শুধু এই মাসের বোনাস নয়। আপনি সারা মাসেই বোনাস এভাবেই পেতে পারেন। এতে করে আপনার পোস্ট গুলোকে মার্জিত করতে হবে এবং বোধগম্য হতে হবে। তাহলেই আপনি বোনাস পেতে পারেন এবং উক্ত বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারেন।
Printable View
শুধু এই মাসের বোনাস নয়। আপনি সারা মাসেই বোনাস এভাবেই পেতে পারেন। এতে করে আপনার পোস্ট গুলোকে মার্জিত করতে হবে এবং বোধগম্য হতে হবে। তাহলেই আপনি বোনাস পেতে পারেন এবং উক্ত বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারেন।
প্রতিটি মানুষ যখন তার পরিশ্রমের ফল পায় তখন তার সত্যি কত যে আনন্দ আর কি যে খুশি সেটা এখন নিজেকে দেখেও বুজা যায়। আমার ফোরামের বোনাস আমি পেয়ে গেছি। তাই আমি মনে করি যারা এখন পান নি আপনারা কিছু দিন অপেক্কা করুন সেটা পেয়ে যাবেন। বোনাস পাওয়ার জন্য আমাদের ৩-৭ তারিখ পর্যন্ত অপেক্কা করতে হবে। এই সময়ের মধ্যে এ মুলত ফোরামের বোনাস যোগ হয়ে যায়।
ভাই আসলে আমাদের বাংলা ফরেক্স ফোরামের রীতি অনুযায়ী আপনি যদি কোন মাসে পোষ্ট করেন তাহলে সেই বোনাসটা পাবেন পরবর্তী মাসের ১০-১৫ তারিখের মধ্যে । কোন কোন সময়ে ফোরামের কর্তৃপক্ষ ব্যস্ত থাকলে ফোরাম থেকে বোনাস পাওয়াটা কিছুটা দেরি হতে পারে , তবে দেরি হলেও আপনি অবশ্যই বোনাস পাবেন । আসলে আমি মনে করি ফোরামের বোনাসটা যদি ১৫ দিন পর পর দেয়া হত তাহলে আমাদের জন্য খুবই ভালো হত ।
আমার গত মাসের বোনাস এখনো আমার একাউন্টে যোগ হয় নি । হয়তো কাল বা পরশু যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ্* । একাউন্টে আগের ও কিছু আছে আর এখন কিছু যোগ হবে যা দিয়ে ভাবছি ট্রেড শুরু করে দিবো । আবার মাঝে মাঝে এটাও ভাবি যে একবারে ২০০ ডলার করে নিয়ে পরে ট্রেডিং শুরু করি
আমি ফোরেক্স মার্কেটে দুই মাস ধরে ডেমো তে কাজ করেছি আর মাত্র আজই বোনাস এর জন্য ফোরাম এ জয়েন করলাম , আমি আশা করি অন্য সবার মত আমিও বোনাস অর্জন করতে সক্ষম হব।
আমি আমার প্রথম মাসে ৪৮.৪০ বোনাস পেয়েছিলাম।তখন আমি খুব খুশি ছিলাম।তার পর আমি রিয়েল একাউন্ট এ ট্রেড করা শুরু করি।আসলেই ফোরাম এর রুলস মেনে যে কেউ এই সুযোগ পেতে পারে।তাই আমাদের উচিত ফোরামের সকল নিয়ম মেনে কাজ করা।কারন আজ আমাদেরকে সুযোগ করে দিয়েছে তার পর একাউন্ট আস্তে-আস্তে বড় করতেছি যদি এমন হয় আমি নিয়ম না মেনে কাজ করতেছি কিন্তু আমার একাউন্ট ব্লোক করে দিলো তখন নিজের কাছে কেমন লাগবে? খুব খারাপ লাগবে আমার কাছে।তাই আমি চাইবোনা আমার একাউন্ট আমার ভুলের কারনে ব্লক করে দিক।তাই আমার সকলের এই বিষয়টি মাথায় রেখে কাজ করা উচিত।আমরা সকলেই পোস্টের জন্য বোনাস পাচ্ছি তাই অবিশ্বাসের কিছুই নেই।
আমি আসলে বাংলা ফরেক্স ফোরামের নতুন আমি এর আগে form.mt5.com এ কাজ করতাম এখানে আমি নতুন এবং আমি খুবই অল্প কিছু পোস্ট করেছি এখানে আমি রুলস গুলো খুব মনোযোগ সহকারে দেখেছি যে এখানে প্রতি মাসে একবার পেমেন্ট করা হয় তো আমার এখনো একমাস হয়নি তাই আমি এখনো সঠিক জানিনা তবে আমি আশা করি এখান থেকে আমি অবশ্যই আমার প্রফিট বা কষ্টের যে প্রতিশ্রুতি এটা অবশ্যই এখান থেকে পাব।
আমি ফোরামে পোস্ট করে বেশ কয়েক বার বোনাস পেয়েছি। প্রথম মাসে ৩০ ডলার ফোরাম পোস্টিং করি, কিন্তু বোনাস পেয়েছি ১১৫ ডলার এবং সেটা দিয়ে ট্রেড করি। পরবর্তী মাসে আবার ৩৫ ডলার ফোরাম পোস্ট করেছি, পেয়েছি ৪৯ ডলার। আমি কিছু লস করেছি, আস্তে আস্তে তা আবার পুরন করতেছি। আশা করি ক্ষতি পুরন হয়ে গেলে ভাল প্রফিট করতে পারব। আমার জন্য সবাই দোয়া করবেন।
আসলে ফোরামে আগে অনেক বেশি বোনাস ডলার দেওয়া হতো কিন্তু এখন অনেক কম দেয়া হয় জানিনা কি কারনে বোনাসের পরিমান এতো কমে যাচ্ছে। প্রতিটা পোস্টের জন্য যেখানে ৫০ ডলদর পর্যন্ত পাওয়া যেতে পারে সেখানে ২০০ পোস্ট করলেও ৫০ ডলারই অনেক সময় হয় না। যদিও আশা করছি এখনও ভালো বোনাস পাওয়ার কারন অল্প বোনাস নিয়ে মার্কেটে টিকে থাকা খুবই কঠিন।
আপনার খুশি হওয়া টা স্বাভাবিক কারণ আপনি প্রথমবার ফোরাম থেকে বোনাস পেয়েছেন কিন্তু প্রতি মাসেই ফোরাম এটার পুনরাবৃত্তি করে থাকে। অর্থাৎ কেউ যদি একমাস যাবত ফোরামে তথ্যবহুল ও অর্থপূর্ণ পোস্ট করে থাকে তাহলে সেই পোষ্টের জন্য পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্দিষ্ট পরিমাণ বোনাস পেয়ে থাকে। তার বাস্তব প্রমান আমি নিজে কারণ আমি নিজেও চার মাস যাবত ফোরামে পোস্ট করে আসছি এবং প্রতিমাসে ফোরাম থেকে বোনাস পাচ্ছিএবং সেই বন আজকে ডিপোজিট হিসেবে ব্যবহার করে লাইভ ট্রেডিং করছি। তাছাড়া আমার পরিচিত অনেকেই আছে যারা দীর্ঘদিন যাবৎ ফোরামে পোস্টিং করে আসছে এবং প্রতিমাসেই তারা বোনাস পেয়ে আসছে।তাই বলব বোনাস পাওয়া নিয়ে দুশ্চিন্তা না করে মানসম্পন্ন যুক্তিনির্ভর ও তথ্যবহুল পোস্ট করুন তাহলে খুব ভাল পাবেন।