ফরেক্স মূলত অনলাইন ওয়ার্ল্ডওয়াইড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।এখানে ট্রেড করা বলতে নগদ আমরা কোন কিছু কিনি না। এটা অনলাইনের মাধ্যমে আমরা মুদ্রা বিনিময় করে থাকি। ফরেক্স এ ট্রেড করা বলতে আমরা মুদ্রার কারেন্সি এর উপর ট্রেড করে থাকি।
Printable View
ফরেক্স মূলত অনলাইন ওয়ার্ল্ডওয়াইড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।এখানে ট্রেড করা বলতে নগদ আমরা কোন কিছু কিনি না। এটা অনলাইনের মাধ্যমে আমরা মুদ্রা বিনিময় করে থাকি। ফরেক্স এ ট্রেড করা বলতে আমরা মুদ্রার কারেন্সি এর উপর ট্রেড করে থাকি।
ফরেক্সে আমরা মুদ্রা/গোল্ড/তেল ইত্যাদির ট্রেড করে থাকি । তবে বেশির ভাগ ট্রেডার কারেন্সি বা মুদ্রার ট্রেড করতে পছন্দ করেন । কারন মুদ্রা বিনিময় পদ্দতি সকলের নিকট সহজ মনে হয় । আসলে সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভাল যে ফরেক্স মার্কেটে কিন্তু কেবলমাএ মুদ্রাই ক্রয়-বিক্রয় হয় না সাথে সাথে এখানে তেল,সোনা,তামাসহ বিভিন্ন প্রকার মূল্যবান ধাতব বস্তু ক্রয়-বিক্রয় করা হয়। আর আমরা মূলত ঐ সকল বস্তুসমূহেরই ট্রেড করে থাকি।
মূলত কারেন্সি নিয়ে ট্রেড করি । আমরা কোন পন্য নিয়ে হাতে নিয়ে ক্রয় বিক্রয় করি না আমরা এটাকে কারেন্সি হিসেবে নিয়ে ট্রেড করে থাকি । এখানে স্বর্ন , তামা , ইয়রো ইত্যাদি নিয়ে ট্রেড করে থাকি । এখানে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করা হয় । যেকোন দুইটি দেশের মুদ্রার উপর লাভ চিন্তা করে আপনাকে ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেট সাধারণত মানুষের কাছে বেশি পরিচিত কারেন্সি মার্কেট হিসেবে।ফরেক্স হলো এক ধরনের বিনিময় বাজার। এটা আন্তর্জাতিক পর্যায়ের। এখানে মূলত মুদ্রার বিনিময় করা হয়। পৃথিবীর বিভিন্ন মূদ্রার বিপরীতে অন্য মূদ্রার বিনিময় করা হয়। তবে এখানে বিভিন্ন ধরনের মেটাল যেমন সোনা রূপাও বিনিময় করা হয়। আন্তর্জাতিক ভাবে তেলের বিনিময়ও হয় ফরেক্স বাজারে। এখানে বিভিন্ন দেশের কারেন্সি বিনিময় করা হয়। এটা একটি আন্তর্জাতিক মানের মার্কেট ফরেক্স। কিন্তু এখানে আরও অনেক বিশেষ বিশেষ পণ্য দ্রব্য িবনিয়োগ করা হয়।
এই ট্রেড হয় সম্পুর্ন অনলাইনে পরিচালিত ব্রোকারের আওতায় রেজিস্ট্রেশন কৃত অ্যাকাউন্টে। মূলত ফরেক্স মার্কেটে বাস্তবে আমরা কিছুই কিনছি না বলে অনেকেই বুঝতে পারেনা যেকি ট্রেড করা হয়। ফরেক্স মার্কেট আমরা কারেঞ্চি ছাড়াও আড়ো ভিবিন্ন জিনিস নিয়ে ট্রেড করি-যেমন সি এফ ডি ,মেটাল।তবে ফরেক্স মার্কেট এ আমরা সাধারনত কারেঞ্চি নিয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেটে কিন্তু কেবলমাএ মুদ্রাই ক্রয়-বিক্রয় হয় না সাথে সাথে এখানে তেল,সোনা,তামাসহ বিভিন্ন প্রকার মূল্যবান ধাতব বস্তু ক্রয়-বিক্রয় করা হয়।
ফরেক্স মার্কেটে সাধারণত আমরা কারেন্সি বিনিময়ে কারেন্সি ট্রেড করে থাকি অর্থাৎ এই মার্কেটৈ আমরা বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করে থাকি। অর্থাৎ বিশ্বের যে কোন দেশের মুদ্রা ফরেক্স মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়। এছাড়াও আপনি গোল্ড, ওয়েল, বিটকয়েন ব্রোঞ্চ ইত্যাদি বিভিন্ন ধরনের আরও কয়েকটি পণ্য ক্রয় বিক্রয় করা হয় এবং এগুলো এই মার্কেট ট্রেড করা হয়।একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারের কাছে এটা খুবই সহজ তাই আপনি কি ধরনের ব্যবসা করবেন এবং কি ধরনের ফরেক্স ট্রেড করবেন সেটা আপনি নিজের সফলতার সাথে কাজ করে আপনাকে নিতে হবে।
