-
ফরেক্স করতে হলে আপনার তিন টি গুন থাকতে হবে তা হল ফরেক্স সন্মন্ধে জ্ঞান থাকতে হবে,অধিক প্ররিশ্রমী হতে হবে এবং ফরেক্স মার্কেটে ধৈর্য সহকারে কাজ করতে হবে । মার্কেটে মাঝে মধ্য লস খেয়ে রাগ হবে কিন্ত রাগের বসর্বতি ট্রেড করা যাবে না তা হলে লস হতে পারে তাই নিজের রাগকে নিয়ন্ত্ৰন করুন ।কিছু সময় ট্রেড থেকে বিরত থাকেন রাগ কমে গেলে নতুন করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন তবে লাভবান হবেন ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা আয় করতে চাইলে রাগ কন্ট্রোল করতেই হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যত রাগ করবেন তত বেশি লস করবেন। আমি নিজেও রাগের কারনে অনেক সময় লস করে থাকি। শুধু আমি না আমি অনেক ট্রেডার দেখেছি যারা রাগের কারনে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। আমি এখন আমার রাগ কন্ট্রোল করতে পারি।
-
ফরেক্স ব্যবসা যদি করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রন করতে হবে । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
রাগ একটা খুবি খারাপ বিষয় যেটাকে নিয়ন্ত্রন করা না গেলে খুবি ক্ষতি হতে পারে কোন কাজে সফল হয়া যায় না । বিষশ করে ফরেক্সে রাগের কোন স্থান নাই রাগ করে ট্রেড দিলেই লসে পড়তে হতে পারে ।
-
ফরেক্স এর ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যেটা আমি আমার বাস্তব এক অভিজ্ঞতা দিয়েই বলতে পারি । আমার একজন ফরেক্স ট্রেডার বন্ধাু সর্বদা ট্রেড নিয়ে পড়ে থাকত । সে একদিন সামান্য লস করে এবং রাগের বশবর্তী হয়ে কোন এনালাইসিস ব্যতিত বড় ভলিউমের ট্রেড প্রদান করে । এমতবস্থায় তার অযৌক্তিক সিদ্ধান্তে কারণে পরদিন দেখা গেল তার একাউন্ট শূণ্য !
-
হ্যা ভাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা আয় করতে চাইলে রাগ কন্ট্রোল করতেই হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যত রাগ করবেন তত বেশি লস করবেন। আমি নিজেও রাগের কারনে অনেক সময় লস করে থাকি। শুধু আমি না আমি অনেক ট্রেডার দেখেছি যারা রাগের কারনে ফরেক্স মার্কেটে অনেক লস করেছে। আমি এখন আমার রাগ কন্ট্রোল করতে পারি। আমার মনে হয় ফরেক্স মার্কেটে রাগ কন্ট্রোল করতে পারলে সবাই লস অনেক কম করবে।
-
আপমি ফরেক্সে স্ফল হবেন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আপনাকে নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে। আপনি ত্যরেদ ওপেন করার সময় লস করে ফেললে আপনার নিজের উপর অনেক রাগ হতে পারে। টাই নিজের উপর রাগ করা যাবে না তাহলে রাগের মাথায় আপনি আরও লস করতে পারেন।
-
রাগ এমনই একটি বিষয় এটাকে নিয়ন্ত্রন করা বেশ কঠিন। রাগের মাথায় আমরা অনেক কিছুই করে বসি। কিন্তু পরবর্তীতে তার খেসারত দিতে হয়। এবং নিজে নিজেই আফসোস করি। আপনি যদি রাগের মাথায় ট্রেড করেন তাহলে দেখবেন যে আপনার সিদ্ধান্তটি ভুল ছিল। এবং তার জন্য আপনার লস হয়েছে। তাই রাগের মাথায় কখনোই ট্রেডে বসবেন না। মাথা ঠান্ডা হলে তবেই ট্রেডে বসবেন।
-
ফরেকস বাবসা করতে হলে নিজের রাগ নিয়ন্তরন করতে হবে লস খাওয়ার পর রাগ করে কিছু করা যাবে না ধৈয ধরে মাথা ঠানডা করে মারকেট দেখে টেরড করতে হবে তাহলে অনেক কিছু করা যাবে।
-
ফরেক্স মার্কেটে সব সময় নিজের রাগকে সামলাতে হবে । রাগ মোটেই করা যাবে না । যে ট্রেডার বেশী রাগ করবে সে তত বেশী লসে পড়বে । অামরা যখনই রিয়েল ট্রেড করব তখনই অামরা ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও রাগের সময় রিয়েল ট্রেড করবেন না ।