-
আসলে ফরেক্স এ ট্রেড করতে গেলে আপনি লাইভ ট্রেড করছেন নাকি বোনাস নিয়ে কাজ করছেন সেটা বিষয় না মেইন বিষয় হল আপনি যখন কোন কিছু করতে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে অই বিষয়ের ওপর ভাল্ভাবে নজর রাখতে হবে। অবশ্য আপনি রিয়াল মানি দিয়ে ট্রেড করছেন তাই বলে চিন্তিত হওয়ার কোন কারন নাই।
-
দুশ্চিন্তা করা ফরেক্স মার্কেটে লসের অন্যতম বড় কারণ। দুশ্চিন্তা র ফলে দেখা যায় অনেক সময় ট্রেডাররা ওভার ট্রেড করে থাকেন। ঘন ঘন ট্রেডের ফলে দেখা যায় লসের পরিমাণ আরো বেড়ে যায়। টেনশনের সময় মানুষের ব্রেন সঠিকভাবে কাজ করে না যে কারণে মানুষ ভুল সিদ্ধান্তে উপনীত হয়। যা শুধু ক্ষতি বয়ে আনে। এজন্য ট্রেডের সময় নিজেকে স্বাভাবিক রাখা দরকার। ফরেক্স এ মার্কেট বিপরীতমুখী হতেই পারে এর জন্য দুশ্চিন্তা করা মোটেই ঠিক নয়।
-
ফরেক্স মার্কেটে সকল ট্রেডারেরই কমবেশি উত্তেজনা বিরাজ করে ট্রেডিং এর ক্ষেত্রে তবে যারা নতুন তাদের অনেক বেশি কাজ করে খাওয় দাওয়া ঘুম সব নষ্ট হয়ে যায়। তবে ভালো ট্রেডিং করতে পারলে আবার সবকিছু ভালোভাবেই চলে। তাই অল্প ট্রেডে এন্ট্রি নিতে হবে তাও প্রোপার এনালাইসিস করে আর বেশি চিন্তা করে এখানে কিছু হয় না সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবেন।
-
ফরেক্স সম্পর্কে আমরা কম বেশী সবাই জানি । কিন্তু যে কারনে এই ব্যবসাটি ব্যক্তি বিশেষে আয়ের ক্ষেত্রে পার্থক্য গড়ে দেয় তা হল মনকে নিয়ন্ত্রন করা । শুধুমাত্র এই মনের সিদ্ধান্তহীনতার কারনে প্রতিদিন অনেকেই যেমন মার্জিন কল পাচ্ছেন তেমনি আবার অনেকেই একটি লাভের ট্রেড লস করে ফেলছেন । তাই আপনি ফরেক্স সম্পর্কে যত টুকুই জানুন না কেন আপনাকে অবশ্যই ট্রেড করার সময় নিজের মনকে নিয়ন্ত্রন করতে হবে । অন্যথায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা আপনার ক্যাপিটাল এর জন্য রিস্কের কারণ হতে পারে ।
-
দুশ্চিন্তা তখনই আসে যখন আপনি রিয়েল ট্রেড করেন । আর ডেমো যখন করেন তখন আপনার দুশ্চিন্তা আসে না বললেই চলে । সুতরাং আমি বলব আগে আপনি ডেমো করে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করেন তারপর রিয়েল ট্রেড করেন । তাহলেই দুশ্চিন্তা লাগব হয়ে যাবে । আর দুশ্চিন্তা লাগব হলেই সফলতা আসবেই । একজন দক্ষ ট্রেডারদের সর্বদা দুশ্চচিন্তামুক্ত থাকা দরকার ।
-
আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা কোনও নির্দিষ্ট ক্ষেত্রের জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত কখনই আসে না তবে আপনাকে প্রথমে ফরেক্স ব্যবসায়ের জ্ঞানটি শিখতে হবে কারণ বাজারটি বোঝা আমাদের পক্ষে এত সহজ নয় যে বাজারটি আমাদের স্পষ্টভাবে জেনে রাখা উচিত আশা করি আমরা যখন আমাদের সম্মেলনটি অর্জন করব তখন আশা করি স্বয়ংক্রিয়ভাবে সেই জিনিসটি আত্মবিশ্বাসের মূল ভিত্তি হ'ল আপনি যদি পর্যবেক্ষণ করেন যে অনেক সদস্য প্রাথমিক পর্যায়ে হারাচ্ছেন তবে সময়ের সাথে সাথে তাদের শিক্ষার বৃদ্ধিও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে তাই এখন সর্বোচ্চ সদস্যরা আগের ইতিহাস হিসাবে খুব ভাল উপার্জন করছেন
-
আমি মনে করি আপনি যদি ডেমো করে থাকেন আর ফরেক্স এর মার্কেটিং অবস্থা বুজতে পারেন তবে আপনি ট্রড করতে যাচ্ছেন সেটা খুবি ভাল কথা। এতে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনি ডেমো না করে থাকেন তবে তা সেরে রিয়েল ট্রড করতে গেলে ভাল হবে। কারন ফরেক্স যে বুজে সেটা তারই জন্য। আর না বুজে কিছু করা সম্ভব নয়। শুদু লস হবে। আশা করি ভাল কিছু করবেন। চিন্তা করবেন না।
-
বিক্রয় ব্যয়টি আপনার জ্ঞানটি ব্যবহার করা উচিত যদি আপনি সমস্যায় পড়ে থাকেন এবং আপনি নিজের জ্ঞান ব্যবহার করেন তবে আপনি হয় ভালভাবে চুরি করতে পারবেন এবং আপনার কাছে প্রমাণও থাকবে এবং আমি মনে করি আপনি লাভ পাবেন। যে কোনও বিলম্বের জন্য তিনি অবশ্যই এতে কঠোর পরিশ্রম করবেন surely
-
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন বিভিন্ন জাতির অর্থ ক্রমাগত বিকশিত হয়। আপনি কাগজে সন্ধান করেছেন যে মাঝে মধ্যে নগদ ডলারের বিপরীতে ডলার শক্ত হয়ে যাচ্ছে, একবারে নগদ ডলারের বিপরীতে শক্ত। বিশ্বের অর্থের বেশিরভাগ অংশই হার। এইভাবে, আপনি ডলার কিনছেন এমন ইভেন্টে, যদি ডলারের বিপরীতে ইউরোর দাম কমে যায়, আপনি ডলার বিক্রি করতে এবং ইউরো কিনতে পারবেন।
-
আমি মনে করি আপনি যদি ডেমো করে থাকেন আর ফরেক্স এর মার্কেটিং অবস্থা বুজতে পারেন তবে আপনি ট্রড করতে যাচ্ছেন সেটা খুবি ভাল কথা। এতে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনি ডেমো না করে থাকেন তবে তা সেরে রিয়েল ট্রড করতে গেলে ভাল হবে। কারন ফরেক্স যে বুজে সেটা তারই জন্য। আর না বুজে কিছু করা সম্ভব নয়। শুদু লস হবে। আশা করি ভাল কিছু করবেন। চিন্তা করবেন না।