-
আমার মনে হয় ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।
-
অামরা লসকে পুষে থাকি কারণ হল লাভের কারণে যে যত বেশী লাভ করতে চায় সে তত বেশী সফলকাম হতে পারে । অামরা এ্যানালাইসিস না করে ট্রেড করে থাকি তাই অামরা লসকে পুষে থাকি । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
-
এক কথায় বলতে গেলে দক্ষতার অভাব। লসে পড়লে আমাদের পুনরায় এনালাইসিস করা উচিত। লসের ট্রেডটি লাভে রূপান্তর হবার সম্ভাবনা কতটুকু।সে হিসেবে সিদ্ধান্ত গ্রহন করা।প্রয়োজনে লসে ট্রেডটি ক্লোজ করে দেওয়া। লস মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। সব ট্রেড লাভ হবে না। গড়ে লাভ হবে। একজন সাধারন ট্রেডার অল্প লাভে ট্রেড ক্লোজ করে আর লস লালনপালন করে অনেক স্বাস্থ্যবান করে। আর একজন দক্ষট্রেডার মার্কেটের গতি বুঝে নিদিষ্ট জায়গায় ট্রেড লাভে ক্লোজ করে এবং লসে থাকা ট্রেড শুরুতেই ক্লোজ করে দেয়। এখানেই পার্থক্য একজন দক্ষ ট্রেডারের। ফরেক্স ব্যবসায় লস তো থাকবেই। যারা লসকে নিয়ন্ত্রন করতে পারবে তারাই দক্ষ বা আদর্শ ট্রেডার।
-
এরকম ব্যাপার আমার সাথে কয়েকবার ঘটেছে আমি এই একই ভুলে অনেক লস করেছি।যখন আমার ট্রেড লসে ছিল তখন আমি বসে বসে শুধু লসই দেখতাম আবার লাভ হলে অল্পতেই সেটা নিয়ে নিতাম কিন্তু পরে বুঝলাম এরকম ঠিক হচ্ছে না।তারপর থেকে স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার শুরু করি।
-
ফরেক্স এ অনেক ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যা হলো লস কে ধরে রেখে লাভ ক্লোজ করে দেয়া। এই রকম করে আমাদের মনে রকম ভয় জন্মে যে লাভের ট্রেড রানিং রাখতে সাহস পাই না। কিন্তু লসে থাকা ট্রেড শত লস হওয়ার পর ও ট্রেড ক্লোজ করি না। লস ক্লোজ করে দেয়া উচিত।
-
লসকে কেউ পুষতে চায় না । আমাদের ট্রেডিং সিস্টেমের গলদের কারণেই আমরা লস করে থাকি । লস থেকে বের হতে হলে আমাদেরকে অবশ্যেই অনেক বেশি পরিমাণে নিজেকে দক্ষ করতে হবে । কেননা একমাত্র দক্ষ ট্রেডাররাই পারে নিজেদেরকে সঠিকভাবে লস এড়িয়ে পরিচালিত করতে । ফরেক্সে যে কেউ সফল হতে পারে যদি তার সঠিক ফরেক্স জ্ঞান থাকে ।
-
লোভকে নিয়ন্ত্রন করতে না পারি তবে দীর্ঘ সময়ের জন্য ফরেক্স মার্কেট এ টিকে থাকা আমাদের জন্য খুব কষ্টকর হবে অনেক ট্রেডার আছেন যারা লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন।যদি লং ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস আপনার ক্ষতির ও কারণ হতে পারে।তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ।
-
আসলে আমরা লস কে পুসি না , আমরা লস থেকে দুরা থাকতে ছাই । আমরা ভাবি যদি লস না নি তবে আমরা অনেক ভাল করব । কিন্তু আমরা যদি আইতা ভাবি যে যদি আমাদের ভুল টা শুদ্রে নি তাহলে এরকম ভুল আমরা করব না । তবে আমাদের ক্ষেত্রে যা হবে টা হল আমদের লস কে এর পুষতে হবে না । তাই আমদের লাভ হবে । এ জন্য স্টপ লস ব্যবহার উত্তম বলে আমি মনে করি ।
-
বেশির ভাগ ট্রেডার এর মধ্যে একটি টেনডেনসি দেখা যায় আর তা হল লাভ হলে তাড়াতাড়ি ক্লোজ করে দেয়া আর লস হলে দিনের পর দিন অপেক্ষা করা । এর মূল কারন হচ্ছে আমরা খুবই লোভী প্রকৃতির যার জন্য আমাদের লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারি না । সবার মধ্যেই কম বেশি এই প্রবণতা আছে । এর কারনেই আমরা লস করি বেশি ।
-
অনেক কারনেই ফরেক্সে লস হয় । তার মধ্যে অন্যতম লোভে পরে লস করা । অল্প লস হলে আমরা মনে করি লাভ হবে কিন্তু দেখা যায় আর বেশি লস হয়ে যায় । এনাল্যসিস ভুল থাকলে বড় আকারে লস হয় । অনেক সময় আমরা লস থেকে শিক্ষা গ্রহন করি না । কেন লস হল তা আর দেখতে যায়না । পরবর্তীতে একই ভুলের কারনে আবার লস হয় । লসটাকে তাই আর পুষিয়ে নেওয়া হয়ে ওঠেনা । লসটাকে আমরা পুষে থাকি ।