-
এটা সত্য যে ফরেক্স এর ট্রেড করলে বেশি ভাগ ট্রেড লস হয়। তবে চিন্তার কোন কারন নাই কারন প্রথম দিকে ফরেক্স এ ট্রেড করলে লস করবেন আস্তে আস্তে ফরেক্স শিখতে হবে ফরেক্স এ লস না করলে ফরেক্স শিখা যায় না। তাই প্রথম দিকে ফরেক্স এ লস হবে আর এটাই সাভাবিক লস করার মাধ্যমেই ফরেক্স শিখতে হবে। তাহলে আপনি একদিন প্রকৃত ফরেক্স ট্রেডার হতে পারবেন।
-
যদি পরিস্থিতি এমন হয় তবে আমি সঠিক ট্রেড এর জন্য অপেক্ষা করব.কারণ ত্রাদের হিসেবে আমি জানি যে ফরেক্স মার্কেট অনেক অস্থিতিশীল তাই সব টাইম আপনার বাই/সেল দেবের জন্য উপযুক্ত হবেনা.তাই আমাদের কে সঠিক সময় এর জন্য অপেক্ষা করতে হবে.এবং অ সঠিক সময় এর নির্দেশনা আমরা মার্কেট মুভমেন্ট দেখে বুঝতে পারব যদি আমরা যথেষ্ট অভিজ্ঞ হয়ে থাকি.তাই এমন পরিস্থিতিতে আমি মার্কেট এর সঠিক অবস্থান এর জন্য অপেক্ষা করব.
-
পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে,
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ এসে কেউ লস করতে চায়না কিন্তু বাস্তবিক অর্থে যখন কোন মানুষ ব্যাবসার সাথে জড়ায় জাবে তখন তার ২টা জিনিস মেনে তার পর কাজ করতে হবে।একটা হলো লাভ এবং উপরটি হলো লস।আমরা জানি লাভ লস ব্যাবসার ক্ষেত্রে একে উপরের পরিপূরক তাই ব্যাবসা টা আগে ভাল করে বুজার চেষ্টা করতে হবে তা না হলে যখন কোন বিপদ আসবে তখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না শুধু মনে হবে এখন আমার কি করা উচিত তাই আমার মনে হয় আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে তার পর কাজ শুরু করা উচিত।
-
সজ্ঞানে কোনো ব্যক্তি চায়না তার জমানো অর্থ বিনা কারনে যেনেশুনে লস করতে । এই ফরেক্স মার্কেট থেকে আমাদের অর্থ উপার্জন করতে কতো কিছুই করতে হয় । আর যদি এই কথা শোনা যায় যে,, এখন মার্কেটে ট্রেড করলে লস করতে হবে,,, সেক্ষেত্রে কোনো ব্যক্তিই চাইবে না যে সেই মুহূর্তে ট্রেড করে লস করতে । তাই আমি ও চাইবো মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে । প্রয়োজনে তখন ট্রেড করা থেকে বিরত থাকবো,,, কিন্তু কোনোভাবেই আমি লস করতে চাইবো না ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।
-
কোন মানুষ চায় না তার ট্রেড লস হোক । প্রত্যেকেই চায় তার ট্রেডে লাভ হোক । ফরেক্স এ কেউ লস করতে আসে না , লস হয়ে যাই ।তবে এটা ত্রেদারের নিজের ব্যাপার । অনেক সময় সে না বুঝে না শুনে না ভেবে ট্রেড ধরে নেই যার কারনে বেসির ভাগ লস হয়ে যাই।
-
অবশ্যই আমি অন্যদের মত ফরেক্স ট্রেড এ লস করতে চাই না।ব্যবসা মানেই লাভ লসের একটা সমষ্টি। ফরেক্স এ লাভের থেকে লসের হারটাই বেশি।তবে আপনি এখানে সফল হতে চাইলে পারবেন কারণ আপনি ফরেক্স এ যোগ্য ও দক্ষ হতে পারলে অবশ্যই ফরেক্স এ লাভ করা সম্ভব।ফরেক্স এ যার দক্ষতা যত বেশি সে তত বেশি প্রফিট করতে পারে।এজন্য আমি চাই আগে ফরেক্স শিখতে। আমি যখন নিজেকে ফরেক্স করার যোগ্য ভাবতে পারব যখন আমি কনফিডেন্স পাব নিজের থেকে যে এখন আমি ফরেক্স করলে লস হবেনা তখনই আমি ট্রেড করতে যাব।তার আগে সবকিছু শিখে ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ হিসাবে গড়ে তুলব।এরপর ট্রেডিং শুরু করব যেন লস না হয়।প্রফিট কম হোক লস করা যাবেনা এটাই আমার ইচ্ছা।তাই ফরেক্স এ দক্ষতা অর্জন না করে ট্রেড করব না।
-
ফরেক্স মার্কেটে কেউই লস করার জন্য ট্রেডিং করে না বরং সবাই প্রফিট করার চিন্তা করে থাকে। তাই মার্কেটের অবস্থা যদি এমন হয়ে থাকে যে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা লস হবে। তাহলে আমি অবশ্যই ওই সময় ট্রেডিং করা থেকে বিরত থাকব। এবং মার্কেটের অবস্থা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব।কারণ আমি কখনোই চাইনা যে আমার ওপেন করা ট্রেড গুলো আমার বিপরীত দিকে যাক এবং আমি লস করি।
-
ট্রেড করতে চাই কিন্তুু লস করতে চাইনা।যদি আপনার মাকেট দেখে মনে হয় এখুন ট্রেড করলে লস হবে তাহলে ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখুন।কারণ লস করে পকেটের টাকা লাভ কি।এই সময় ট্রেড নাকরে মাকেটের অবস্থা বুঝার চেষ্টা করুন।
-
আমি ভালভাবে ফরেক্স শিখে ফরেক্স ব্যবসা দিয়ে আমার বাকি জীবন পরিচালনা করতে চাই। যদিও আমি ফরেক্স মার্কেটে সম্পূর্ণ নতুন। অভিজ্ঞদের কাছ থেকে টিপস নিতে হবে এবং বেশি বেশি ডেমোতে প্রাক্টিস করতে হবে । আশা করি বড় ভাইরা আমাকে শিখার জন্য সহযোগিতা করবেন।