-
আমরা যারা ফরেক্স মার্কেটে রয়েছি তাদরে ৯৫% ট্রেডারই লস করে তারপরও তারা আশা ছাড়ে না কারণ এটাতো লাভজনক ব্যবসা । আমরা ধৈর্য্যের সহিত এই লাভজনক ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে সফল ব্যব্যবসায়ী হিসেবেে নিজেকে বিবেচনা করা যায় । অতএব বেশী বেশী এ্যানালাইসিস অবশ্যই দরকার ।
-
৯৫% ট্রেডাররা ফরেক্স এ লস খায় তারপরেও ফরেক্স এতো জনপ্রিয় কারন এখানে সবাই স্বাধীন ভাবে কাজ করতে পারে। কারো কাছেই তাকে জবাব দিহিতা করতে হয় না। একজন ট্রেডার তার সময় সুযোগ মত কাজ করতে পারে। কাজের জন্য তাকে কোন প্রকার পেরেশার নিতে হয় না। তাই লসের পরেও ফরেক্স এতো জনপ্রিয়।
-
আমি আপনার সাথে একমত নয়। কারণ ৯৫% ট্রেডার কখনও লস করে না। ৯৫% লস করে তার যারা ফরেক্স না বুঝে, এনালাইসিস ছাড়া ট্রেড করে তারা লস করেন। ট্রেডারেরা হয়ত ৫টি ট্রেড বনালে ২টিতে লুজার হয় বাকী ৩টিতে লাভ বান হয়। সব মিলে লাভ - লস = লাভ থাকে তাই ফরেক্র ট্রেডারদের কাছে জনপ্রিয়।আপনার কাছেও ফরেক্স ভাল লাগবে যদি আপনি ফরেক্স দক্ষ হয়ে ট্রেড করে লাভ করেন।
-
না ভাই আপনি ভুল জানেন আসলে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। বিগেনাররা লস করে তাদের অজ্ঞতার কারনে। অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে। ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে আয় করা যায়।
-
৯৫% ট্রেডার লস করে এটা ঠিকনা কারন মূল কথা হল ৯৫% নতুন ট্রেডার লস করে । নুতুন টেড আর ফরেক্স মার্কেট এ জইন করে আল্প ডিপোজিট করে বড় বড় লট এ টেড করে অ্যাকাউন্ট ০ করে ফেলে আর বলে ফরেক্স মার্কেট এ আসলে লাভ করা যাই না । তাই যারা ফরেক্স মার্কেট এ নতুন টেড আর তারা ডেমো টেড ভাল করে সিখে তারপর রিয়েল টেড করা উচিত ।
-
ফরেক্সে ৯৫ পারসেন্ট ট্রেডার লস করে কথাটা ভুল কারন ৯৫ পারসেন্ট বিগেনার লস করে অর্থাৎ যারা প্রথম প্রথম ট্রেড করে এবং তাদের প্রথম বিনিয়োগ করা ডলার লস করে ।তাছারা কম বেশি সবাই লাভ করে কেউ লস খাওয়ার পরে আরো আগ্রহ বারে ফরেক্সের সমন্ধে ।তাই লস করার পরেও লাভের আশায় ফরেক্স করে ।তাছারা ফরেক্স থেকে সহজে ঘরে বসে আয় করা যায় দেখে ফরেক্স এত সবার প্রিয়।
-
ফরেক্স এ ৯৫ % ট্রেডার লস করে এটা ভূল কথা । ফরেক্স এ নতুত ৯৫% টেডার লস করে । ফরেক্স এ লস করার পরও ফরেক্স এত জনপ্রিয় হবার কারন হল আমার সবাই জানি ফরেক্স থেকে অনেক ভাল আয় করা যায় । তাই লস করলে ও ফরেক্স সবার কাছে এত জনপ্রিয় । ফরেক্স যদি আমরা ভালভাবে শিখতে পারি তহলে আমরা এখান তেকে অনেক ভাল ইনকাম করতে পারব ।
-
দুঃখিতভাবে সবচেয়ে জনপ্রিয় ক্ষতি গ্রস্ত হয়, বাজার করা সহজ নয়, এবং ট্রেডিং এছাড়াও, আমরা, আমরা কিভাবে ট্রেড লাভ করতে পারেন লাভ সম্পর্কে পথ অনেক শিখতে হবে খুব সহজ নয় এবং 5% বিজয়ীদের, আপনি যা করতে পারেন এই বাজারে আছে তাদের একজন হতে
-
আসলে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগিনার ট্রেডার লস করে তাদের অনঅভিজ্ঞতার কারনে অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে ঘরে বশেই আয় করা যায়।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷একথা সত্য যে ফরেক্স মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷তারপরও প্রতিনিয়ত নতুন ট্রেডারদের সংখ্যা বেড়েই চলেছে৷ মূল কারণটাই হলো ফরেক্স ট্রেডিং ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷যার মেধা যত ভালো সে তত ভালো সফল ট্রেডার হতে পারে৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