স্কাল্পিং হল সর্ট টাইমে ট্রেডিং। অল্প সময়ে, অল্প লাভ করার জন্য এ ধরনের ট্রেড করা হয়ে থাকে। এ ধরনের ট্রেড এর সময় বেশি লাভের আশা করা ঠিক না।
Printable View
স্কাল্পিং হল সর্ট টাইমে ট্রেডিং। অল্প সময়ে, অল্প লাভ করার জন্য এ ধরনের ট্রেড করা হয়ে থাকে। এ ধরনের ট্রেড এর সময় বেশি লাভের আশা করা ঠিক না।
আপনি স্কেল্পিং লিখে গুগল এ খুজেন দেখবেন অনেক গুল টেড ইং সিস্টেম পাবেন সে গুলোর মধ্যে যে সিস্টেম আপনার সাথে যাই সেই সিস্টেম দিয়ে আপনি টেড করেন । স্কেল্পিং করে আপনি ফরেক্স মার্কেট এ অনেক টাকা আই করতে পারবেন অনেক ভাল মানের টেড আর আছে যারা সুধু স্কেল্পিং টেড করে থাকে । অনেকে তাই স্কেল্পিং টেড ইং সিস্টেম বলে দেই সেই গুল দেখেন ভাল কাজ হই ।
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ হাতিয়ে নিয়ে ট্রেড ক্লোজ করা হতে পারে ১০-২০ পিপস। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা।
এটা নির্ভর করে আপনি স্কেল্পিং এ কতটা দক্ষ তার উপর। আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন এবং নিয়মিত স্কেল্পিং করেন তাহলে আপনি ভাল আয় করতে পারবেন। কিন্তু আপনি যদি স্কেল্পিং এ দক্ষ না হন তাহলে আপনার বিপদের সম্ভাবনাই বেশি। তাই রিয়েলে স্কেল্পিং করার আগে ডেমোতে স্কেল্পিং করে নিন। আর যারা নতুন তাদের স্কেল্পিং না করাই ভাল।
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ হাতিয়ে নিয়ে ট্রেড ক্লোজ করা হতে পারে ১০-২০ পিপস। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা।
স্বল্প সময় ধরে ট্রেড করাটাই স্ক্যালপিং আর এই স্ব্যালপিং করে ফরেক্স থেকে দ্রুত আয় করা যায়।তবে তারজন্য আগে ভালোভাবে স্কালপিং শিখতে হবে।ছোটো টাইমফ্রেমে ৫-১০পিপস লাভ হলেই ক্লোজ করতে হবে।এভাবে যত ট্রেড নেওয়া যাবে এবং প্রতিটি ট্রেডেই যদি লাভ হয় তবে স্ব্যালপিং করেও ভালো আয় করা যায়।মূলত দক্ষ ট্রেডাররাই সফলভাবে স্ব্যালপিং করতে পারে।
আমি মনে করি যারা নতুন ট্রেডার তাদের জন্য স্কেল্পিং হল একটা ট্র্যাপ । কারন নতুন ট্রেডার ট্রেড করেতে আসে লাভ করতে চাই। ার তারা সবাই এই ট্র্যাপ এ পড়ে নিজেদের ইনভেস্ট হারিয়ে ফেলে। আমি মনে করি স্কেল্পিং করার সময় হল আপনি যখন দক্ষ ত্যরেদার হবেন তখন করলে লাভ করতে পারবেন ত না হলে আপনি লসস করবেন।
স্ক্যালপিং করে কত আয় করা যায় কখন স্ক্যালপিং করা যায় এসবের নির্দিষ্টতা নেই।আপনি চাইলে চব্বিশ ঘন্টার যেকোন সময় স্ক্যালপিং করতর পারেন। কেননা ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে। তবে বাংলাদেশ সময় দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি থাতে বলে এসময় স্ক্যালপিং করে প্রফিট করা সুবিধাজনক মনে হয়।
নতুন যারা আসেন এই মার্কেট এ তারা সবাই চান খুব দ্রুত প্রফিট করতে এবং তাদের ঝক থাকে স্কালপিং করার তাই আপনি যখন এমন চিন্তা করবেন তখন লোভ না করে সামান্ন লাভ করে খুসি থাকুন । আপনার লাভ টা নিতে স্টপ লস ব্যবহার করুন । তাহলে দেখবেন লাভ কম হলেও লস কম হছে । আর কম টাইম ফ্রামে দেখতে ভুল করবেন না, আর ভাল হয় যদি লং টাইম ফ্রামে ও দেখতে পারেন ।
স্কেল্পিং ট্রেড করে তেমন কোন প্রফিট করা সম্ভব নয় । এ্যাকাউন্ট যাবারই সম্ভবনা বেশী । অামরা তার চেয়ে লং ট্রেড করে নেব তাহলেই ঝুঁকি কম থাকবে । অামরা অবশ্যই এ্যানালাইসিস বেশী করে করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা দক্ষতা ছাড়া এই মার্কেটে পর্দাপণ করব না তাহলেই অামরা লাভবান হতে পারব ।