আমি মনে করি বোনাস দিয়ে ট্রেড করাতে সুবিধা ছাড়া অসুবিধার কিছু নেই। এটা কে আমাদের জন্য সৌভাগ্য ও বলা চলে। কেননা আমরা বিভিন্ন জায়গাতে ই পোষ্ট করি যেমনঃ ফেইসবুক,টুইটার ইত্যাদি, কিন্তু তার বিনিময়ে কি আমাদের কে এমন কোন সুবিধা দেয়া হয় যে এই নাও টাকা ব্যবসা কর। কিন্তু আমরা এখানে ইনবেষ্ট এর জন্য কিছু ক্যাপিটাল সম্মানি সরূপ পাচ্ছি ফোরাম এ পোষ্ট করে। এতে আমাদের কিছু শারিরিক শ্রম যাচ্ছে সেটা ফেইসবুক,টুইটার এ করলে ও যেত। তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূন ই লাভ। ফরেক্স সমন্ধে ভাল ভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে হয়ত বড় ক্যাপিটাল তৈরী করে দিবে ইন্-সা-আল্লাহ।