অনেক টাকা আয় করা সম্ভব ফরেক্স থেকে। যদি দক্ষতা থাকে। আর যদি না থাকে তাহলে কিছুই করা যাবে না এখান থেকে। তাই আমি মনে করি এটা পেশা হিসাবে নিলে খারাপ হয় না। আর ফরেক্স এ তো সারাদিন বসে থাকতে হয় না। সময় মত ট্রেড নিতে পারলে ই হয়।
Printable View
অনেক টাকা আয় করা সম্ভব ফরেক্স থেকে। যদি দক্ষতা থাকে। আর যদি না থাকে তাহলে কিছুই করা যাবে না এখান থেকে। তাই আমি মনে করি এটা পেশা হিসাবে নিলে খারাপ হয় না। আর ফরেক্স এ তো সারাদিন বসে থাকতে হয় না। সময় মত ট্রেড নিতে পারলে ই হয়।
আসলে ফরেক্সকে প্রফেশন হিসেবে নেবার আগে অনেক চিন্তা-ভাবনা করে ডিসিশন নিতে হবে। কারণ, ফরেক্স একটা বিজনেস হলেও এটা আর ৮-১০ টা বিজনেসের মত বিজনেস নয় যেমন যারা চাকরিজীবী তাদের ৮-৯ ঘন্টা অফিসে কাটাতে হয় তারপর আর অফিসের কথা না চিন্তা করলেও চলে আর যারা অন্য বিজনেস করে তাদের সারাদিন ঐ বিজনেসে টাইম দেয়া লাগে না। কিন্তু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে। আর তাছাড়া পরিবারকে টাইম দেয়ারও একটা ব্যাপার থাকে।
এটা ভালো হবে যদি আমরা প্রফেশন হিসাবে ফরেক্স কে বেছে নিতে পারি। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিট হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।
ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই । ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব । অনেকেই আছেন যারা ফরেক্স কে ইতিমধ্যে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছে । অামরাও চেষ্টা করব এই মার্কেটকে প্রফেশন হিসেবে বেছে নিতে তাহলেই অামরা লাভবান হতে পারব ।যার অভিজ্ঞতা নেই সে পেশা হিসাবে বেছে নিতে পারে না ।
আমি ফরেক্স ব্যবসা করতে চাই ও টাকা আয় করতে চাই কারন আমি ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি । ফরেক্স টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । আমি ফরেক্স ব্যবসাকে প্রফেশন হিসাবে নিয়েছি । আর এই জন্য আমি ফরেক্স থেকে মোটামুটি ভালই প্রফিট করছি । আমি বলি যে সকলকে ফরেক্স ব্যবসাকে প্রফেশন হিসাবে নেওয়া উচিত ।
ফরেক্স ব্যাবসা কে ফুল টাইম প্রফেশনে নিতে হলে আপনাকে প্রথমেই অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷ বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷
আপনি আগে ৬ মাস থেকে ১ বছর ট্রেড করে দেখেন যে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারেন কি না যদি আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারেন আর আপনার ইনকাম ৫০০ ডলার এর উপর থাকে প্রতিমাস এ তা হলে আমার মতে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা কে পেশা হিসেবে নিতে পারেন আর এটা যদি আপনি না পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ আরও সময় দেন তা হলে আপনি ফরেক্স মার্কেট কে পেশা হিসেবে নিতে পারবেন
আমি ভবিষ্যতে ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে নিতে চাই। কারন ফরেক্স পেশা হিসাবে নিলেও আমি অন্য কাজ ও করতে পারব। ফরেক্স সারাদিন করতে হয় এমন কিন্তু নয়। চাইলেই সময় মত ফরেক্স এ বসে নিজের মত করে ট্রেড করা যায়।
ফরেক্স নিঃসন্দেহে একটি চমতকার ব্যবসা। ফরেক্স করতে নিজের ব্যাক্তিত্ব এবং নিজের ইচ্ছা থাকলেই করা যায়। ফরেক্স প্রফেশন হিসাবে খুব ভালো। তবে বেশি আইয় করতে চাইলে ইনভেস্ট বেশি থাকা চাই। কারন কম ডিপোজিট এর প্রফিট খুবই কম হবে।
এটাকে কেউ যদি ফুল টাইম প্রফেশান হিসেবে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করব কেননা এখানে শিউর বলে কিছু নেই। আপনাকে এটা রাখতে হবে আপনার সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে। কেননা এখানে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। তাই আপনি যদি এটাকে ফুল টাইম প্রফেশান হিসেবে নিতে চান আগে ভাল ভাবে ভেবে নিবেন।