-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
আমি ফরেক্সে নতুন তাই আমি নিজেও জানি না যে কেন পোষ্ট বাতিল করা হয় । তবে আমার মনে হয় পোষ্ট ভাল না হলে বা পোষ্টের লাইন বেশি হয় না , শর্ট হয়ে যায় এই সব কারনে হয়তো ফোরামের পোষ্ট বাতিল করে দেওয়া হয় । যা হোক আমি আমার মত করে করতে থাকি দেখা যাক পোষ্টিং বোনাস শেষ পর্যন্ত পাই কিনা , পেলে তো ট্রেড করে কিছু টাকা আয় করতে পারবো ।
-
ফরেক্স এ আর ও পোস্ট বাতিল হওয়ার কিছু কারন আছে যেমন ফরেক্স ফোরাম এর মধ্যে নিয়ম কানুন রয়েছে যদি একজন ট্রেডার সেই নিয়ম না মেনে কাজ করে সেই পোস্ট অবশ্যই বাতিল হতে পারে।কারন প্রত্যেক টা কাজের ক্ষেত্রে নিয়ম কানুন আছে সেই নিয়ম মানতে হবেই। সব মানুষ তো নিয়ম এর মধ্যে কেউ নিয়ম এর চেয়ে বেশি করতে পারেনা।
-
আসলে ফোরামে কাজ করলে ফোরম এ পোস্ট লিখার কিছু নিয়ম আছে, যা মেনে আপনাকে পোস্ট লিখতে হবে। তাই বলছি পোস্ট লিখার আগে নিয়মগুলো ভালোভাবে জেনেনিন। মেনুবারে ফোরাম রুল এ ক্লিক করে নিয়মগুলো জানুন এবং নিয়ম মেনে পোস্ট লিখুন, দেখবেন বাতিল হবে না।
-
আমরা জানি ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়।
-
আপনি কপি পেষ্ট করলে পোষ্ট বাতিল করা হবে । এছাড়াও আপনি যদি একই পোষ্ট বারে বারে করেন তাহলে খুব সহজেই পোষ্ট বাতিল করে দেওয়া হবে । পোষ্ট বাতিল করার ক্ষেত্রে আপনরি মূল্যায়ন অনেক গুরুত্বপূর্ন ভুমিকা রাখে । তবে এক্ষেত্রে আপনার উচিত হবে নিজের মতো করে পোষ্ট করা ।
-
ফোরামে নিয়মিত কাজ করে টিকে থাকতে হলে আপনাকে ফোরামের কিছু নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে হবে।আপনি এই নিয়মাবলী ফোরামেই পেয়ে থাকবেন এবং সেখান থেকেই বুঝথে পারবেন।তবে আমি যতদূর জানি আপনি যদি অন্য কারো পোস্ট কপি করেন বা আপনার পোস্ট যদি প্রশ্ন সম্বলিত না হয় তবে ফোরাম কর্তৃপক্ষ আপনার পোস্ট বাতিল করে দিতে পারে।যাই হোক আশা করি আপনি ফোরামের নিয়মাবলী পড়বেন এবং সেখান থেকেই ভুল সুধরানোর চেষ্টা করবেন।
-
পোস্ট বাতিল হওয়ার অন্যতম কারণ হতে পারে ফরেক্স এর ফোরাম কর্তৃপক্ষের জারিকৃত নিয়মগুলো অনুসরন না করা । কেননা ফোরামের প্রতি আমরা অনেক বেশি পরিমাণে নির্ভরশীল ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন ও বোনাস পাওয়ার জন্য । কিন্ত অত্যন্ত দুঃখজনক বিষয় হল আমরা যদি ফোরামের নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তবে তারা আমাদের ব্যানও করে দিতে পারেন ।
-
ফরেক্স বাংলা ফোরাম হলো বাংলাদেশের ফরেক্স কমিউনিটি ফোরাম। এখানে ফরেক্স নিয়ে আলোচনা করা হয়। যেহেতু এটি একটি কমিউনিটি তাই এর নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলো প্রতিটা সদস্যকেই মেইনটেইন করে চলতে হবে। আপনি যদি ফোরামের নিয়ম না মেনে পোস্ট করেন তবে সেই পোস্ট তো রিমুভ হবেই।