-
ইসলামের দৃষ্টিতে সেই ব্যবসা হারাম যে ব্যবসায় সুদের বা ঘুষের লেনদেন হয়ে থাকে। এছাড়া যে সকল ব্যবসা অবৈধ বা বেআইনি সেসকল ব্যবসাও ইসলামের দৃষ্টিতে এককথায় হারাম। আর যে সকল ব্যবসায় সুদের লেনদেন নেই এবং সৎ উপায়ে অর্জন করা যায় সে সকল ব্যবসা ইসলামের দৃষ্টিতে হালাল। ফরেক্স মার্কেটে সোয়াপ বা সুদ যুক্ত ট্রেডিং একাউন্ট থাকলেও একজন ট্রেডার চাইলে সুদ মুক্ত ট্রেডিং একাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে প্রায় প্রতিটি ব্রোকারে সুদ মুক্ত বা ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করা যায়। আর ফরেক্স মার্কেট যেহেতু বিশ্বের প্রতিটি দেশেই বৈধ সেক্ষেত্রে ফরেক্স কে আর হারাম বলা ঠিক হবে না। কারণ ফরেক্স মার্কেট থেকে প্রফিট সৎ উপায়ে অর্জিত হয়ে থাকে। একজন ট্রেডার নিজের মেধা এবং শ্রম দিয়ে ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করে থাকেন। তাই একজন ট্রেডার চাইলে ফরেক্স কে হালাল উপায়ে ব্যবহার করতে পারবেন। তবে যে সকল মুসলিম ট্রেডার সোয়াপ যুক্ত অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাদেরকে বলব আপনারা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট সোয়াপ বা সুদ মুক্ত করে তারপর ফরেক্স ট্রেডিং করুন।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে দুই ধরনের একাউন্ট আছে একটি হলো সুদযুক্ত আরেকটা হলো সুদমুক্ত। আপনি যদি এটি সুদমুক্ত ব্যবহার করেন তাহলে অবশ্যই এটি হালাল হবে। কারণ এটি অন্যান্য ব্যবসার মত একটি ব্যবসা। এখানে মুনাফা উপার্জনের জন্য আপনাকে আগে বিনিয়োগ করতে হবে এবং তারপর এনালাইসিস করে ট্রেড করতে হবে। আপনি যদি এইগুলো না করেন তাহলে আপনি এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই এটি হারাম হওয়ার কোন লক্ষনই নেই।
-
ইসলামিক দিক থেকে ফরেক্স হালাল কি হারাম সেটা বলতে পারবো না। তবে ইসলামিক আইনের দিক থেকে বিশ্লেষণ করলে ব্যবসা সম্পূর্ণ হালাল। আমরা এই ফরেক্স মার্কেটিং এ সময়,,, জ্ঞান,,, শ্রম,,, মেধা ব্যয় করে ফরেক্স মার্কেটিং এ ট্রেড করে থাকি। এই কাজটাকে ইসলাম হালাল হিসেবে নিবে কি না সেটা আমার সঠিকভাবে যানা নাই। তবে এই ফরেক্স মার্কেটিং এ যদি সুদ,,জুয়া এই জাতীয় কোনো বিষয় চালু থাকে,,,,তাহলে এটাকে অবশ্যয় হারাম বলা যাবে। এক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি।
-
ইসলামের দৃষ্টিতে ফরেক্স হালাল নাকি হারাম এই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে,কারণ কারো মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল এবং কারও মতে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হারাম,তবে ফরেক্সে দুই ধরনের অ্যাকাউন্ট ওপেন করার সিস্টেম রয়েছে, কেউ চাইলে সুদযুক্ত একাউন্ট ওপেন করতে পারবে, আবার কেউ চাইলে সুদ মুক্ত অ্যাকাউন্ট ওপেন করে ও ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারবে, আর যদি কোন ট্রেডার ফরেক্সে অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াব ফ্রি অপশনে টিক দিয়ে সুদ মুক্ত একাউন্ট ওপেন করে থাকে, এবং ফরেক্স এর নিয়ম মেনে ট্রেডিং করে থাকে, তাহলে ফরেক্স ট্রেডিং তার জন্য ইসলামের দৃষ্টিতে হালাল বলেই গণ্য হবে বলে আমি মনে করি। তাছাড়া আমি নিজেও একজন মুসলিম হওয়ায় আমিও সোয়াব ফ্রী একাউন্ট ওপেন করে ফরেক্স মার্কেটে ব্যবসা করে আসছি।এবং পার্সোনালি আমি ফরেক্সকে হালাল ব্যবসা বলেই মনে করি।
-
আপনি নিজের জ্ঞান মেধা খরচ করেন মানসিক পরিশ্রম করে অনেক কিছুর জ্ঞান ও খেয়াল রেখে ট্রেড করছেন।।।আর ইসলামিক দৃষ্টিতে ব্যবসাকে হালাল করা হয়েছে।।।আর ফরেক্স তো ব্যবসায়
-