মার্কেট এ সাধারনত কারেঞ্চি নিয়ে বিজনেস কোরি। ফরেক্স মার্কেট এ আমরা কিছু কেনাবেচা করিনা। তবে এটা বলতে পারি যে ফরেক্স মার্কেট এ আমরা কারেঞ্চি নিয়ে বিজনেস করি না। ফরেক্স মার্কেট আমরা কারেঞ্চি ছাড়াও আড়ো ভিবিন্ন জিনিস নিয়ে ট্রেড করি-যেমন সি এফ ডি ,মেটাল। আমরা মুদ্রা ক্রয় বিক্রয় করি।ফরেক্স মার্কেটে আমরা একটি কারেন্সীর বিনিময়ে অন্য একটি কারেন্সী ক্রয় করছি বা বিক্রয় করছি৷বিশ্বের সকল বড় বড় সুপার ব্যাংক,এক্সপোর্ট/ইমপোর্ট কোম্পানী,ইনসুরেন্ কোম্পানী,ইনভেষ্টম ন্ট কোম্পানী,ফিনানসিয় ল কোম্পানী,প্রাইভেট ফান্ড...থেকে শুরু করে বিশ্বব্যাপী সবাই এই অনলাইনের সুবাদে প্রতিনিয়ত কম/বেশি ট্রেড করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷হারাম তো দুরের কথা নেগেটিভ কোনো চিন্তাই করবেন না৷ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি একটি প্রতিস্ঠানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্রত অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।
আপনি আমাকে জিহাদ সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা দিয়েছিলেন তবে আপনি অবশ্যই পরীক্ষা করে দেখবেন এবং আপনার পেতে খুব ভাল বাণিজ্য করা উচিতআপনি যদি ভাল বাণিজ্য করতে চান এবং চিংড়ি সম্পর্কে আপনার মেয়াদ শেষ হয়ে যায় তবে আপনি এটি করাচিতেও বাণিজ্য করবেন এবং আপনার লাভও হবে এবং লাভ পেতে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়াও, দুটি নীতিগত বিষয় হ'ল সময়সূচীতে আদানপ্রদানের ইভেন্টগুলি। সময়সূচিটি তাৎপর্যপূর্ণ। ইভেন্টের কোর্সটি সাধারণত 3 ধরণের সংক্ষিপ্ত সময়সীমার, মাঝারি সময়, দীর্ঘ সময়ের বরাদ্দ। এটি ঘটনার কোর্স। কিছু বিনিময় সংক্ষিপ্ত সময়সীমা, কিছু বিনিময় মাঝারি সময় এবং কিছু এক্সচেঞ্জ দীর্ঘ সময় ধরে রাখতে হবে।
আমরা মূলত কারেন্সি নিয়ে ট্রেড করি । আমরা কোন পন্য নিয়ে হাতে নিয়ে ক্রয় বিক্রয় করি না আমরা এটাকে কারেন্সি হিসেবে নিয়ে ট্রেড করে থাকি । এখানে স্বর্ন , তামা , ইয়রো ইত্যাদি নিয়ে ট্রেড করে থাকি । ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক কারেন্সি ক্রয় বিক্রয়ের মার্কেট সেহেতু আমরা এখানে কারেন্সি ট্রেড করছি । কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। এখানে যখন একটি কারেন্সি ক্রয় করি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি, আবার টা বিক্রয় করছি । এককথায় ফরেক্স ট্রেড মানে হচ্ছে কারেন্সি ক্রয় বিক্রয় ।ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক কারেন্সি ক্রয় বিক্রয়ের মার্কেট সেহেতু আমরা এখানে কারেন্সি ট্রেড করছি । কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। এখানে যখন একটি কারেন্সি ক্রয় করি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি, আবার টা বিক্রয় করছি । এককথায় ফরেক্স ট্রেড মানে হচ্ছে কারেন্সি ক্রয় বিক্রয় ।ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে পাশাপাশি এই মার্কেটে বিভিন্ন মূল্যবান ধাতব বস্তু যেমন সোনা ,রুপা,তামা,পিতল ইত্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে আর আমরা মূলত বিভিন্ন দেশের জনপ্রিয় এবং চাহিদাপূর্ন কারেন্সি দিয়েই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে এবং ঐ ট্রেডের মাধ্যমে প্রফিট লাভ করে থাকি।তবে এই মার্কেটে ট্রেড করে ভাল কিছু পেতে হলে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার কোন বিকল্প
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রচুর পরিমাণ ইন্সট্রুমেন্ট আছে । নতুন ট্রেডার গন সাধারণত ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সি পিয়ারে ট্রেড করে থাকে । ফরেক্স মার্কেটে কারেন্সি পিয়ারের পাশাপাশি বিভিন্ন ধরনের মেটাল পেয়ার এবং বিভিন্ন কোম্পানির শেয়ারও থাকে । তাই একজন ফরেক্স ট্রেডার খুব সহজেই তার ইচ্ছেমতো যে কোন পেয়ারে ট্রেড করতে পারে । তবে আমি মনে করি প্রাথমিকভাবে আমাদের প্রত্যেকেরই উচিত কারেন্সি পিয়ারের ছোট ছোট লটে ট্রেডিং করা । এক্ষেত্রে রিস্কের পরিমাণ কম থাকে ।