ফরেক্স চাত্রদের জন্য ভাল হবে কারন সবার ব্যক্তি গত চাহিদা থাকে আর সেটা ফরেক্স থেকে আয় করতে পারে।তবে পড়া লেখার দিকে খেয়াল রাখতে হবে।
Printable View
ফরেক্স চাত্রদের জন্য ভাল হবে কারন সবার ব্যক্তি গত চাহিদা থাকে আর সেটা ফরেক্স থেকে আয় করতে পারে।তবে পড়া লেখার দিকে খেয়াল রাখতে হবে।
আমি মনে করি না ফরেক্স ছাত্রদের জন্য নেতিবাচক তারা তাদের পড়ালেখা ঠিক রেখে ফরেক্স ব্যবসা অনায়াসে চালিয়ে নিতে পারে কারন ফরেক্স ২৪ ঘন্টার মার্কেট এতে ছাত্রদের কোন সমস্যা হবে বলে মনে করি না ।
গরিব দের জন্য এই ফরেক্স অনেক উপকারি।অনেক দরিদ্র মেধাবী ছাত্র আছে যাদের অর্থাভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে, তারা ফরেক্স করে লেখাপড়া সহ পরিবারের খরচও বহন করতে পারে,
আর এই ফোরাম সাইটি তো আর সাহায্য করে
আশলা আইতাই খুব ভাল কথা যে তারা ফরেক্স শিক্তে অনেক বেশি আগ্রহি যারা আখন পরালেখার মদ্ধেয়া আসে । তাদের আয় করার বারতি কোন ছায় নেই । তারা যদি আগামি ৫ বছর এই খানে শিখতে থাকে তারা যা শিখবে এবং এর পর যখন আয় করা সুরু করবে তখন মাথা গুরা সুরু করবে যারা তাদের আয় টা শুনবে তাদের । মনে রাখবেন ফরেক্স সিখার ছাইতে অনুশিলন বেশি দরকার ।
ফরেক্স ব্যবাস ছাত্রদের জন্য খুবই উপকারী কারণ ছাত্রজীবনে তারা যদি মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করতে পারে তাহলে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ছাত্রদেরকে এই ব্যবসা করার জন্য উৎসাহ দিয়ে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ব্যবসা ছাত্রদেরকে উৎসাহ দিয়ে থাকেন ।
ফরেক্স ট্রেড ছাত্রদের জন্য আমি নেতি বাচক মনে করিনা ।কেননা ছত্রজীবন সবচেয়ে উর্বর সময় । এই সময়ে মানুষের শেখার আগ্রহ বেশী থাকে । তাই এই ছা্ত্র সময়ে মনোযোগ দিয়ে কিছুসময় বের করে ফরেক্স করতে পারলে সহজেই ভাল ট্রেডার হ্ওয়া যায় । তবে এ সময় ট্রেডে এত বেশী সময় দেয়া যাবে না যে পড়াশোনার ক্ষতি হয় ।পড়াশোনর ক্ষতি হলে তো সবই শেষ হয়ে যায় । তাই কোন ছাত্র যদি ফরেক্স করতে চাই তাহলে শেখাকে প্রাধান্য দিতে হবে ।
ফরেক্স ছাত্র জিবনে অব্ব্যসয় কর ভাল কারন লেখা পড়ার পাশাপাশি কিছু সময় ফরেক্সের পিছনে ব্যয় করলে আমি মনে করি ভালই হয় তবে লেখা পড়া নস্ট করে ফরেক্স করার পক্ষে আমি নই । ফরেক্সের ডেমো প্রাক্টিস করতে পারে সেটা পরবর্তীতে কাজে লাগবে তার।
আমি মনে করিনা মরেক্স ট্রেডিং ছাত্রদের জন্য ইতিবাচক আমার মতে ছাত্র জীবন শেষ করে ফরেক্স মার্কেটে নামা উচিত কারন ত্তখন আপনি ফরেক্স ট্রেডিং এ অনেক সময় দিতে পারবেন আর খুব সহজেই ছাত্র জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন
ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি থিক বলেছে আমি আপনার সাথে একমত ছাত্রদের জন্য ফরেক্স অনেক কাজের ফরেক্স করতে ছাত্ররা তাদের নিজের খরচ নিজেরা চালাতে পারে | ফরেক্স করে আমার জানা মতে অনেক বেকার টাকা ইনকাম করছে এটি ছাত্রদের জন্য আশা দায়ক|
ফরেক্স ছাত্রদের জন্য নৈতিবাচক বিষয়টা নির্ভর করে সে এটাকে কি ভাবে নিচ্ছে সেটার উপর । সে যদি তার পড়াশুনা বাদ দিয়ে কেবল সারাদিন ফরেক্স নিয়েই থাকে তবে তার জন্য এটা নৈতিবাচক । আর যদি পড়াশুনার ফাকে ফাকে নিদিষ্ট একটা টাইম সেট করে ফরেক্স করে তাহলে এটা ইতিবাচক হিসাবে নেয়া যেতে পারে ।