ব্যক্তিগণ মনে হয় আমি এটি সম্পর্কে তথ্য খুঁজে পাই না তবে আমি যে ডেটা বুঝতে পেরেছি যে বৈদেশিক মুদ্রার বিনিময় ইসলামে অবৈধ নয় আপনি হালাল বলতে পারেন যেহেতু আপনি যখন বিশ্বাস করেন যে লাভের মেয়াদে স্থির পরিমাণ রয়েছে আপনার কোনও আন্দোলন এবং শেখা ছাড়াই আপনি পাবেন এবং আপনি বুঝতে পেরেছেন যে এই মুনাফার পরিমাণ বা দুর্ভাগ্যক্রমে যে ব্যবসা চলছে তা আপনি পেয়ে যাবেন হারাম বা অবৈধ যে কোনও অফার আপনার সুযোগের ভিত্তিতে আপনার লাভ শেয়ার এবং দুর্ভাগ্যের জন্য যে কোনও বিপত্তি রয়েছে এবং আপনার অফারটি পাবেন share এক পর্যায়ে আপনি যথেষ্ট পরিমাণে মুনাফা বাড়িয়েছেন এবং কিছু ক্ষেত্রে আপনি নিজের মূলধন হারাতে পেরেছেন আমি শূন্য হিসাবে প্রমাণিত হলাম এটি একটি স্মিডজেন বিভাজন অস্ট্রিয়া রাজধানী এবং নির্দিষ্ট লাভের অনুপাত এবং দুর্ভাগ্যের অনুপাত নয় যে ইসলামে ব্যবসা আইনী এবং হালাল তাই এই ক্ষেত্রে জমায়েত আমি আমার মুসলিম সঙ্গীদের মধ্যে বেশিরভাগই পাকিস্তান ভারত এবং বাংলাদেশ থেকে এসেছি majority
-
আমার মতে ফরেক্সকে ইসলামের দৃষ্টিতে হালাল এবং হারাম দুটোই বলা যায়, কারণ ইসলামে সুদকে হারাম বলে ঘোষণা করেছে কিন্তু ফরেক্সে সুদ মুক্ত এবং সুদ যুক্ত দু'ধরনের একাউন্ট করার সুযোগ রয়েছে।অর্থাৎ যদি কোন ট্রেডার অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াপ ফ্রি অপশনে টিক প্রদান না করে সুদযুক্ত অ্যাকাউন্ট ওপেন করে এবং ব্যবসার নীতির বাইরে গিয়ে ট্রেডিং করে থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে ফরেক্স তার জন্যে হারাম বলেই গণ্য হবে।অন্যদিকে কেউ যদি অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াপ ফ্রি অপশনে টিক দিয়ে শুধু মুক্ত একাউন্ট ওপেন করে থাকে এবং ধর্মীয় নীতি নিয়ম মেনে নিয়ে সঠিক প্রক্রিয়ায় ট্রেডিং করে থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে ফরেক্স তার জন্য হালাল বলেই গণ্য হবে।তাছাড়া আমি নিজেও অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াপ ফ্রি অপশনে টিক প্রদানের মাধ্যমে সুদ মুক্ত অ্যাকাউন্ট ওপেন করেছি,এবং সঠিকভাবে ফরেক্স এর নিয়ম মেনে ট্রেডিং করব তাই আমি মনে করি ফরেক্স অবশ্যই আমার জন্য হালাল বলেই গণ্য হবে।
-
আপনার যদি একটি ছোট অ্যাকাউন্ট থাকে এবং আপনি একটি দুর্দান্ত ব্যবসায়ী বিশেষজ্ঞ হতে চান তবে তা অনুসরণ করতে এখানে কিছু গাইডলাইন রয়েছে:
অনেকগুলি ডিল করবেন না, স্নাইপারের মতো ট্রেড করার পরিবর্তে আপনাকে আপনার ছোট অ্যাকাউন্টে ছোট ভলিউম বাণিজ্য করতে হবে। আপনি যদি ঝুঁকিগুলি সঠিকভাবে পরিচালনা করতে চান তবে আমার উপর নির্ভর করুন কেবল আপনার ডায়াপারের জন্যই নয়, সঠিক ব্যবসায়ের দক্ষতা শিখতে যথেষ্ট পরিমাণ বাজারে ব্যয় করার জন্যও অর্থ এই মুহুর্তে আপনাকে চালিত করা উচিত নয়। পরিবর্তে এই সময়কালে আপনার অনুপ্রেরণা সঠিক ব্যবসায়ের অভ্যাস শেখার, শৃঙ্খলাবদ্ধ হওয়ার এবং নিজের ব্যবসায়ের কৌশল তৈরি করার মাধ্যমে হওয়া উচিত, লোকসান থেকে উদ্ধার বা ক্ষতিপূরণে ক্ষতি হওয়ার পরে চিন্তা না করা ... এই ভ্রান্ত মানসিকতা প্রায়শই আরও বেশি ক্ষতির দিকে পরিচালিত করে।
-
ফরেক্স যেহেতু একটা বিজনেস সেই হিসাবে ইসলামিক দৃষ্টি তে এটি হালাল হওয়ার কথা। ফরেক্স ব্যাবসায় লাভ এবং লস দুটাই আছে। আর আমার জানা মতে যে ব্যাবসায় লাভ এবং লস দুটাই হয় সে ব্যাবসায় হালাল।ফরেক্স ব্যাবসায় হালাল না এ বিষয়ে কখন কোন ভাবে শুনি নাই। তবে আমি মনে করি এটি একটি হালাল এবং সম্পূর্ণ বৈধ ব্যাবসাা।
-
অবশ্যই ফরেক্স একটি হালাল বিসনেস । কারণ ফরেক্স কোন জুয়া খেলা না এখানে পরিশ্রম করেই টাকা আয় করতে হয় । আর এর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় ফরেক্স মার্কেট নিয়ে আর ইসলামিক দৃষ্টিতে এটা হালাল । কারণ এটা থেকে আয় করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে নিতে হয় এছাড়া এতে আয় করর জন্য নিজেদের টাকা ইনভেস্ট করতে হয় ।আর এখানে অপশন রয়েছে সুদ মুক্ত অ্যাকাউন্ট খোলার ।