-
স্টপ লস ব্যবহার করলে আপনার ব্যালেন্স জিরো ও আপনার ব্যালেন্স রক্ষা করে। ফরেক্স মার্কেট এ যে কোন সময়তে অনেকটা উঠানামা করে তখন ক্লোজ করতে চাইলেও ক্লোজ হয় না। তাই এই স্টপ লস ব্যবহার করলে যত গতিতে আরনার লস এর দিকে যায় কেন তা খুব তারাতারি ক্লোজ হয়ে তা বন্ধ হয়ে যায়।
-
স্টপলস আপনার একাউন্টের লসের একটা নির্দিষ্ট সীমা রেখা মাত্র। আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন তখন যদি স্টপলস ব্যবহার না করেন তাহলে মার্কেটের উঠা-নামার জন্যে আপনার একাউন্ট নিমিষেয় জিরো হয়ে যেতে পারে। তাই প্রত্যেক ট্রেডার এরই উচিৎ কোন একটা ট্রেড ওপেন করার আগে স্টপলস ব্যবহার করা।
-
আমি বলবো স্টপ লস ফরেক্সের একটি গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা অনেকেই লং টার্ম ট্রেড করে থাকি। সেক্ষেত্রে সবসময় মার্কেটে নজর রাখা সম্ভব না। কিন্তু মার্কেটে সব সময় একরকম মুভ করে না। হয়তো এমন মুভ করলো যে ট্রেড নাগালের বাইরে চলে গেল। এই অনাকাঙ্খিত লস এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট পরিমান লসে মার্কেট সেট করে রাখা হয় যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটাই স্টপ লস।
-
ষ্টপলস এমন একটা সিসটেম, যেখানে লসের লাগাম টেনে ধরা যায়। বড় ধরনের লস হবেনা যদি ষ্টপলস ব্যবহার করা হয়। আর এটা ব্যবহার না করলে একাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না। তাই এটার ব্যবহার করা ভাল।
-
স্টপ লস ব্যবহারে আমরা বড় ধরনের লসের হাত হতে বাচতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা কোন ট্রেড ওপেন করার সাথে সাথে মার্কেট আমাদের বিপরীতে অনেক বেশি চলে যায়। এবং আমরা অনেক বড় লসের সম্মুখিন হই। কিন্তু আমরা যদি স্টপ লস ব্যবহার করি তাহলে আমরা বড় ধরনের লসের হাত হতে বেচে যেতে পারি।
-
স্টপ লস স্ট্রেটিজি ফলো করে চলেন তাহলে আপনি অল্প সময়ের জন্য ট্রেড করছেন এবং মার্কেট ফল এর কারনে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম থাকে, এবং আপনি লস যদি সেল এ করে থাকেন এবং এটা কতটুকু উপরে উঠার কারনে আপনি লস খেয়েছেন তার উপর বেস করে নেক্স সেল এ কিন্তু আপনি লাভ করবেনই কারন মার্কেট এর কিন্তু ফ্লো থাকেই কস একবার টপ এ যাবার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করবে তাতে আপনি লাভবান হবেন।
-
স্টপ লস দ্বারা আপনার ব্যালেন্স জিরো ও আপনার মূলধন বাচাতে অনেকটা সাহায্য করে থাকে। স্টপ লস ব্যবহারে যদি আপনার ভুল ট্টেড এ ভুল করে দিয়ে থাকেন আর তা যদি এই স্টপ ওপেন করে রাখেন তাহলে আপনি কত লস দিয়ে তা বন্ধ করে দিবেন তা করে থাকে।
-
স্টপ লস ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক রাখতে পারব । যে ট্রেডার স্টপ লস ব্যবহার করবে না সে তার এ্যাকাউন্ট কখনোই নিরাপদ রাখতে পারবে না । আমরা আমাদের এ্যাকাউন্টের ডলার ঠিক রাখার জন্য এই ইন্ডিকেটরটি ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
-
স্টপলস ব্যবহারে আপনার অনেক উপকার হবে, আপনার ব্যালেন্স টাকে শুন্য থেকে বাচাবে,স্টপ লস ছাড়া আপনে কোন প্রকার আপনার ট্রেডিং কন্ট্রোল করতে পারবেন না,আপ্নে স্টপ লস সেট করে রাখলে আপনার ইচ্ছা মতো লস করবেন, এর বেশি কেন লস করবেন,জখন ট্রেড দিবেন তখন সাথে সাথে স্টপ লস সেট করবেন,
-
আমি বলবো স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস। একজন ভাল মানের ট্রেডার হবার জন্য আপনাকে অবশ্যই স্টপ লস ইউস করা জরুরী।