আপনি ডেমোতে লস কমানোর চেষ্টা ও আপনার ভুলগুলো চিহ্নিত করতে পারেন। এভাবেই আপনি এক সময় একজন দক্ষ ট্রেডার হতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করছি। তবে অনেক সময়ের প্রয়োজন।
Printable View
আপনি ডেমোতে লস কমানোর চেষ্টা ও আপনার ভুলগুলো চিহ্নিত করতে পারেন। এভাবেই আপনি এক সময় একজন দক্ষ ট্রেডার হতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করছি। তবে অনেক সময়ের প্রয়োজন।
ফরেক্স একটি দ্রুত বর্ধনশীল মার্কেট। এখানে লাভ দেখে যেমন নতুনরা অনেক খুশি হন তেমনি পুরাতনরা অনেক বেশি খুশি হননা। তাই লাভ লসে অতিরিক্ত খুশি বা দু:খ পাওয়া চলবে না। যদি লস হয় তাহলে সাথে সাথে মার্কেট ক্লোজ না করে আর একটু ধৈর্য্য ধরে দেখুন হয়তো সময়ের ব্যবধানে লাভ হতে পারে। তখন ট্রেড বন্ধ করলেই আপনার লস থেকে বাচতে পারবেন।
আমি মনে করি কেউ যদি ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় কোন ট্রেড করে লস খেয়ে থাকেন তাহলে মাথা ঠান্ডা করে আপনি কিছু দিন ট্রেড বন্ধ রাখুন এবং পরবর্তীতে মাথা ঠান্ডা করে পুনরায় নতুনভাবে ট্রেড ওপেন করুন এবং বাজারে অবস্থান বুঝে ট্রেড পরিচালনা করুন। তাহলে অবশ্যই আপনার লসগুলো পুনরায় রিকভারি করতে পারবেন বলে আমার বিশ্বাস।
আমি লসকে কিভাবে রিকভার করব এবং আমি এপযর্ন্ত যতগুলো ট্রেড ওপেন করলাম সবগুলো ট্রেডে আমার লস হলো। আমার অ্যাকাউন্টে ডলার কম তাই আমি কম ভলিয়মে ট্রেড অপেন করি তারপেরও আমার লস বহন করতে হয় আমি কি করতে পারি।
আমার মনে হয় আপনি যদি লসকে কমাতে না পারেন তাহলে আপনার রিয়েল ট্রেড করার কোন প্রয়োজন নেই। আপনি ডেমোতে লস কমানোর চেষ্টা ও আপনার ভুলগুলো চিহ্নিত করতে পারেন। এভাবেই আপনি এক সময় একজন দক্ষ ট্রেডার হতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করছি। তবে অনেক সময়ের প্রয়োজন। আমার ভাই সঠিক কথাই বলেছে । কিছু পেতে হলে কিছু দিতে হয় । তাই বলে আমি দিয়েই যাব এমনটা নয়। যেই ট্রেড গুলোতে বেশী লস হয় তা থেকে বিরত থাকতে হবে তা না হলে ছিটকে পড়ার সম্ভাবনা বেশী । আর ভাল ট্রেডার যারা রয়েছেন তাদের কাছ থেকে যেনে নিতে হবে কিভাবে ট্রেড করলে ভাল হয় । অতপর সামনের দিকে এগুতে হবে।
আপনি যখন ইনভেস্ট করে ট্রেড সুরু করেন তখন একটা ট্রেড লস খেলে পরের যেন দুটো ট্রেড একাধারে প্রফিট হয়। কারন একসাথে আপনি যদি অনেক গুলো ট্রেড লস করেন তাহলে আপনার জন্য লস রিকভার কঠিন হবে। একটা লস হলে আরেকটি প্রফিট করতে হবে।
ফরেক্স ব্যাবসা অনেক কঠিন তাই আমাদের কে বুঝে ট্রেড করতে হবে। আপনার লস হলে লস কভার করতে হলে লসের কারন বের করতে হবে তাহলে লস রিকবার করা সম্বভ হবে ফরেক্স মার্কেটে লস করা অনেক সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন তাই আমাদের সাবধানে সামনের দিকে যেতে হবে।
যদি অনেক লস পড়ে যায় তবে আমার মতে লস বহন না করাই ভালো। আর যদি মার্কেট ঘোরার সম্ভাবনা থাকে তবে রেখে দিলেও সমস্যা নেই। আর না থাকলে ট্রেড ক্লোজ করে দিয়ে পজিশন বুঝে ট্রেড নিতে হবে । তখন লট বাড়িয়ে ট্রেড করলে সহজে রিকভার হওয়ার চান্স থাকবে। যেখান সেখান থেকে ট্রেড নিলে লস বহন করেই যাওয়া লাগবে। আমরা অনেক সময় ইমোশনে পড়ে যখন ট্রেড ক্লোজ করা উচিত তখন করিনা, আবার যখন উচিৎ না তখন করি।
যদি লস বেশি হয় তাহলে একাউন্ট রক্ষার্থে ট্রেডগুলো ক্লোজ করে দেওয়া ভাল।এতে একাউন্ট জিরো হওয়া থেকে বাঁচবে এবং ভবিষ্যতে একাউন্টটাকে আবার ট্রেড করে রিকভারি করার একটা সুযোগ থাকবে।সুতরাং লসে গেলে কিছু হেজিং ট্রেডিং করে সামঞ্জস্য রাখা যায়।পরে মার্কেট অ্যানালাইসিস করে কিছুটা উন্নতি আশা করা যায়।
আপনি যদি অনেক লসে পড়ে যান তাহলে আমার মতে লস বহন না করাই ভালো। আর যদি দেখেন মার্কেট ঘোরার সম্ভাবনা আছে তাহলে সেটা ধারণা রাখুন।আর যদি দেখেন মার্কেট খারাপ দিকে যাচ্ছে তাহলে ট্রেড ক্লোজ করে দিয়ে পজিশন বুঝে ট্রেড নিতে হবে । তখন লট বাড়িয়ে ট্রেড করলে সহজে রিকভার হওয়ার চান্স থাকবে।তবে তাই বলে বড়ো লট না ধরাই উত্তম। আমি মনে করি যেখান সেখান থেকে ট্রেড নিলে লস বহন করেই যাওয়া লাগবে।তাই সকলের উচিত মার্কেট এনালাইসিস করে ট্রেড করা।