-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
-
ফরেক্স এ ট্টেডিং করার জন্য আমাদের যা যা লাগবে:-
১) একটি ভাল মানের কম্পিউটার।
২) ইন্টারনেট সংযোগ লাগবে। (ইন্টারনেট এর মধ্যে যেমন:-মডেম,ব্রডব্যান্ড, ও্য়াইফাই, এবং ডেটা কানেক)
৩) ফরেক্সে এ সফটওয়ার বা অনলাইন লাগবে।
৪) এখন বর্তমান এন্ড্রোয়েড সেট,ট্যাব দ্বারা্ও এই ফরেক্স এর কাজ করা যায়।
-
আমি বলবো ফরেক্সে ট্রেডিং করার জন্য একটা কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন দরকার। এই দুইটা জিনিস আর নিজের মেধা থাকলেই ট্রেডিং করা সম্ভব। আর ট্রেডিং করার জন্য আগে নিজের দক্ষতা বাড়তে হবে প্রাক্টিস করে। তাহলেই সম্ভব।
-
ফরেক্স করার জন্য একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলে ঘরে বসেই ফরেক্সে ট্রেডিং করা যায়। আজকাল স্মার্ট ফোনেও বেশ ভালো ভাবে ট্রেডিং করা যায়। এছাড়া ফরেক্স ট্রেডিংয়ের জন্য প্রয়োজন দক্ষতা,অভিজ্ঞতা,ইচ্ছাশক্তি,ধৈয্যশক্তি,ট্রেডিং কেৌশল, ইত্যাদি।
-
ফরেক্স করার জন্য সরব প্রথমে যা দরকার তা হল ফরেক্স জ্ঞান, ফরেক্স অভিজ্ঞতা এবং ফরেক্স ট্রেডিং দক্ষতা।। ফরেক্স করার জন্য আপনার কম্পিউটার এবং ইন্টারনেট জ্ঞান থাকা টাও অনেক জরুরী।। ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডিং এ দক্ষ হতে হবে এর জন্য কমপক্ষে ৫ মাস ডেমো প্রাকটিস করতে হবে।।।
-
ফরেক্স ট্রেডিং এর জন্য বেসি কিছুর দরকার পড়েনা শুধু একটা কম্পিউটার/আন্ড্রয়েড ফোন, ভাল ইন্টারনেট কানেকশন, কিছু পুজি, ভাল আভিজ্ঞতা ও মনবল। আমি মনে করি এগুল হলে ফরেক্সে ভালভাবে ট্রেড করা যাবে । তবে রিয়্যল মারকেটেট্রেড করার আগে ডেমোতে ট্রেড করা ভাল।