে সেহেতু সরকার এই ফরেক্স ব্যবসাকে এখনো অনুমোদন দেয়নি। তবে আমি আশা করি অনেক দ্রুত অনুমতি দিবে কারন ফরেক্স হচ্ছে অনেক বড় একটা ব্যবসা যা বিশ্বের সকল মানুষ করে থাকে আর সকল দেশে এই ব্যবসার অনুমতি আছে। আর এই ব্যবসায় কার কোন ক্ষতি হচ্ছেনা বরং অনেক বেকার যুবকদের মাথাে গোযার মত একটা ঠাই হচ্ছে তাই আমি মনে করি এই ব্যবসা অনেক ভাল একটা ব্যবসা।
-
ফরেক্স এখনো বাংলাদেশ সরকার অনুমোদিত নয়। কারন বাংলাদেশ থেকে বাইরের দেশে টাকা পাঠানো নিষিদ্ধ। এটা বাংলাদেশের জন্য এখোনো বৈধ নয়। তবে ফরেক্স মার্কেট একটা অনলাইন ভিত্তিক মার্কেট। তাই যে কোনো অনলাইন ব্যাংক থেকে ফরেক্স টাকা তুলা ও ডিপোজিট করা যায়।।।।।।
-
ফরেক্স সরকার অনুমোদিত কিনা এটা আমার জানা নেই । তবে সরকার অনুমোদন না দিয়ে থাকলে দ্রুত অনুমোদন দিয়ে আমাদের দেশের বেকার সমস্যা সমাধান করতে পারে।
-
আমি সঠিক জানি না ফরেক্স সরকার অনুমদিত কি না । তবে আমার মতে সরকার অনুমদন দেওয়া উচিত । যাতে আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটি ফোরাম সাইট আছে । এবং বিশ্ববাসী জানা উচিত বাংলাদেশও তথ্য প্রজুক্তিতে পিছিয়ে নেই।
-
অনুমোদন ব্যতিত কোন দেশের মধ্যে কোন কর্মকান্ড কিভাবে চলবে? এর মধ্যে বাংলাদেশ সরকার কয়েক দিন ফেসবুক বন্ধ রেখেছিল, তখন কেউ কি ফেসবুক চালাতে পেরেছিল?
-
আমার জানামতে সরকার এখনো ফরেক্সকে ওপেন বাণিজ্যর অনুমতি বাংলাদেশের জন্য প্রদান করি নি । আসলে সরকারে এধরনের সিদ্ধান্ত কেন নেয়া হয় তা অামি জানি না । ফরেক্স মার্কেটে সরকার কর্তৃক নির্ধারিত কিছু বলা উচিত ছিল । কেননা এটা বর্তমানে দিনে দিনে সবার কাছে জনপ্রিয় বৈদেশিক আয়ের উৎসে পরিণিত হচ্ছে । তাই অবশ্যই সরকারের এ বিষয়ে সুবিবেচনা করা উচিত ।