ক্রস কারেন্সি পেয়ারে সাধারনত স্প্রেড অনেক বেশি থাকে এবং প্রফিট করা কঠিন হয়ে যায়।ইউর/জিবিপি,জিবিপি/জেপিওয়,এগুলো প্রত্যেকটি ক্রস কারেন্সি পেয়ার। খেয়াল করলে দেখতে পাবেন এগুলোর কোনটি তেই ডলার নেই। যখন একটি কারেন্সি পেয়ারের কোনটি তেই ডলার থাকবে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে।