একটি পেয়ার বেছে নেয়াই ভালো আসলে ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে EUR vs USD, আপনি চাইলে এই পেয়ার এবং GBP vs USD, USD vs AUD ইত্যাদি পেয়ার প্রথম অবস্থায় পছন্দ করে নিতে পারেন। এই গুলো আনুমানিক কোন উঠানামা করে।
Printable View
একটি পেয়ার বেছে নেয়াই ভালো আসলে ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে EUR vs USD, আপনি চাইলে এই পেয়ার এবং GBP vs USD, USD vs AUD ইত্যাদি পেয়ার প্রথম অবস্থায় পছন্দ করে নিতে পারেন। এই গুলো আনুমানিক কোন উঠানামা করে।
আমরা জানি ফরেক্সে অনেক কারেন্সির পেয়ার রয়েছে।সেখানে বিভিন্ন রকমের পেয়ারের মধ্যে মেজর পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।তবে অনেক মেজর সাতটি পেয়ারকে এতো পেয়ার মনে করতে পারে।তাদের জন্য বলবো তাহলে অন্তত তিনটি পেয়ারে ট্রেড করতে হবে।পেয়ার তিনটি হল Euro/Usd,Gbp/Usd,Aud/Usd.
আমার কাছে পেয়ার তিনটি বেশ ভালো লাগে এবং এই তিনটি পেয়ারেই ট্রেড করে চলেছি।
ফরেক্সে অনেকগুলো পেয়ারে ট্রেড করা যায় । তাই আমাদেরকে সিদ্দান্ত নিতে হবে সঠিক ও যৌক্তিক । কেননা আমি মনে করি যে ফরেক্সে কেউ ট্রেড করে যদি টিকে থাকতে চায় তবে তাকে বিশ্লেষন করে বের করতে হবে ঠিক কোন সময় সে ভালো ট্রেডিং করতে পারবে সে বিষয়টা । আর ফরেক্স মার্কেটে তারাই বেশি লাভবান হতে পারে যারা কিনা অনেক বেশি পারিমাণে ফরেক্স এর সাথে সম্পৃক্ত ।
আপনি ফরেক্স এ এক্সপার্ট হতে চাইলে সবগুলো পেয়ার এ ট্রেড করে ভালো এক্সপার্ট হতে পারবেন না । আপনাকে যেকোন দুই-একটি পেয়ার বেছে নিতে হবে ট্রেড করার জন্য বা এনালিস্ট হবার জন্য । ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে EUR vs USD, আপনি চাইলে এই পেয়ার এবং GBP vs USD, USD vs AUD ইত্যাদি পেয়ার প্রথম অবস্থায় পছন্দ করে নিতে পারেন।
ফোরেক্স মার্কেট এ অনেক ধরনের পেয়ার বব্যাবহার করে ট্রেড করে প্রফিট করা যায় । কিন্তু আমি বেশি ভাগ সময়ে ইউরো ইউএসডি তে ট্রেড করি । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ও সব থেকে বেশি বেশি প্রফিট করার জন্য ইউরো ইউএসডি পেয়ার ই ভাল । তাই আমি এই ইউরো ইউএসডি পেয়ারকেই বেশি পছন্দ করি ।
ফোরেক্স মার্কেট এ কোন পেয়ার ব্যাবহার করা উচিত তা ঠিকভাবে বলা যাবে না।আমি মনে করি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে ট্রেডারদের ঐ সকল কারেন্সি পেয়ারকেই বিবেচনা করা উচিত যে কারেন্সি পেয়ার সমূহের ব্যাপক চাহিদা রয়েছে এবং যাদের মুভমেন্ট অনেক ভাল এমন কারেন্সি পেয়ার।মেজর পেয়ারগুলো হচ্ছে যেসব পেয়ারের সাথে ইউএসডি অর্থ্যা ডলার রয়েছে।সবচেয়ে বেশি ট্রেড হয় ইউরো/ইউএসডিতে।
সম্পূর্ণ নতুন ট্রেডারদের জন্য অবশ্যই eur/usd একমাত্র বেষ্ট কারেন্সী পেয়ার৷অন্য কোনো পেয়ারের দিকে তাকালে আপনার ভেতরের লোভাতুর পশু আপনাকে লসের দকে নিয়ে যেতে পারে৷gbp/usd,usd/jpy,eur/jpy,gbp/jpy...ইত্যাদির ভোলাটালিটি খুব বেশি হয় তাই নতুন ট্রেডারগণ এসব পেয়ারে লস করে বেশি৷আপনার ট্রেডিং অভিজ্ঞতার উপর নির্ভর করবে এক বা একাদিক পেয়ারে ট্রেড করা৷যতই অভিজ্ঞ হবেন তত বেশি পেয়ারে ট্রেড করতে পারবেন নিশ্চিন্তে৷
তবে গোল্ড নিয়ে দেখতে পারেন , ফকির বা লাভবান হতে পারেন পাচ মিনিটের মধ্যে!!!
কোন পেয়ারে ট্রেড করবো এটা খুব জরুরি।আমার মতে ফরেক্সে কোনো ক্রস পেয়ারে ট্রেড না করাই ভালো।আমি এজন্য সবসময় মেজর পেয়ারে ট্রেড করি।আর মেজর পেয়ারগুলোর মধ্যেও ইউরো/ইউএসডি তে আমি বেশি ট্রেড করি।তাই এই পেয়রেই ট্রেড করার প্রতি আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি।
আমার জানা মতে ফরেক্স এউর/উএসডি পেয়ার ব্যবহার বেশি।বেশি ভাগ নিউজ ইউরো/উঁএসডি বের হয়।তা ছাড়া আরও কিছু পেয়ার গুলারও বেবহার আছে।