প্রথমত ফরেক্স মার্কেট মুভ করে ফান্ডামেন্টাল নিউজ এর ভিত্তিতে। কেননা যখন ফান্ডামেন্টাল নি্উজ রিলিজ হয় তখন মার্কেট এ কোন স্ট্রেটিজি কাজ করেনা। কোন সাপোর্ট রেজিসট্যান্স কাজ করে না। সেজন্য ফান্ডামেন্টাল কে কাজে লাগিয়ে টেকনিক্যাল মিলিয়ে ট্রেড করতে হবে।
Printable View
প্রথমত ফরেক্স মার্কেট মুভ করে ফান্ডামেন্টাল নিউজ এর ভিত্তিতে। কেননা যখন ফান্ডামেন্টাল নি্উজ রিলিজ হয় তখন মার্কেট এ কোন স্ট্রেটিজি কাজ করেনা। কোন সাপোর্ট রেজিসট্যান্স কাজ করে না। সেজন্য ফান্ডামেন্টাল কে কাজে লাগিয়ে টেকনিক্যাল মিলিয়ে ট্রেড করতে হবে।
মার্কেট অ্যানালাইসিস করা মানে হল বাজার বিশ্লেষণ করা। অর্থাৎ কোন কারেন্সির প্রাইস কত আছে অতীতে কত ছিল এবং ভবিষ্যতে কেমন হতে পারে এই গুলির উপর সঠিক ধারণা পাওয়ার জন্য এবং ট্রেড করার সঠিক সময় নির্ধারণের জন্য মার্কেট অ্যানালাইসিস করা হয়। ফরেক্স মার্কেটের তিন ধরনের অ্যানালাইসিস আছে*। যথা; ১. টেকনিক্যাল এনালাইসিস ২. ফান্ডামেন্টাল এনালাইসিস ও ৩. সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।
টেকনিক্যাল এনালাইসিস: কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে মার্কেট অতীতে কি পরিমান ওঠানামা করেছে এবং বর্তমানে মার্কেট প্রাইস কেমন আছে এটার উপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলে। এটা বহুল জনপ্রিয় এনালাইসিস। ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে এই এনালাইসিস করা হয়।
ফান্ডামেন্টাল এনালাইসিস: কেবল টেকনিক্যাল এনালাইসিস উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যথেষ্ট নয়। এর জন্য অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রয়োজন। ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো ফান্ডামেন্টাল এনালাইসিস। এই এনালাইসিস মূলত নিউজ এর উপর নির্ভর করে করা হয়। ভবিষ্যতে কোন কারেন্সির মার্কেট প্রাইস কেমন হতে পারে সেটা এই এনালাইসিস এর মাধ্যমে জানা যায়।
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস: ফরেক্স মার্কেটষটে কিছু দক্ষ ট্রেডারদের কিছু নিজস্ব এনালাইসিস থাকে একে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলে।
হবে। কারণ স্বর্ণটি এখন শুধুমাত্র স্বল্পমেয়াদী ব্যবসায়ের জন্য মেলে। হ্যাঁ এটি সত্য যে উচ্চ অস্থিরতা বাজার টেকনোকলগুলি বজায় রাখে না তবে একটি অস্থির বাজারে আমরা বাজারের ভবিষ্যতের গতিবিধি সম্পর্কে কিছু ধারণা নিতে পারি কারণ সমর্থনটি এবং প্রতিরোধের স্তরগুলি মূলত অস্থির বাজারগুলিতে ভেঙে যায়। সঠিকভাবে একবার যখন আমরা অতিরিক্ত ভ্যালোটাইলের বিরুদ্ধে রাখা হয় তখন আমার মনে হয় যে এর আশেপাশে তারা যথেষ্ট পরিমাণে বিক্রি করেছে-
ফরেক্স ট্রেডিং মার্কেটে এনালাইসিস বলতে আমি যেটা বুঝি তা হলো,,, কোনো পেয়ারে ট্রেড ওপেন করার আগে সেই পেয়ার ভালোকরে যাচাই-বাছাই করে বাই ট্রেড এন্ট্রি নিবো নাকি সেল ট্রেড এন্ট্রি নিবো সেই বিষয়টা ভালো করে বিশ্লেষণ করাকে এনালাইসিস বলা হয় । তার মানে কোনো ট্রেড ওপেন করার আগে উক্ত ট্রেড টি বাই ট্রেড বা সেল ট্রেড এন্ট্রি নেওয়ার সিদ্ধান্তকে বিশ্লেষণ করাকে এনালাইসিস বলা হয়ে থাকে,,,, ধন্যবাদ ।
ফরেক্স মার্কেট খুবই জটিল একটা মার্কেট তাই আমি মনে আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে হলে আপনাকে মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করতে জানতে হবে ।কারণ ফরেক্স মার্কেট এ প্রতিনিয়ত রূপ পরিবর্তন ঘটে তাই ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করে বের করতে হবে যে ফরেক্স মার্কেট এখন কোন দিকে যাবে সে অনুসারে ট্রেডিং করতে হবে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আনাল্যসিস ব্যাতিত ট্রেড করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা ।
ফরেক্স মার্কেট এ কাজ করার সময় আমরা বিভিন্ন ধরনের আনালাইসিস করে থাকি এবং এদের মধ্যে উল্লেখযোগ্য হল টেকনিক্যাল আনালাইসিস, ফান্ডামেন্টাল আনালাইসিস ইত্যাদি । এসব আনালাইসিস এক একটা এক এক রকম এবং সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় । ফরেক্স ট্রেডিং এ মার্কেট আনালাইসিস হল মার্কেট এর অবস্থা বা মুভমেন্ট বুঝা, যেটা সম্ভব হয় টেকনিক্যাল আনালাইসিসের মাধ্যমে । টেকনিক্যাল আনালাইসিস এ একজন ট্রেডার তার নিজের বুদ্ধি, বিবেক আর চিন্তাশক্তি দিয়ে কাজ করে এবং ফরেক্স মার্কেটের মুভমেন্ট বুঝতে পারে আর সেটাই হল ফরেক্স এ মার্কেট আনালাইসিস ।
ফরেক্স ট্রেডিং মার্কেট কোন ধরণের ছেলেখেলার পণ্য নয় , যেখানে আপনি এসে কিছু না দেখে না বুঝে ট্রেড করবেন আর লাভ করতে পারবেন সেটা ভাবা পুরোটাই অর্থহীন । ফরেক্স মার্কেট থেকে আপনি যদি খুব অল্প পরিমানেও লাভ করতে চান তবুও আপনাকে আগে মার্কেট আনাল্যসিস করতে হবে তারপরে লাভের চিন্তা করতে হবে , আনাল্যসিস ছাড়া লাভ করা অসম্ভব ।
ফরেক্সে ট্রেড করার আগে মার্কেটের সার্বিক দিক বিচার-বিশ্লেষণ করে ট্রেড করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে মার্কেট আনালাসিস বলে । মার্কেট আনালাইসিস করে মার্কেটে ট্রেড করার একটা ধারনা পাওয়া যায় । মার্কেট এনালাইসিস তিন ধরনের হয়ে থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসি্*স, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস । আর এই তিন এনালাইসিস ই অনেকটা গুরুপ্তপূরর্ন ।
ফরেক্স ট্রেডিং করতে হলে আগে মার্কেট এনালাইসিস করতে হবে বাধ্যতামূলক । মার্কেট এনালাইসিস ছাতা ফরেক্স মার্কেটে ট্রেড করা মোটেই ঠিক না । এনালাইসিস গুলো হল ফান্ডামেন্টাল এনালাইসি্* টেকনিক্যাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মানি মানিম্যানেজমেন্ট । এছাড়া আরো অনেক এনালাইসিস আছে ট্রেড করার সময়ে করতে হয় ।
যে কোন ব্যবসা করতে হলে যেমন আগে যাচাই বাচাই করতে হয় ঠিক সেইভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই যাচাই বাচাই অখবা এ্যানালাইসিস করে নিতে হবে । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সর্বদা এই ফরেক্স ব্যবসা করার আগে এ্যানালাইসিস করে নেব । তাহলেই অামরা সফলকাম হতে পারব ।