-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে যেকোনো মানুষ যেকোন যোগ্যতা, ধর্ম , বর্ণ ও অবস্থা থেকে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে । তবে ফরেক্সে মুনাফা করতে ও টিকে থাকতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে ও প্রচুর পরিমানে ডেমো একাউন্ট প্রাকটিস করতে হবে । ফরেক্স এমন একটি পেশা ছাত্র /ছাত্রীদের জন্য ফরেক্স এক তো আদর্শ পেশা । ছাত্র/ছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি ফরেক্স এ বিনিয়োগ করে সাবলম্বী হতে পারেন । তাছাড়া যেকোনো পেশাজীবী চাকরিজীবী ফরেক্স কে তাদের পার্ট টাইম ব্যাবসায় হিসাবে গ্রহণ করতে পারে ।
-
ফরেক্স কাদের জন্য তা এই ভাবে বলা সম্বব নয়। কারন ফরেক্স ব্যবসা যে কেউ করতে পারে। এখানে মুল বিষয় হল টিকে থেকে প্রফিট করা। আপনি যদি এটা করতে পারেন তবে আপনার আর্থিক বিষয় নিয়ে কখনো ভাবতে হবে না।
-
ফরেক্স মাকেটে আমি মনে করি সবাই করতে পারে ফরেক্স মাকেট থেকে আয় করার জন্য দরকার পরিশ্রম করে দক্ষতা আপনি আমি সবাই ফরেক্স করতে পারি আমাদের দক্ষতা থাকলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব আর না থাকলে লস করন | ফরেক্স সবাই করতে পারেন শ্রমিক ছাত্র,ছাত্রি,শিক্ষক , সবাই |
-
ফরেক্স ট্রেডিং এ বয়স কিংবা শিক্ষাগত যোগ্যতার কোন মাপকাঠি নাই। এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি বা একটা সফল নির্ভরতা। এই ক্ষেত্রে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন। তবে আমি যেটা প্রেফার করি তা হল যদি আপনি মিনিমাম 12 Class পর্যন্ত পড়াশুনা শেষ করে ফরেক্স শুরু করেন তাহলে আপনার মানসিক স্টেবিলিটি টা ঠিক মত কাজ করবে।য়ার অবশ্যি ফরেক্স ট্রেডিং এর জন্য প্রখর ইচ্ছা এবং ধৈর্য্য থাকতে হবে।
-
ফরেক্স সবার জন্য কিন্তু মার্কেটে সবাই টিকে থাকতে পারেনা । এখানে সবাই এন্টি কেরে তবে দ্রিঘদিন সবাই টিকে থাকতে পারেনা । যারা সফল হয় তাদের জন্য ফরেক্স বাকি সবার জন্য নয়, সফল যদি না হতে পারেন তবে ফরেক্স আপনারক ছাড়তেই হবে। । এখন কথা হলো সফল কেমন করে হবেন। কতদিনে আপনি সফল হবেন।আপনি কতোে দিনে সফল হবেন।ফরেক্সে আপনি কত সময দিতে পারবেন। কতটুকো পরিশ্চম কতে পারবেন।
-
যারা চাকুরির পাশাপাশি অন্য একটা কিছু করতে চান তাদের জন্য। কারণ ফরেক্সকে পেষা হিসেবে নিয়ে টিকতে পারবে বলে মনে হয় না। কারন এখানে লাভ করা অত সোজা ব্যাপার না। অনেক পড়াশোনা, অভিজ্ঞতার প্রয়োজন। যা সকলের পক্ষে অর্জন করা সম্ভব নয়।
-
ফরেক্স সবার জন্য উম্মুক্ত । কারন এটা একটা স্বাধীন ব্যবসা। এখানে সবাই কাজ করতে পারবে। আমাদের দেশের বেকার সমস্যা অন্যতম প্রধান সমস্যা । এখানে বেকার -চাকুরীজীবি যে কেউ ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করে ফরেক্স বিজনেস শুরু করতে পারে।তবে আমি বলব এই ব্যবসা সবাই করতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং যে কোন মানুষ করতে পারে তবে যার ইংরেজি সম্পর্কে বুঝার ক্ষমতা আছে। ফরেক্স মার্কেটে ট্রেডিং সবাই করতে পারে কিন্তু সবাই সফল হয় না। এখানে সফল হতে হলে প্রচুর সময় দিতে হবে, পড়াশুনা করতে হবে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। একজন ট্রেডার যখন ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ব্যাপারে দক্ষতা অর্জন করবে তখন সে সফল হবে। সফলতা অর্জন করতে পারলে এই মার্কেটে টিকে থাকবে ও লাভবান হবে।
-
ফরেক্স সবার জন্য ই উন্মুক্ত। এখানে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। কিন্তু ফরেক্স সম্পর্কে আপনাকে অব্যশোই ধারনা থাকেত হবে। যদি আপনি মোটামোটি শিক্ষিত হোন তাহলে আপনি ফরেক্স করতে পারেন। আর যারা ফরেক্স এ অভিজ্ঞ তারা অনেক ভালো আয় করতে পারেন ফরেক্স থেকে।
-
ফবেক্স মার্কেট সকল দেশের সকল নারী পুরুষ জন্য । এখানে সবার কাজ করার সুযোগ আছে । তাই এখানে পুরুষের পাশা পাশী ঘরে বসে নারী এবং ছাত্র ছাত্রীরাও কাজ করতে পারে । বিশেষ করে যুবক বেকারদের জন্য অন্যতম আয়ের মাধ্যম । ভাল ভাবে ফরেক্স শিখে ভাল মানের ট্রেডার হওয়া যায় । ভাল ট্রেডার হতে পারলে যে কেও এখান থেকে ভাল আয় করতে পারবে ।