-
এ্যানালাইসিস বলতে আমি বুঝি ফরেক্স মার্কেটে গতিবিধি নিয়ে পর্যবেক্ষণ করা। আর গতিবিধির মাধ্যমে আপনি কিভাবে ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন এমনি কিভাবে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন তাও এর উপর নির্ভর করে। তবে এই সব এ্যানালাইসিস গুলোর পাশাপাশি আপনি আরও কয়েকটি এ্যানালাইসিস করতে পারেন সেগুলো হচ্ছে ফান্ডামেন্টা, টেকনিক্যাল সেন্টিমেন্টাল এ্যানালাইসিস। উক্ত বিষয়গুলোর উপর আপনি বেশি বেশি পর্যবেক্ষণ করে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। এজন্য আপনাকে বিভিন্ন ধরনের এ্যানালাইসিস সম্পর্কে গবেষণা করতে হবে।
-
এনালাইসিস হলো মার্কেট বিশ্লেষণ করে খোঁজে বের করা যে এখন আমি কোনো ট্রেড নিতে পারবো কিনা
-
অ্যানালাইসিস মূলত ৩ প্রকার, ১. ফান্ডামেন্টল অ্যানালাইসিস ২. টেকনিক্যাল অ্যানালাইসিস ৩. সেন্টিমেন্টল অ্যানালাইসিস । এই ৩ ধরনের অ্যানালাইসিস খুবিই গুরুত্বপূর্ণ । অ্যানালাইসিস ভাল করে জানতে ও বুজতে পারলে আপনি ট্রেড খুব ভাল ভাবে করতে পারবেন।
-
একজন ভালো ট্রেডার হওয়ার জন্য এনালাইসিস সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে।ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস সাধারণত আমরা দেখতে পায়।আর এই তিন ধরনের এনালাইসিস হল টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস,এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।এই তিন ধরনের এনালাইসিসের মেথড আলাদা। আলাদা স্ট্র্যাটেজি এপ্লাই করতে হয়।টেকনিক্যাল এনালাইসিস করা হয় মার্কেটের ইতিহাস,ইন্ডিকেটর ইত্যাদি দেখে।অনুযায়ী ট্রেডিং এর সিন্ধান্ত নেওয়া হয় তাকে অ্যালাইসিস বলে।
-
ফরেক্স এ কাজ করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে অন্যালাইসিস করতে হবে। ফরেক্স মার্কেটে এনালাইসিস একটি গুরুত্বপূর্ন বিষয়। অন্যালাইসিস মূলত তিন প্রকার ১)ফান্ডামেন্টাল অন্যালাইসিস ২) টেকনিক্যাল অন্যালাইসিস ৩) সেন্টিমেন্টাল অন্যালাইসিস। আপনি ফরেক্স থেকে লাভবান হতে চান তাহলে আপনাকে ফরেক্স মার্কেট অন্যালইসিস করলে আপনি ফরেক্স থেকে ভালো কিছু আশা করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এর গুরুত্ব পূর্ন ব্যপার হলো মার্কেট এনালাইসিস। আপনি যত সঠিক এনালাইসস করতে পারবেন তত বেশী ট্রেডিং এর লাভ করতে পারবেন আর লস হবে কম। সর্বদিক দিয়ে মার্কেটর ট্রেডিং পজিশন ঠিক করার জন্য যে যাচাই বাছাই করা হয় বিভিন্ন ইন্টিকেটর, নিউজ এবং অাত্মসমালোচানার মাধ্যমে যে মাকের্ট যাচাই করা হয় তাকে এনালাইসিস বলে। এনালাইসিস হলো ট্রেডিং এর প্রান। ফরেক্স এ এনালাইসিস তিন প্রকার যেমন : ১। টেকনিক্যাল এনালাইসিস ২। ফান্ডামেন্টাল এনালাইসস ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। সবগুলো এনালাইসিস ই গুরুত্ব পূর্ন।
-
ফরেক্স মার্কেট আসলে সবাই অ্যানালাইসিস করে কারন সবাই বুঝতে চেচটা করে মার্কেট কোন দিকে যাবে যে অ্যানালাইসিস করে যত ভাল করে বুঝতে পারে সে ফরেক্স মার্কেট থেকে তত বেশি ডলার ইনকাম করতে পারে তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে মার্কেট অ্যানালাইসিস ভাল করে জানতে হবে যাতে করে আপনি ফরেক্স মার্কেট থেকে নিয়মিত লাভ করতে পারেন
-
অ্যানালাইসিস হচ্ছে প্রাইচ এখন কোথায় আছে পরবর্তীতে প্রাইচ কোথায় যেতে পারে তা নির্ধারন করা। ফরেক্স এ আপনি অ্যানালাইসিস ছাড়া প্রাইচ কোথায় যাবে সেটা বুঝতে পারবেন না। সেজন্য সর্বপ্রথম মার্কেট ওপেন করে আপনাকে অ্যানালাইসিস করা জরুরী।
-
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করার জন্য বা ফরেক্স এন্ট্রি নেয়ার জন্য এনালাইসিস খুভ গুরুত পূর্ণ ক্টি বিসয় তাই ফরেক্স করে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে বা ফরেক্স ট্রেড করে সফল হতে হলে এনালাইসিস করা শিখতে হবে এবং জানতে হবে।
-
ফরেক্স মার্কেটের বিভিন্ন তথ্য উপাত্তের আলোকে সুচিন্তিত বিচার বিশ্লেষনকে মার্কেট অ্যানালাইসিস বলে। মার্কেট অ্যানালাইসি সফলতার সাথে তারাই করতে পারে যাদের অনেক ভাল অভিজ্ঞতা এবং ট্রেডিং জ্ঞান থাকে।