-
আসলে যাদের পুজি নেই বা খুব অল্প তারা ট্রেড করার জন্য ফোরামের সাহায্য নিতে পারেন অথবা বিভিন্ন কন্টেস্ট এ যোগ দিতে পারেন। যদি আপনার দক্ষতা থাকে এবং ভাগ্য ও আপনার সহায় থাকে হয়ত বা পুজিও পেয়ে যেতে পারেন সেখান থেকে। তবে এই মার্কেট এ বিনিয়োগ করার আগে ঝুকির বিষয়টা ভাল ভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। ধন্যবাদ।
-
যদিও অল্প পুজি নিয়ে ফরেক্স ট্রেডিংয়ে কিছুটা ঝুকি থাকে তার পরও আপনি যদি কেৌশলগত ভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনি স্বল্প পুজি দিয়েও বেশ ভাল আয় করতে পারবেন। সেই কারনে আপনাকে ট্রেডিং কেৌশল,দক্ষতা,অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে অনেক বেশি পারদর্শি হতে হবে।
-
আমি মনে করি ফরেক্সে কোন ডিপোজিট না করেও ট্রেড ওপেন করা যায়। আপনি যদি চান তাহলে ইন্সতা ফরেক্সে ফরাম পোস্ট করে বোনাস ডলার নিয়ে ট্রেড ওপেন করতে পারেন। সাথে আপনি যদি কিছু ডলার ডিপোজিট করেন তাহলে অ্যাকাউন্ট ভাল থাকে।
-
অল্প পুজি দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে অবশ্যই আপনি সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন। সেন্ট অ্যাকাউন্টে অল্প পুজি ডিপোজিট করলেও মনে হয় অনেক ব্যালেন্স। যেমন আপনি যদি ৫ $ সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করেন তবে ৫০০usc দেখাবে যেটা অনেক বড় পুজি মনে হবে। তাই আপনি চাইলে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন।
-
আমার জানামতে অল্প পুজি নিয়ে ফরেক্সে ট্রেড করা সম্ভব। কিছু কিছু ব্রোকারের ফোরাম রয়েছে সেখানে পোস্টিং করে আপনি পোস্ত বনাস দিয়ে ট্রেড করতে পারবেন। এক্ষেত্রে কার্যত আপনার কোন পুজিই লাগবে না। যেমন ইন্সটা ফরেক্স, এফএক্স অপটিম্যাক্স ইত্যাদি। আবার কিছু ব্রোকারে কন্টেস্ট বোনাস দিয়ে ট্রেড করা যায়, যেমন রোবোফরেক্স। আবার এক্সনেসে মাত্র ৫ডলার ডিপোজিট করেও ট্রেড করা যায়।
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল ভাবে টেড করতে পারেন তা হলে আপনি যদি ৫০ বা ১০০ ডলার দিয়ে টেড করেন তা হলে ২ বছর থেকে ৩ বছর এর মধ্য আপনি ১৫০০০ হাজার ডলার এর ও বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই আপনি আগে ফরেক্স মার্কেট এ টেড ভাল করে সিখেন তার পর লাভ নিয়ে চিন্তা করবেন ফরেক্স মার্কেট এ যে সফল তার কাছে টাকা কোন সমস্যা না তাই আপনাকে ভাল করে শিখতে হবে আর লাভ করা শুরু করলে আপনি ডিপোজিট করে রিয়েল টেড করেন তখন আপনি ৫০ বা ১০০ ডলার দিয়ে অনেক লাভ করতে পারবেন
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক গুলা ব্রোকার রয়েছে।একেকটা ব্রোকার এর সিস্টেম একেক ধরণের।অনেক গুলা ব্রোকার এর ফোরাম রয়েছে। জেই ফোরাম এর মাধ্যমে তারা কিছু বোনাস দেই আর এই বোনাস দিয়ে ফরেক্স মার্কেট এ রিয়ে ট্রেড করা যাই।তাই অনেক সুযোগ রয়েছে জাদের কাছে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য পূঁজি থাকে না।আমার কাছেও ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য তেমন কোন পূঁজি ছিল না।আমি ফোরাম করেই ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আমি যতদূর জানি অল্প পুজি নিয়ে ফরেক্স শুরু করা যদিও কঠিন তবে অসম্ভব নয়।তবে আমি বলবো ফরেক্স বাজারে টিকে থাকতে হলে একটু বেশি পুজি খাটানোই ভালো।
-
আমরা জানি অল্প পুজি নিয়ে ফরেক্সে ট্রেড করা সম্ভব। কিছু কিছু ব্রোকারের ফোরাম রয়েছে সেখানে পোস্টিং করে আপনি পোস্ত বনাস দিয়ে ট্রেড করতে পারবেন। এক্ষেত্রে কার্যত আপনার কোন পুজিই লাগবে না। যেমন ইন্সটা ফরেক্স, এফএক্স অপটিম্যাক্স ইত্যাদি। আবার কিছু ব্রোকারে কন্টেস্ট বোনাস দিয়ে ট্রেড করা যায়, যেমন রোবোফরেক্স। আবার এক্সনেসে মাত্র ৫ডলার ডিপোজিট করেও ট্রেড করা যায়।
-
আমি বলবো অল্প পুজি নিয়ে ফরেক্সে ট্রেড করা সম্ভব। কিছু কিছু ব্রোকারের ফোরাম রয়েছে সেখানে পোস্টিং করে আপনি পোস্ত বনাস দিয়ে ট্রেড করতে পারবেন। এক্ষেত্রে কার্যত আপনার কোন পুজিই লাগবে না। যেমন ইন্সটা ফরেক্স, এফএক্স অপটিম্যাক্স ইত্যাদি। আবার কিছু ব্রোকারে কন্টেস্ট বোনাস দিয়ে ট্রেড করা যায়, যেমন রোবোফরেক্স। আবার এক্সনেসে মাত্র ৫ডলার ডিপোজিট করেও ট্রেড করা যায়।