ফরেক্স একটি ব্যবসা । লাভ লস ব্যবসার একটি অংশ। তবে মানিম্যানেজম্যান্ট মেনে চললে এবং নিজের মত ট্রেড করলে প্রফিট করা যোগ্যতার ব্যাপার। নিজের মধ্যে সেই যোগ্যতা অর্জনের চেস্টা করুন।
Printable View
ফরেক্স একটি ব্যবসা । লাভ লস ব্যবসার একটি অংশ। তবে মানিম্যানেজম্যান্ট মেনে চললে এবং নিজের মত ট্রেড করলে প্রফিট করা যোগ্যতার ব্যাপার। নিজের মধ্যে সেই যোগ্যতা অর্জনের চেস্টা করুন।
না , প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় । কেননা প্রফিট করা হয় এ্যনালাইসিসের উপর । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য মার্কেট এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
না ভাই ফরেক্স মার্কেটে প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
ভাগ্যর উপর ছেরে দিলে ভুল হবে। তবে নিজেকে ভাল ভাবে দক্ষ করে তুলতে হবে। যাতে লস না হয়। তাই এমন ট্রেড সিখতে হবে যাতে আমাদের ট্রেড গুলো গড়ে প্রফইট এ থাকতে পারি। আর যদি গড়ে প্রফিট ও তাহলে ফরেক্স ভালো করা সম্ভব।
না প্রফিট করা কোন ভাগ্যের ব্যাপার নয়। আপনার নিজের উপরই নির্ভর করে আপনার প্রফিট। আপনার এ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে আপনি প্রফিট করতে পারবেন আর তা না হলে আপনার লস হবে। তাই এ্যানালাইসিসের প্রতি মনোযোগী হউন। কিভাবে মার্কেট এর মুভমেন্ট ধরা যায় তাই নিয়ে এ্যানালাইসিস করুন। তাহলেই প্রফিট করতে পারবেন।
না আমি ফরেক্স করতে এসে ভাগ্য কথা বলতে চায় না ফরেক্স মাকেটে যে কেও পরিশ্রম করলে আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারবে | ফরেক্স থেকে আয় করা আপনার দক্ষতা আর অভিগতা ফল আমি মনে করি | ফরেক্স মাকেটে সবাই আয় বা লস করতে পারে কিন্তু ফরেক্স মাকেটে কজন টিকে থাকতে পারে|
আমি মনে করি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয়।আপনি যদি ফরেক্স মার্কেটে না বুঝে ট্রেড করে নিজের ভাগ্যকে দোষ দেন তাহলে তো আয় করা সম্ভব হবে না।আপনি যদি মার্কেটে এনালাইসিস করে ট্রেড ওপেন করেন তাহলে লাভ করবেন অবশ্যই।
সকলেই জানি যে মানুষ নিজেই তার ভাগ্য নিজে তৈরি করেন বা একান্ত পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি৷অনেক লেখাপড়া,অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হয়৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ৷ভাগ্যের উপর নির্ভর করে কখোনোও ব্যাবসা হয়না৷
ফরেক্স এ প্রফিট করা ভাগ্যের ব্যপার। করন নিজের তকদির কে বিশ্বাস করা একটি ভালগুন। যা কিছু ঘটছে আর যাকিছু আগামিতে ঘটছে তা ভাগ্যেই ছিল এটা মেনে নিতে হবে। আবার এও মানতে হবে যে নিজের ভাগ্য টা নির্ভর করে নিজের কর্মের উপরেও। কেউ কর্ম করবে না আর বলবে আজ আমি খেতে পায়নি এটা আমার ভাগ্যে ছিল এরকম ভাগ্যকে বিশ্বাস করা অন্যায়।
ফরেক্স একটি ব্যবসা, ব্যবসা কখনো লটারির মতো ভাগ্যের উপর চলে না।ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে পরিশ্রমী হতে হবে তবেই আপনি লাভ করতে পারবেন।এখানে শুধুমাত্র আপনার মেধা আর আপনার দক্ষতার উপর নির্ভর করবে লাভ আর লস।তাই লাভ করতে ভাগ্যের উপর নির্ভর করে কোন লাভ নাই।