-
একজন ট্রেডার তখনই সামনের দিকে এগিয়ে যাবে যখন সে প্রথমে তার ভুলগুলি চিহ্নিত করে তা শুধরিয়ে নিবে । তাই ফরেক্স সম্পর্কের মূল সমস্যা বের করতে হলে আপনাকে ভাল করে এনালাইসিস করতে হবে । ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই কোন সময় ফরেক্স করলে কিভাবে ট্রেড করতে হবে, সেটাও এনালাইসিস করতে হবে । আপনি যদি মনে করেন খালি খালি শুধু ট্রেড দিবেন তাহলে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ । আপনার ট্রেড করতে কোন জায়গাগুলোতে সমস্যা আছে তাও বের করতে হবে । তারপর সেই সমস্যাগুলি ধৈর্য ধরে সমাধান করে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আপনি এই ভুলগুলি আর করবেন না ।
-
ট্রেডিং এর সবচেয়ে সহজ উপায় ধৈর্য ধরে রাখা। এবং মার্কেট যেদিকে যায় সেই অনুযায়ী ট্রেড নেওয়া। এর জন্য কিছুক্ষণ মার্কেটের দিকে পর্যবেক্ষণ করা উচিত। যাতে মার্কেট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে অনেক গুলো আইন মেনে ট্রেড করতে হবে।আমরা যদি এই আইন মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।সুতরাং ফরেক্স থেকে আয় করতে হলে কোন প্রকার লোভ লালসা না করে অত্যান্ত স্বাভাবিক ভাবে ট্রেড করতে পারলেই প্রফিট করা যায়। তাছাড়া আমরা জানি কোন নিউজ রিলিজ হলে ট্রেড থেকে বিরত থাকতে হয়। সুতরাং আপনিও নিউজ রিলিজ হরে ট্রেড থেকে বিরত থাকুন।
-
পৃথিবীর কোন দেশই হঠাৎ করে ধনী বা গরীব হয়ে যায় না। খুব স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে সকল দেশের সকল কাজকর্ম এবং বিশ্ব পরিস্থিতি। তেমনি ফরেক্সকে যদি আমরা হঠাৎ করে ধনী হয়ে যাওয়ার মাধ্যম মনে করে ট্রেড করি তাহলে হিতে বিপরীত হতে বাধ্য। অতিরিক্ত লোভ এবং অধৈর্য্য হয়ে সব সময় অস্থির হয়ে ট্রেড করলে ব্যালেন্স জিরো হওয়া একেবারেই বাস্তব। কারণ বিশ্বের স্বাভাবিক গতির সাথে খাপ খায় না। এজন্য মার্কেট ট্রেন্ড লাইন বুঝতে না পারলে মূল সমস্যা রয়েই যাবে।
-
অতিরিক্ত আবেগী হয়ে লোভের বশবর্তী হয়ে ট্রেড করা ভালো নয়। কারণ অতি আবেগী হে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে অনিয়ন্ত্রিত চ্যাট করলে ব্যর্থতা নিশ্চিত।
-
ফরেক্স এর মূল সমস্যা হচ্ছে লোভের বশবর্তী হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করা। এবং একটু লস হলেই ধৈর্য হারিয়ে ফেলা। কিন্তু সফলতার জন্য অতিরিক্ত আবেগী হয়ে লোভ না করে অনিয়ন্ত্রিত ট্রেন না করা উচিত। পাশাপাশি ধৈর্য একান্ত জরুরী।
-
আমি উপরের সবার কথার সাথে একমত । আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে প্রথমত আর বেশি করে ডেমো ট্রেড করতে হবে । লোভ সামলাতে হবে । ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে । সব সময় মনোযোগ সহকারে ট্রেড করতে হবে । তবেই আসা করা যায় আপনার সমস্যার সমাধান হবে ।
-
নিজের আবেগকে কাজে না লাগিয়ে,অতিরিক্ত লোভ না করে সঠিকভাবে নিয়ম মেনে বিশেষ করে মার্কেট এ্যানালাইসিস করে,মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে এবং মার্কেট ট্রেন্ড লাইন বুঝে এ্যান্ট্রি দিলে আশা করা যায় লস হবে না। ওভার ট্রেড না করলে , স্বাভাবিক নিয়মে ট্রেড করলে ৮৫%লস হবার কথা নয়। মানি ম্যানেজমেন্ট আমরা অনেকে মেনে চলিনা যার কারণে নিজের মনের মত করে লট/ভলিউম দিই অথবা অনেকগুলো এ্যান্ট্রি দেওয়ার পরে ব্যালেন্স জিরো হয়ে যায় । লাভ করতে পারি না।
-
শুরুর দিকে এমন হবেই। রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন। ধৈর্য সহকারে ট্রেড করুন, মার্কেটের মৌলিক বিষয় গুলো আয়ত্ব করুন। স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন। কখন বাই নিতে হবে কখন সেল নিত এহবে এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। মনে রাখবেন যত অনুশীলন করবেন তত শিখবেন। যখন ট্রেড করবেন তখন নিজেকে এক্সপাট ভাবতে যাবেন না নিজেকে এক্সপাট ভাবতে গেলে আপনার ভুল গুলো আর আপনার চোখে পরবেনা এবং আপনার মধ্য ওভার কনফিডেন্স চলে আসবে। আর এই ওভার কনফিডেন্স এর কারনে লস হয়ে থাকে। আর ট্রেড করার সময় উত্তেজিতো হবেন না।
-
স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন। কখন বাই নিতে হবে কখন সেল নিত এহবে এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। ট্রেড করে বেশি আয় করার আসা করা জাবেনা,বেশি লোভ করা জাবেনা,ঠাণ্ডা মাথাই ট্রেড করতে হবে,স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে,এনালাইসিস করে ট্রেড করতে হবে।আপনি যদি এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন ।