-
ফরেক্স ট্রেডিং শিখা আসলে অনেক কঠিন কারন শিখার জন্য উপযুক্ত ফরেক্স ট্রেইনার নেই যথাপুযগী প্রতিষ্টানিক ব্যবস্থা নেই আবার যেখানে এধরনের সকল সুযোগ সুবিধা আছে সেখানে ফরেক্স শেখা কঠিন নয় আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না ।কারন তাদের মধ্যে ধেরয কম ।তারা বেশি শ্রম দিতে চায় না ।তাই আমাদের উচিত উপযুক্ত ফরেক্স করার মন মানসিকতা তৈরি করা ও ভাল কোন ট্রেনিং সেন্টারে যাওয়া ।
-
ট্রেনিং সেন্টার ছাড়া কোন বিকল্প নেই ? গুগল বা অন্যান্য মিডিয়া ব্যবহার করে শিখা সম্ভব নয়? তবেই তো সমস্যা। কেননা ট্রেনিং সেন্টারে গেলে তো অনেক খরচের ব্যাপার স্যাপার। তাহলে কি ট্রেডার হবার স্বপ্ন মাঠে মারা যাবে। বুঝতে পারছি না কি করব।
-
ফরেক্স ট্রেডিং শিখা আসলে অনেক কঠিন কারন শিখার জন্য উপযুক্ত ফরেক্স ট্রেইনার নেই যথাপুযগী প্রতিষ্টানিক ব্যবস্থা নেই আবার যেখানে এধরনের সকল সুযোগ সুবিধা আছে সেখানে ফরেক্স শেখা কঠিন নয় আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না ।কারন তাদের মধ্যে ধেরয কম ।তারা বেশি শ্রম দিতে চায় না ।তাই আমাদের উচিত উপযুক্ত ফরেক্স করার মন মানসিকতা তৈরি করা ও ভাল কোন ট্রেনিং সেন্টারে যাওয়া ।
-
ফরেক্স ট্রেড করে যেমন প্রচুর টাকা আয় করা সম্ভব, তেমনি না বুঝে না শিখে ট্রেড করলে প্রচুর লস করতেও সময় লাগেনা। দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে অবশ্যেই ভালো জানতে ও বুঝতে হবে । তাই আমার মনে হয়ে ফরেক্স সোখার জন্য ট্রেনিং দরকার।
-
ফরেক্স একটা আন্তর্জতিক সার্বজনীন ট্রেড প্রতিষ্ঠান।এখানে সকলের ইনকামের সুযোগ আছে।কিন্ত আমাদের দেশে দক্ষ ও অভিজ্ঞ লোকের খুবই অভাব্। তাই দক্ষতা সমপন্ন ট্রেডার হতে হলে অবশ্যই প্রশিক্ষনের বিশেস প্রয়োজন।সে কারনে আমাদের দেশে প্রকৃত প্রশিক্ষন কেন্দ্রেের প্রয়োজন।
-
ভাই ফরেক্স ট্রেডিং অন্যান্য সকল ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা ধরনের একটা ব্যবসা। তাই এই মার্কেটের উপর আপনি যেখানেই যত ভাল প্রশিক্ষণ নেন না কেন তাতে কোন প্রকার লাভবান হবার সম্ভাবনা নেই।কারন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে, সে যদি সাফল্য পেত তাহলে তার প্রশিক্ষণ কিংবা ট্রেনিং সেন্টার খোলার প্রয়োজন হবে না। সুতরাং আমার মতামত হলো আপনি যদি দক্ষ ট্রেডার হতে চান তাহলে যে কোন একটা সিস্টেম বানিয়ে এবং ভলিওম কম রেখে ট্রেড করতে থাকেন, একদিন সাফল্য পাবেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
-
দক্ষ ট্রেডার হতে হলে অবসস্যাই ট্রেনিং এর বিকল্প অনেক।একজন ভাল শিক্ষক হতে হলে ,প্রয়োজন হয় ভাল লেখাপড়া ঠিক তেমনি একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য ভাল ট্রেনিং দরকার।তবে আমাদের দেশে আমার জানা মতে কোন ট্রেনিং সেন্টার নেই আছে দক্ষ ট্রেডার,চাইলে অনেকে উনাদের সাথে যোগাযোগ করে ট্রেনিং নিলে দক্ষ ট্রেডার হওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেনিংয়ের প্রয়োজন। তবে আমাদের দেশের ট্রেনিং সেন্টর যারা চালান তারা ৯৯% ধান্দাবাজ।ট্রেনি /প্রশিক্ষনের জন্য আপনি প্রতিদিন ফোরাম দেখুন তারপর ডেমোতে দীর্ঘদিন সময় নিয়ে প্রাকটিস করুন একদিন আপনি দক্ষতা সম্পন্ন ট্রেডার হতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই প্রশিক্ষন এর দরকার । আমাদের বাংলাদেশে বেশি ফরেক্স ট্রেনিং সেন্টার নাই এই জন্য আমাদের দেশের মানুষ ভালো শেখার সুযোগ কম পাচ্ছে । তবুও আমাদের দেশের মানুষ ইন্টারনেট থেকে ফরেক্স অনেক ভালো করে শেখার চেষ্টা করছে । বাংলা ফোরাম সাইট থেকে অনেক ভালো করে ফরেক্স সম্পর্কে জানতে পারছে । ইন্টারনেট থেকে ফরেক্স এর বই ডাউনলোড করে ঐ বই ভালো করে অনুশীলন করলে ভালো ট্রেডার হওয়া সম্ভব ।
-
আপনি ভাল কাজ করতে চাইলে বা ভাল প্রফিট করতে চাইলে আপনাকে ফরেক্স সম্পর্কে বিশদ জানা খুবই জরুরি।আপনার আশেপাশে যদি কোন ট্রেনিং সেন্টার না থেকে থাকে তাহলে একজন অভিজ্ঞ ট্রেডারের শরনাপন্ন হতে হবে এতে অাপনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে পারবেন। আর যদি এমন কেউ ও না থাকে তবে অনলাইনে টিউটোরিয়াল থেকে শিখতে পারেন।