আমরা যদি আবার বেশি ট্রেড ওপেন করে বসি তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। সুতরাং লেভারেজ বেশি নিলেও আমরা মানিম্যানেজমেন্ট রোলগুলো অবশ্যই ফলো করবো।এতে আমাদের একাউন্ট প্রটেক্ট থাকবে। বড় লিভারেজ অনেক রিস্ক আবার একেবারে কম লিভারেজ খুব ছোট লাভ এনে দায় । তাই বলতে পারি যে লিভারেজ ব্যবহারের সাবধান থাকতে হবেই । আমি সব সময় ১ঃ৫০০ লিভারেজ ব্যবহার করে থাকি ।