-
ফরেক্স এ বেশিরভাগ ট্রেডার আবেগে পরে এবং ভুল ট্রেড বসিয়ে লস এ পরে। আর এর মুল কারন হল বেশি লাভ এর আশায় যখন একজন ট্রেডার অধিক মুনাফা অর্জন করতে চায় তখন তারা একের অধিক ট্রেড ওপেন করে থাকে,মানি মেনেজমেন্ট না করে ট্রেড বসিয়ে থাকে, কোন ধরনের স্ট্রেটিজি ফলো না করে ট্রেড বসায়,কোন এনালাইসিস না করে ট্রেড করে এর জন্য বেশিরভাগ ট্রেডার লস করে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে মাথা না ঠান্ডা রাখা যখন কোন লস করি তখন মাথা ঠান্ডা রেখে ট্রেড বসাতে হবে আর নয়ত লসে পরতে হবে।
-
আমার মতে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে যদি কিছু না জেনে ভুল ভাবে ট্রেড করে তাহলে তাকে তার জন্য লস খেতে হবে সুতরাং প্রত্যেক ট্রেডার কে ভাল ভাবে ট্রেড করা শিখতে হবে।ফরেক্স মার্কেট দক্ষদের জন্য লাভজনক জায়গা যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! আমি বলব, এসব কাজ যারা সঠিক ভাবে অনুসরণ না করবেন তারা ফরেক্সে লস করবেনই। ধন্যবাদ
-
ফরেক্স ব্যবসার অনেক অনেক সুবিধা রয়েছে। ফরেক্স ব্যবসা অন্য সব ব্যবসার মত না। ফরেক্স ব্যবসা আপনি ইচ্ছে করলে এক ডলার দিয়েও আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। আর এই ট্রেড আপনি সপ্তাহের পাচ দিনের যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি।
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু না কিছু লসতো কম বেশি সবার হবেই। তারপরেও যে সব কারনে আমাদের ফরেক্স ট্রেডাররা বেশি লস করে থাকে তা হচ্ছে অজ্ঞতা। ফরেক্স মাড়ড়কেটে ট্রেড করতে আগে অবিজ্ঞতা সঞ্চার করে যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি তবে আমাদের লস কম হবে।
-
ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে,কারন তারা ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে না বুঝে,তারা ফরেক্স মার্কেট এর এনালাইসিস করেনা,তারা ফরেক্স নিউজ দেখেনা,আবার অনেক ফরেক্স ট্রেডার আছে যারা লোভে পরে কম ব্যালেন্স নিয়ে বড় রিস্ক নিয়ে ট্রেডিং করতে গিয়ে ব্যালেন্স জিরো করে।
-
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে প্লান ছাড়া ট্রেড করার কারনে । শতকরা প্রায় ৮০ থেকে ৯০ জনই ট্রেড করে কোন প্লান ছাড়া যার ফলে লস করে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, প্লানিং ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
-
বেশীর ভাগ ট্রেডাররাই যে কারণে লস করে সেটা হল লোভ । ফরেক্স ব্যবসা করতে গেলে কোন প্রকার লোভ করা যাবে না । যে লৌব করবে সে জীবনে উন্নতি করতে পারবে না । সুতরাং আমরা সব সময় লোভ থেকে নিজেকে হেফাজতে রাখব ।
-
ফরেক্স এ লসের একটা ভালো কারণ হলো ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা, দিতীয় কারনটা যেটা সেটা হছে গিয়ে খুব একটা ভালো এনালাইসিস না করেই ফরেক্স এ এগিয়ে যাওয়া, আমার মতে প্রতিটা ট্রেডিং করার আগে একটা এনালাইসিস করে নেয়া উচিত. এতে ভালো হয়, এবং এমসন এ ও কন্ট্রোল করা উচিত. ইমসন এ কন্ট্রোল না থাকলে আপনি ট্রেডিং এ লস করবেন ই.
-
ফরেক্স মার্কেটে যতজন ট্রেড করতে আসেন তাদের মধ্যে ৯০-৯৫% সফল হতে পারেন না। দেখা জায়,বেশিরভাগ সময় তারা লস করেন। কারন অনেকেই মনে করেন ফরেক্স মার্কেটে দ্রুত লাভ করাই একমাত্র উদ্দেশ্য। কিন্তু মার্কেটে সফল হতে গেলে টিকে থাকতে হবে। অভিজ্ঞতার অভাব,রিয়েল ট্রেডিং এ দক্ষ না হতে পারার কারনে অনেকেই লস করেন।
-
আমার মনে হয় বেশিরভাগ ট্র্রেডার রা যে কারনে লস খায় তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত লাভের আশায় বড় বড় লটে ট্রেড করা । আমরা বড় বড় লটে ট্রেড করতে গিয়ে একাউন্ট জিরো করে ফেলি । আসলে এটা মোটেই ঠিক না বলে আমি মনে করি । সবারই উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে শেখা । না হলে সমস্যায় পড়তে হবে এটাই স্বাভাবিক ।