- 
	
	
	
	
		না দিনই যে ফরেক্স মার্কেট এর ট্রেড করার সবচেয়ে ভাল সময় এটা মোটেও যৌক্তিক বিষয় নয় বলে আমি মনে করি । কারন ফরেক্সে ট্রেড করার জন্য কোন রাত দিন নেই । ফরেক্স সপ্তাহের ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে আর এর যে কোন সময় ট্রেড করলেই হয় । কিন্তু হ্যাঁ এজন্য অবশ্যই আগে আমাদের মার্কেট আনালাইসিস করে দেখতে হবে । মার্কেট এর মুভমেন্ট যদি ঠিক থাকে তাহলে দিন রাতের যেকোনো সময়ই ট্রেড দেয়ার জন্য ভাল সময় বলে আমি মনে করি । 
 
- 
	
	
	
	
		যদি সারা দিনের কথা চিন্তা করেন তবে দিনের মধ্যে ট্রেডিং করার জন্য সবচেয়ে ভাল সময় হচ্ছে সন্ধ্যা বেলা ট্রেডিং করা । আর যদি শুধু দিনের সময়টুকু বুঝান তবে ট্রেডিং করার জন্য সবচেয়ে ভাল সময় হচ্ছে সকাল বেলা । কারন এ দুই সময় তে মার্কেট সবথেকে বেশি ভলাটািইল থাকে । এসময় মার্কেট অনেক বেশি আপ ডাউন করে । 
 
- 
	
	
	
	
		সপ্তাহের ৫ দিন আপনি যে কনো সময় ফরেক্স মার্কেট ট্রেড করতে পারেন  কারন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে  তবে বলা যায় ফরেক্স মার্কেট যে ৫ দিন খোলা থাকে এবং সপ্তাহের মাঝা মাঝি দিন এ মার্কেট ভাল মুভ করে  আর প্রতিদিন মার্কেট দিন এর বেলাই ভাল মুভ করে তাই দিন এ ট্রেড করা সব থেকে ভাল সময় যারা নিউজ ট্রেড করে তারা শুধু নিউজ ফলো করে ট্রেড করে এখন কথা হচ্ছে নিউজ তো ৪ ঘন্টার যে কোন নির্দষ্ট সময়ে রিলিজ হয় তাই আপনি আপনার ট্রেডিং স্ট্রজি অনুযায়ী ফরেক্স মার্কেট যে কোন সময়ে ট্রেড করতে পারবেন । 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে । তবে বলা যায় ফরেক্স মার্কেট যে ৫ দিন খোলা থাকে এবং সপ্তাহের মাঝা মাঝি দিন এ মার্কেট ভাল মুভ করে । আপনি যদি সকাল ১১ টার পর ট্রেডিং শুরু করেন তাহলে খুব সহজেই আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন । কারণ সেই সময়টাতে মার্কেট খুব ভালভাবে নড়াচড়া করে থাকে । তবে সর্বাধিক ট্রেড হয় সন্ধা ৬ টা থেকে রাত ১১ টা ৷ এই সময়ে লন্ডন ও নিউইর্য়কের মার্কেটগুলো একই সাথে লেনদেন করে । 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে ।এবং এই পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। কারন এই চব্বিশ ঘন্টাই মার্কেট কম বেশি ওঠা নামা করে থাকে। তবে সবসময় মার্কেটে একরকম মুভ থাকে না। যখন দুইটি সেশন ওভার ল্যাপ করে তখন মার্কেটে খুব মুভ করে। তখন ট্রেড করা উচিত এছাড়াও সপ্তাহের মাঝামাঝি মার্কেটে ভালো মুভ করে। তখনও ট্রেড করা যায়।আর আমাদের দেশের সময় অনুযায়ী মার্কেট বেশি মুভ করে দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত।এই টাইমটা তে যদি আপনি ভালো এন্ট্রি পয়েন্ট নিয়ে ট্রেড করতে পারেন তবে আশানুরূপ ভালো ফল পাবেন। 
 
- 
	
	
	
	
		আপনি কোন কারেন্সিতে ট্রেড করবেন তার উপর ভিত্তি করে সময় নির্ধারন করতে হবে। সাধারণত ফরেক্স মার্কেটকে চারটি সেশনে ভাগ করা হয়েছে। আপনি দিনে ট্রেড করতে চাইলে টোকিও ট্রেড লাইনে সেশনে ট্রেড করতে পারেন। যেটি ভোর ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপযুক্ত সময়। কারেন্সি হলো jpy এই সেশন গুলোতে কারেন্সি তুলনামূলক ভাবে বেশী  লেনদেন হয়ে থাকে। 
 
- 
	
	
	
	
		ট্রেড করার কোন নিদ্দিষ্ট কোন সময় আছে কি না তা আমার জানা নেই। তবে ট্রেড সন্ধ্যার দিকে ভালো মুভমেন্ট করে থাকে। সেই সময় যদি ট্রেড আপনার অনুকূলে যায় তবে ভালো প্রফিট করার সম্ভনা থাকে। তবে নিশ্চই দিনের যেকোন সময় ট্রেড করা যেতে পারে । সোমবার অ্যান্ড শুক্রবার ট্রেড না করা ভাল।অনেক ভাল ট্রেডআররা বাংলাদেশ সময় বিকাল ৬ টা থেকে ট্রেড করতে পছন্দ করেন। তখন মার্কেট মুভ ভাল থাকে। মার্কেট মুভ ভাল থাকলে ভাল প্রফিত করা যায়। 
 
- 
	
	
	
	
		দিনের বেলা দুপুর এর পর থেকে মার্কেট ভালো মুভমেন্ট দিয়ে থাকে। আবার যখন সেশন ওভারলেপ করে তখনও মার্কেট প্রচুর মুভমেন্ট হয়ে থাকে। স্কালপিং করলে মার্কেট যখন  বেশি মুভ করে তখন প্রফিট দ্রুত চলে আসে। কিন্তু যখন মার্কেট স্লো থাকে তখন ধৈর্য্য হারা হয়ে যেতে হয়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে।আপনি চাইলে যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন।এক্ষেত্রে উপযুক্ত সময় বলতে কিছু নেই।যেমন ধরুন একজন প্রাইস একশন ট্রেডার সবসময় সিগনাল ফলো করে ট্রেড করে।যখন দুইটি সেশন ওভার ল্যাপ করে তখন মার্কেটে খুব মুভ করে। তখন ট্রেড করা উচিত এছাড়াও সপ্তাহের মাঝামাঝি মার্কেটে ভালো মুভ করে। তখনও ট্রেড করা যায়। 
 
- 
	
	
	
	
		ট্রেড করার ভাল সময় হল সপ্তাহে ৫ দিন কারন সপ্তহে ৫ দিন মার্কেট খোলা থাকে । আর আমি ফরেক্স মার্কেট এ নতুন হিসাবে রাত দিন সবসময় কাজ করে ভালো সাড়া পাচ্ছি । আর পেশা হিসাবে এইটা খুব ই ভালো কোনও জামেলা পহাতে হয় না । আমার যেটা মনে হয় লাঞ্চের পর পর এবং ইভিনিং এর পর পর মার্কেটের আপডাউন একটু বেশি হয়ে থাকে এই টাইমটা তে যদি আপনি ভালো এন্ট্রি পয়েন্ট নিয়ে ট্রেড করতে পারেন তবে আশানুরূপ ভালো ফল পাবেন।