ফরেক্স বাংলা ফোরামে আজ কে জয়েন করলাম । আমি ফরেক্স ভাল ভাবে জানতে চাই । আমি ফরেক্স থেকে ভাল আয় করতে চাই । যারা অনেক আগে থেকে ফরেক্স মার্কেটে আছেন আশা করি তারা আমাদের মত যারা নতুন আছে তাদের কে সাহায্য করবেন ।
Printable View
ফরেক্স বাংলা ফোরামে আজ কে জয়েন করলাম । আমি ফরেক্স ভাল ভাবে জানতে চাই । আমি ফরেক্স থেকে ভাল আয় করতে চাই । যারা অনেক আগে থেকে ফরেক্স মার্কেটে আছেন আশা করি তারা আমাদের মত যারা নতুন আছে তাদের কে সাহায্য করবেন ।
আমি ফরেক্স কে যে টুকু জানতে পারছি তাতে করে আমার যে টুকু মনে হয় লাভ এবং লস দুটাই ফরেক্স ট্রেড এর অংশ । কারন ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করে শুধু লাভ করবেন লস হবে না তা হবে না । ফরেক্সে কাজ করতে হলে আপনার লস এবং লাভ যেকোন টাই হতে পারে ।
আমি আজকে ফরেক্স ফোরামে পোস্ট করা শুরু করলাম । আস্তে আস্তে আমি ফরেক্স কে ভাল করে জানতে চাই । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই । আমি অনেক আশা নিয়া ফরেক্স ফোরামে জয়েন করলাম । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই ।
আপনি অবশ্যই যেনে থাকবেন প্রতিটি ব্যাবসাতেই লস করার ঝুকি। লস এখানে অন্তরঙ্গ একটা বিষয়। আপনি প্রতিটি ট্রেডেই লাভ করবেন তা ভাবাটা মুিটেই উচিত নয়। তবে আমরা ফরেক্সের সব গুলো আনালাইসিস ভালমত বুঝতে পারলে আমাদের লস করার ঝুকি অনেক কমে যাবে। মার্কেট যখন আমাদের চিন্তাভাবনার অনুকুলে থাকে তখন আমরা ট্রেড করতে পারলে আমাদের লস হওয়ার ঝুকি কমে যাবে।
আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনার কে লাভ এবং লস এই দুটাই নিয়া ভাপতে হবে । আপনি ট্রেড করতে পারলে যেমন লস হতে পারে আবার লাভ হতে পারে তাই আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে । ফরেক্স কে ভাল করে জানতে পারলে আপনি ভাল কিছু করতে পারবেন ফরেক্সে ।
কথাটা সত্যিই ঠিক আছে । লস না করলে কেহ জীবনে উন্নতি আশা করতে পারে না । লস না করলে সঠিকটা তার ভেতরে ঠিকভাবে আসে না । সুতরাং লস ফরেক্সের একটি অংশ ।
লস অবশ্যই ফরেক্স এর অংশ । লস ছাড়া কোন ব্যবসা হয় না । শুধু যদি লাভই থাকে তাহলে সেটি ব্যবসা এর অন্তর্ভূক্ত না । তাই ব্যবসা করতে চাইলে লস হবে এটাই স্বাভাবিক । তবে লস থেকে শিক্ষা নিয়ে ভালভাবে দেখে-শুনে মনযোগী হয়ে ব্যবসা করতে হবে । তাহলেই সফলতা আসবে ।
কোন সন্দেহ নেই এই ব্যপারে। সেই যেমন নয়নের অংশ যেমন নয়নের পাতার মত এখানেও লাভ লস একই সাথে থাকে।
তাই লাভ লস যাই হোক নিয়মের মধ্যেই থাকার চেষ্টা করুন।
ট্রেডিং এক প্রকার বিসনেস যা বাকি সকল বিসনেস এর মত লাভ লস এ পরিপূর্ণ.তাই ত্রাদের হিসেবে লস এর সম্মুখীন হলে হতাশ হবার কিছু নেই.এই লস থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি লাভ করতে সক্ষম হবেন.তাই লস থেকে শিখার চেষ্টা করে লাভ করার চেষ্টা করুন.এই লস বেবসা এর একটি অংশ যার ফলে আপনি অভিজ্ঞ হটেব থাকবেন কি করলে লাভ হবে.
ব্যাবসায় লাভ ও লস একের ওপ্রের প্রিপূরক ,লসের ক্থা যদি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলান তাহ্লে আপনি কখন ও ভাল কিছু আসা ক্রতে পারবেন না ,শুধু লাভ কে যদি আপনি আসা ক্রেন তাহ্লেই লস হবার স্মভবনা বেশি থাকবে ,সেজন্য ব্যাবসাই লাভ ক্রতে হ্লে লস হবে আর এই লস থেকেই আবার ভাল ক্রে লাভের ল্কষ্যে কাজ ক্রতে হবে এই চিনতা ভাবনা নিয়ে কাজ ক্রতে হবে।