-
আপনি এখান থেকে যে বোনাস রাভ করবেন তা আপনি ইন্সটা ফরেক্স নামক ব্রোকারে ইনভেস্ট করতে পারবেন এবং সেখানে আপনি লাইভ ট্রেড করতে পারবেন লাইভ ট্রেড করে সেখান থেকে যে প্রফিট রাব করবেন তার পুরোটাই আপনি উঠাতে পারবেন তবে ফোরামের বোনাসের অর্থ আপনি কখনই উঠাতে পারবেন না।
-
আমরা জানি বাংলা ফোরামের বোনাস মানি সরাসরিভাবে চলে যাবে ইন্সটা ফরেক্স এর লাইভ অ্যাকাউন্টে এই বোনাস মানি আপনি কখনই তুলতে পাবেন না উইথড্র দিতে পারবেন না এই বোনাস মানি দিয়ে ট্রেড করে যতটুকু লাভ করবে তার সবটুকুই আপনি উইথড্র দিতে পারবেন এবং সেটা কনজাম করতে পারবেন বিস্তরিত জানার জন্য বাংলা ফোরামের নিয়ম কানুন দেখতে পারেন তাতে করে আপনার ধারনটা পরিষ্কার হবে।
-
ভাই forex-bangla বাংলা ফোরাম ইন্সটাফরেক্সের একটি সাইট। ফরেক্স বাংলার পোস্ট বোনাস শুধুমাত্র ইন্সটাফরেক্স এই এড করা সম্ভব। আমি যতদূর জানি এই এই বোনাস অন্য কোন প্রকার সাইটে আপনি অ্যাড করতে পারবেন না। অন্য কোন ব্রোকার ফরেক্স বাংলার এই সুবিধাটা প্রদান করেনা। তাই আমাদের মত মানুষদের কাছে ইন্সটাফরেক্স এর মূল্য অনেক বেশি। এবং আমরা ইন্সটাফরেক্স এর কাছে কৃতজ্ঞ। যে আমাদের এত বড় একটা অপরচুনিটি দিয়েছে।
-
বাংলা ফোরাম অর্থাৎ ফরেক্স বাংলা ইন্সটাফরেক্সের একটি সাইট বলে আমি জানি। আরো যতদূর জানি বাংলা ফোরামের পোষ্ট হতে প্রাপ্ত বোনাস শুধুমাত্র একটি ব্রোকারে ডিপোজিট করা যায় আর সেটি হলো ইন্সটাফরেক্স। অনেক ব্রোকার রয়েছে কিন্তু এর মধ্যে সবথেকে ইনস্টা ফরেক্স ব্রোকার আমাদের সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই ব্রোকারে সবচেয়ে বেশি সিকিউরিটি পাওয়া যায়।
-
ফোরাম ইনস্টাফরেক্সের আওতাধীন তাই এই ফোরামে আপনি পোস্ট বাবদ যে বোনাস ডলার পাবেন তা আপনি কেবল মাত্র ইন্সটাফরেক্স নামক ব্রোকার হাউজেই ডিপোজিট করে ট্রেড করতে পারবেন আমার জানা মতে ঐ বোনাস ডলার অন্য কোনো ব্রোকার হাউজে নেওয়া সম্ভবপর নয় ।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ইনস্টাফরেক্সের এফিলিয়েট প্রোগামের একটা অংশ তাই স্বাভাবিকভাবেই এই ফোরাম থেকে আপনি যে পরিমান বোনাস পাবেন তা সবসময়ই সরাসরি ইন্সটাফরেক্স ব্রোকারে ডিপোজিট হবে। অন্য কোনো ব্রোকার এই ফোরামের অংশীদার নয়। আর তাছারা ইনস্টাফরেক্স ব্রোকার হলো এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার।
-
ফরেক্স বাংলা ফোরামের বোনাস ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে যোগ করা হয়। ফোরামের এই বোনাসের স্পন্সার হল ইন্সটাফরেক্সে। তাই এই ফোরামের বোনাস নিতে আপনাকে ইন্সটাফরেক্সে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আর সেই অ্যাকাউন্টটি এই ফোরামের সাথে যুক্ত করতে হবে। এবং প্রতিমাসে আপনি যতগুলো পোস্ট করবেন সেই অনুযায়ী বোনাস প্রতি মাসের শুরুতে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং এই বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন এমনকি এর প্রফিট উত্তোলন করতে পারেবনে। এই বোনাস দিয়ে ট্রেড শুরু করার পর যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে উক্ত প্রফিট উঠাতে পারবেন।
-
বাংলা ফরেক্স হলো ইন্সটাফরেক্সের একটি ফোরাম সাইট। আপনি এখানে ফোরাম পোস্টিং করলে আপনার বোনাস ইন্সটা ফরেক্সের রিয়েল একাউন্টে যোগ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে ইন্সটা ফরেক্সে একটা রিয়েল একাউন্ট খুলতে হবে এবং ফোরামে সেটা এটাচ করতে হবে।
-
ফরেক্স বাংলা ফোরাম ইন্সটাফরেক্স ব্রোকার কর্তৃক পরিচালিত। সেকারনে ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস ইনস্টাফরেক্স ব্রোকার এর অধীনে কোন ট্রেডিং একাউন্টে যোগ হয়। তাই ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস পেতে হলে অবশ্যই ইনস্টা ফরেক্স ব্রোকারের ট্রেডিং একাউন্ট ফোরাম একাউন্টের সাথে লিংক করে দিতে হবে। ইন্সটাফরেক্সই একমাত্র ব্রোকার যারা গরীব এবং দরিদ্র ট্রেডারদের জন্য ফ্রি পোস্টিং বোনাস দিয়ে থাকেন। যাঁদের ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য পর্যাপ্ত মূলধন নেই বা মূলধন জোগাড় করার সামর্থ্য নেই তারা forex-bangla ফোরামে একাউন্ট খুলে পোস্ট করতে পারেন। তবে অবশ্যই এক ডিভাইসে একাধিক ফোরাম একাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তাহলে সবকয়টি একাউন্টই ব্লক হয়ে যাবে।
-
বাংলা ফরেক্স ইনেস্তাফরেক্স এর একটি ফোরাম সাইট । আপনি ইনেস্তাফরেক্স এর লাইভ অ্যাকাউন্ট খুলবেন এবং মনে রাখবেন আপনার ফোরাম এর বনুস আমউন্ত সাই খানে জগ হবে । আপনার ফোরাম পোস্ট এর টাকা দিয়া আপনি লাইভ ট্রেড করে আপনার টাকা উত্তলন করে আয় করতে পারেন ।