-
রোবট কি জিনিস অনেক নতুন ট্রেরডারার অবগত নয়। অনেকে মনে করে ওটা আবার কি? রোবট দিয়ে ট্রেড করলে কবে ব্যলেন্স জিরো হবে তার ঠিক নেই। ফরেক্স এমন এক্টী বিজনেস আপনি আপ্নার বিজেনেস পরিচাওলনা করবেন। রোবট হলো খারাপ জিনিস। এটা দিয়ে ট্রেড করলে কিছুই শিখতে পারবেন না।
-
তারা মনে করে ফরেক্স মার্কেটে রোবট ব্যবহারকার সুবিধা জনক। রোবট থেকে লাভ বেশি যাবে। রোবট ব্যবহার করার কারণে যে সে কি পরিমান ক্ষতির সম্মখিন হতে পারে তা সে ধারণাও করতে পারেনা। রোবট একটি যন্ত্র এটি মাত্র কিছু কোডিং করা থাকে । সে কোডিং এর বাহিরে নতুন কিছু আসলে তখন রোবট পড়তে পারেনা। ভুল ট্রেড করে ফলে অনেক বড় ক্ষতির সম্মূখীন হয়। রোবট ট্রেডিং শেখার মানসিকতা কে নষ্ট করে দেয়। তাছাড়া দক্ষ না হলে রোবটের পিছনে ঘোরা মানে টাকা ও সময় উভয়ই নষ্ট করা। তাই আমি বলতে চাই নতুন দের উচিত রোবোটের দিকে না ঝুকে ম্যানুয়াল ট্রেডিং করা।
-
আপনি শুরুতেই ফরেক্স সর্ম্পকে কিছেু জেনেই আপনি রোবট এর সাহয্য নিলেন তাহলে আপনি ফরেক্স এ সাফল্য অর্জন করতে পারবেন না এবং আপনি যেহেতু ফরেক্স সর্ম্পকে জানেন খুব কত সেহেতু আপনাকে রোবট ও বেশি উপকার করতে পারবেন না তাই আমি বলবে যে আপনি ফরেক্স প্রথমে রোবট ব্যবহাক করেই না।. আর যদি আপনি করেন তাহলে ফরেক্স এ অনেক লস হতে পারেন রোবট দ্বারা যা আপনি ফরেক্স এ কোন দিন আসাও করতে পারবেন না.
-
আমি মনে করি রোবট শুধু নকতুনদের জন্য নয় পুরাতনদের জন্যও অভিশাপ কারন যদিও রোবট ব্যবহার করে অনেক ট্রেডার লাভ করছেন তার পরেও আমি মনে করি যারা রোবট ব্যবহার করে ট্রেড করে যাচ্ছেন তাদের ট্রেডিং স্কিল অবশ্যয় লোপ পাবে সেজন্য রোবট ব্যবহার করে ট্রেড করা নতুন পুরাতন সবার জন্য সমান অভিশাপ, ধন্যবাদ।
-
আসলে আমি যতদূর জানি রোবোটের মাধ্যমে ট্রেডিংয়ে হয়ত লাভ হওয়ার সম্ভবনা থাকে কিন্তু রোবট ব্যবহারের ফলে ফরেক্স শিখা যায় না বলে নতুনদের জন্য রোবট অভিশাপ।নতুনদের সফলভাবে ফরেক্স শিখতে নিজ হাতে ট্রেডিং করার কোনো বিকল্প নেই।কিন্তু রোবট দিয়ে ট্রেডিং করার লোভে নতুনরা নিজ হাতে ট্রেডিং শিখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এজন্য নতুনদের জন্য রোবট অভিশাপ।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
আসলে আমি একজন নতুন ট্রেডার হিসেবে রোবট সম্পর্কে খুব বেশি জানি না । যার কারণে আমি অনেকবার প্রতারিত হতে গিয়েও রক্ষা পেয়েছি । আমার সাথে শুরু করা একজন ট্রেডার এরকম রোবটের পিছনে সময় ও অর্থ ব্যায় করে একসময় সে বড় ধরনের লস করে এবং একটা প্রতারক চক্রের হাতে পড়ে বাজে রোবট কিনে সবশেষে নিঃস্ব হয়েছে । আসলে যখন আমাদের জানা ও জ্ঞানের পরিধি কোন বিষয়ে কম থাকে সেখানে আমাদেরকে ঠকাতে অনেক সহজ হয় ।
-
আমি ফরেক্স মার্কেটে একদম নবিন তাই তেমন কিছু বলে পারছি না । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রাডিং করতে হলে আপ্নাআকে ফরেক্স ভাল করে সিখতে হবে । আপনি ফরেক্স না সিখে যদি রোবট এর সাহয়াতা নেন তাহলে আপনার জন্য ফরেক্স মার্কেট এর ট্রাডিং সুফল বয়ে আনবে ব্লে আমি মনে করি না ।তাই আপনার উছিত আগে ভাল করে ফরেক্স শেখা ।
-
আমাদের দেশের উন্নয়নে ফরেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যে ট্রেডার ফরেক্স ব্যবসা গুরুত্ব সহকারে করতে পারে সে অবশ্যই লাভবান হতে পারে । আমরা এই ব্যবসার লাভ জানিয়ে অপর জনকে উৎসাহ করব তাহলেই এই ফরেক্স ব্যবসার গুরুত্ব বাড়বে । আমরা ফরেক্স ব্যবসা করে দেশকে উন্নতি করতে পারব । যে ট্রেডার যত ধৈর্য্যশীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
-
ফরেক্স মার্কেট এ রোবট বা ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং করার পক্ষে আমি না।কারন রোবট শুধুমাত্র একটা যন্ত্র তার ভিতর কিছু প্রোগ্রাম ধুকিয়ে দিয়েছে। তাই সে ওর বাইরে কোন বিচার করতে পারে না।যদি ট্রেডের কোন নতুন দিক তৈরি হয় তাহলে রোবট তা ধরতে পারবেনা আর ভুল ট্রেড ওপেন করবে তাই লস হবে।তাই ফরেক্সে রোবট এর পিছনে না ঘুরে মার্কেট পরিশ্রম করা উচিত।