-
ফরেক্স মার্কেট এ ৩ ধরণের এন্যালাইসিস হয়ে থাকে
১.টেকনিক্যাল ২.ফান্ডামেন্টাল ও ৩.সেন্টিমেন্টাল, সব কয়টা এন্যালাইসিস শিখা এবং জানা প্রতেক ট্রেডার দের উচিত,সবচেয়ে জনপ্রিয় এন্যালাইসিস হলো টেকনিক্যাল এন্যালাইসিস,পূর্ব মার্কেট এর প্রাইস মুভমেন্ট দেখে চার্ট এন্যালাইসিস কে টেকনিক্যাল এন্যালাইসিস বলে।
-
টেকনিক্যাল এনালাইসিস হল সব চেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ফ্রেক্স মার্কেট এ কর্মরত সব সদসস এর জন্য আপনি যদি ফরেক্স মার্কেট কাজ করে আয় করতে চান তাহলে আপনি অবশ্যই এই তা সম্পর্কে অনেক ভাল অভিগুতা অর্জন করতে হবে না হয় আপনি লস দিবেন । টেকনিক্যাল এনালাইসিস আপনাকে মূল্য সম্পর্কে ধারনা দিভে।কন সময় কন কারেঞ্চি কি ভাবে আছে । কন সময় আওনার লস বা লাভ হবে।
-
আমি মনে কর, ফরেক্স ব্যবসায় এ টেকনিকাল এনালাইসিস একটি অত্তান্ত গুরত্ত পূর্ণ বেপার। ফরেক্স ব্যবসায় মার্কেটে আছে তিন ধরনের এনালাইসিস। যেমনঃ ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। এই তিন ধরনের এনালাইসিসের মেথড আলাদা। আলাদা স্ট্র্যাটেজি এপ্লাই করতে হয়। টেকনিক্যাল এনালাইসিস হলো ইন্ডিকেটর, ইতিহাস, চার্ট, সাপোর্ট রেসিস্ট্যান্স, নিউজ ইত্যাদির উপর ভিত্তি করে মার্কেট এনালাইসিস।
-
টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটের নির্ধারিত এনালাইসিস এর মধ্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার মাধ্যমে মার্কেটের অতীত এবং বর্তমান অবস্থার বিচার-বিশ্লেষণ করে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সে সম্পর্কে ধারণা অর্জন করা যায়।অর্থাৎ টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে একজন ট্রেডার কোন নির্দিষ্ট কারেন্সির অতীত রেকর্ড এবং বর্তমান অবস্থার সাপেক্ষে বিচার বিশ্লেষণ করে ভবিষ্যতে মার্কেট কোন দিকে যেতে পারে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
-
আমার মতে ফরেক্স মার্কেট প্রতিনিয়তই পরিবর্তনশীল একটি মার্কেট প্লেস আর এই মার্কেটে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে আপনাকে মার্কেট মূভমেন্ট কোন দিকে যেতে পারে তা পূর্বে বিচার বিশ্লেশন করে তার পর ট্রেড করতে হবে আর সেই জন্য অতীতের দিনগুলোর মুভমেন্টকে বিবেচনা করে যে মার্কেট বিশ্লেষন করা হয়ে থাকে তাকে ফরেক্স ট্রেডিংয়ের ভাষায় টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়।
-
ফরেক্স মার্কেট এ আমরা সাধারনত তিন ধরনের এনালাইসিস ব্যাবহার করে থাকি।যেমন ১ টেকনিক্যাল এনালাইসিস ২ ফান্ডামেন্টাল এনালাইসিস ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস । এর মধ্যে আমার কাছে সবচেয়ে টেকনিক্যাল এনালাইসিসই সবচেয়ে ভাল।
-
টেকনিক্যাল এনালাইসিস হলো ফরেক্স মার্কেটের বিভিন্ন চার্ট ট্রেডিং টুলস এবং মার্কেটের তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট কি হবে তার একটি সহজ সার্বজনীন ট্রেডিং পদ্ধতি। বিশ্বের সব ট্রেডারদের কাছে এই পদ্ধতিটি খুবই জনপ্রিয়। অনেকে টেকনিক্যাল এনালাইসিসকে ট্রেড উইথ হিস্টোরিক্যাল ডাটা বলে থাকে। বিষয়টা আসলে আমাদের পরীক্ষায় প্রস্তুতি স্বরূপ, বিগত বছরগুলোর প্রশ্ন অনুসারে পরবর্তী বছরের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া বা পরীক্ষা দেওয়া টা যেমন ভাল ফলাফলের একটি সহজ পদ্ধতি তেমনি টেকনিক্যাল এনালাইসিসও ট্রেডারদের কাছে এমন একটি হাতিয়ার। টেকনিক্যাল এনালাইসিস তিনটি বিশেষ নীতির উপর কাজ করে থাকে। এগুলো হলো:
১. মার্কেট একশন
২.ট্রেন্ডে প্রাইস মুভমেন্ট
৩. ও পূর্ববর্তী রেকর্ড।
-
ফরেক্স মার্কেটে নিজেকে ভাল ট্রেডার হিসাবে তৈরী করতে হলে অবশ্যই তাকে ৩টা এনালাইসিস রপ্ত করতে হবে।
১।টেকনিক্যাল এনালাইসিস।
২। ফান্ডামেন্টাল এনালাইসিস।
৩।সেন্টিমেন্টাল এনালাইসিস।
টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আপনি জানতে মার্কেটের অতীতের অবস্থা কেমন ছিলো আর ফিউচারে কেমন হতে পারে তার একটি নমুনা জানতে পারবেন আর তাছাড়া আপনি টেকনিক্যাল এনালাইসিস করে ক্যান্ডেল স্টিক এর অবস্থা কি রকম হতে পারে তার জন্য ধরনা পাবেন।তার জন্য সকলেই টেকনিক্যাল এনালাইসিস বেশি বেশি শিখার চেষ্টা করে।সারাপৃথিবীতে সকলেই টেকনিক্যাল এনালাইসিস এর উপর গুরুত্ব দিয়ে থাকে বেশি।তবে টেকনিক্যাল এনালাইসিস এর অনেক গুলো টুলস ও ব্যবহার করে আপনি মার্কেট কেমন আচরণ করতে পারে তার একটি নমুনা পেতে পারেন।টুলসের মধ্যে অন্যতম হলো বলিঞ্জার বন্ড তাই বেশি বেশি টেকনিক্যাল এনালাইসিস করে নিজের দক্ষতা অর্জন করতে হবে।
-
সব ফরেক্স ট্রেডাররা জানে যে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা ঠিক নয় । কারন টেকনিক্যাল অ্যানালাইসিস না করে ট্রেড করলে লস খুব সহজে । আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে ই ট্রেড করে থাকি । আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিস হল মার্কেট ট্রেন্ড বোঝার একটি মাধ্যম । তাই বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আমাদের ট্রেড করা ঠিক নয় ।
-
টেকনিক্যাল এনালাইসিস বলতে মূলত সেই এনালাইসিস কে বোঝানো হয়, যে এনালাইসিস করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের বর্তমান অবস্থা সাপেক্ষে ভবিষ্যতে কোন দিকে কি পরিমান যেতে পারে সে সম্পর্কে ধারনা অর্জন করে থাকে।আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে খুব ভাল প্রফিট করার জন্য টেকনিক্যাল এনালাইসিসের পাশাপাশি আরও দুই ধরনের অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। যথা ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্ াল এনালাইসিস ও সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এরা প্রত্যেকেই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।