-
যেকনো কাজে টিকে না থাকলে আপনার সে কাজ করতে ইচ্ছা হবেনা আপনি তা থেকে কিছুই পাবেননা বরং আপনার সময় নষ্ট হবে যার অনেক মুল্য যা আপনি মটেই নষ্ট করতে চাননা। তেমনি ফরেক্স মার্কেটে নাজেনে ট্রেডিং করলে আপনি লস করবেন কসময় আপনি ট্রডিং ছেড়ে দেবেন বা আপনার কনো উপায় থাকবেনা তাই আপনাকে জেনে বুঝে ট্রেড করতে হবে তাহলে আপনি টিকে থাকতে পারবেন তখোন ফরেক্স আপাকে অনেক কিছুই দিবে যা আপনি আশা করেন ।ফরেক্সমার্কেটে টিকে থাকাই মজা ।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসার প্রথম সফলতা হচেছ এ ব্যবসাতে দীর্ঘ দিন টিকে ঠাকা ।মার্কেটে টিকে থাকাটাই হল চরম স্বার্থকতা কারন আপনি যদি ফরেক্সে টিকে থাকতে পারেন তবে আপনার দীর্ঘদিন ট্রেডিং পেশায় টিকে থাকার ফলে আপনার পেশাগত ট্রেডিং দক্ষতা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে য়াবে। এজন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট যথাযথ ভাবে অনুসরন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকাটা গুরুত্ব পূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি কারন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলে একদিন সফলতা লাভ করা সম্ভব কিন্তু অনেকে না বুঝে টড়েদ করে না জেনে ট্রেড করে তাদের ব্যলেন্স জিরো করে তারপর ফরেক্স থেকে হারায় জায় ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলে অনেক পাওয়া একদিন সে সফল হতে পারবে।
-
ফরেক্স মার্কেটপ্লেসে সবাই টিকে থাকতে পারেনা তার জন্য প্রয়োজন হয় ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আমি সব সময় মনে করি এখানে প্রফিট করার থেকে বড় প্রফিট হল সফল ভাবে সঠিক ট্রেডিং সিস্টেমে টিকে থাকা আর যখন সেটি করা সম্ভাব হবে তখন প্রফিট এমনিতেই হবে।
-
ফরেক্স র্মাকেট লাভ করাটাই মূল কথা নয়। এখানে টিকে থাকলে আমরা ভবিষ্যতে অনেক মুনাফা আয় করতে পারবো। ফরেক্স র্মাকেটে যে টিকে থাকতে পারবে সেই লাভবান হতে পারবে। তাই আমাদের উচিত হবে কি ভাবে ফরেক্স র্মাকেটে টিকে থাকা যায় তার টেকনিকগুলো জানতে হবে।
-
আমি আপনার সাথে একমত। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে জেনেবুঝে অল্প অল্প লাভ করে টিকে থাকাই চরম সার্থকতা।কেননা ফরেক্সে হরহামেশাই না জেনে না বুঝে অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো করার ট্রেডারের সংখ্যা কম নয় যারা অতিদ্রুত ফরেক্স কে গুডবাই বলেছেন। এজন্য ভালোভাবে জেনেশুনো মার্কেটে টিকে থাকার চেষ্টা করাই ভালো।
-
ফরেক্সে একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে টিকে থাকাই যথেস্ট প্রথম দিকে বেশি লাভের কথা ভাবঅলে লস অনিবারজ আর লস মানেই একসময় ক্যাশ জিরো তার পর বিদায় । তাই আগে শিখে কমকম প্রফিট করে টিকে থাকতে পারলে সফলতা আসবেই ।
-
অব্যশই ফরেক্স মার্কেটে টিকে থাকাই বড় সার্থকতা । কারন আপনি যদি আবেগের ও লোভের বর্ষবর্তী হয়ে ট্রেডিং করেন তেহলে আপনি এই মার্কেটে কখনো টিকে থাকতে পারবেন না । আপনি সাময়িক ভাবে লাভোবান হলে ও পরর্বতিতে আপনি লসের সামনে পড়বেন । তাই এখানে ধর্য্য ধরে টিকে থাকাই হচ্ছে বড় সার্থকতা । বলে আমি মনে করি ।
-
ফরেক্সএ ট্রেড করে অনেকে লাভবান হতে পারেনা। তার কারন তারা র্ধয ধরে ট্রেড করেনা। সঠিক ভাবে তার এনালাইসিস করে না। র্মাকেট সম্পর্কে তারা ভালভাবে জ্ঞান র্অজন করে নাই তাই তারা লস করে। তাই আমাদের উচিত হবে র্ধয ধারন করে সঠিক এনালাইসিস করে র্মাকেটে টিকে থাকা। র্মাকেটে টিকে থাকলে লাভ একদিন হবেই।
-
ফরেক্স এমন এক্তি বাবসা প্প্রতিষ্টান যেখানে খুব সহযে লাভ এবং লস করা জাই | তাই আমি মনে করি ফরেক্স এ যে টিকে থাকতে পারবে তার জিবনে সাথক্তা আসবে|