-
ফরেক্স নিয়ে আমি অনেক খুশি যদিও তেমন আয় করতে পারিনি।তবে ফরেক্স মার্কেটে আমি আমার ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারি কারন এতে কোনো ধরনের সময় সীমার জটিলতা নেই।পড়ালেখার ফাকে ফাকে আমি ফরেক্স নিয়ে কাজ করতে পারি।এতে করে আমার সময় অপচয় ও হয় না অবসর সময়ে ট্রেড করে আমি অনেকটাই খুশি।
-
আমি মনেকরি ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটি অনলাইনে কাজ করে বারতি আয় করার মাধ্যম। আমরা আমাদের কাজের পাশাপাশি অবসর সময় কে কাজে লাগিয়ে ফরেক্স ট্রেড করিতে পারি।ফরেক্স ট্রেড করে য়া আয় করি সেই আয় হল বারতি আয়।তাই ফরেক্স ট্রেডিং কিয়ে খুশি
-
1 Attachment(s)
জি আল্লাহ রহমতে আমি অনেক খুশি। কারন মার্কেট আমাকে বাধ্য করে প্রফিট আর লস করতে। আসলে রিস্ক প্রি ট্রেড আমার পছন্দ। তাই প্রতি ট্রেড এ টিপি আর স্টপ লস ব্যবহার করি। আল্লাহর রহমতে আজকেও ইন্সটা ফরেক্স থেকে ১১ ডলার উত্তলন করলাম। তাই আমি আমার ট্রেড নিয়ে খুশি।[ATTACH=CONFIG]6581[/ATTACH]
-
আমি ফরেক্স ট্রেডিং নিয়ে খুশি.আমি এইটার মাধ্যমে আয়-উপ্পার্জন করতে পারছি যা আমাকে অনেক আনন্দ প্রদান করছে.আমি স্টুডেন্ট হবার সত্তেও আয় ক্লোর্তে পারছি যা আমার জন্য অনেক গর্ব করার বিষয় ও.আর এখন আমার অন্যের প্রতি নির্ভর করতে হয়না.যার ফলে আমি নিজের মত নিজেই চলাফেরা করতে পারি.তাই আমি আইটি করে খুশি.
-
ফরেক্স যারা একবার করেছে তারা কখনও ফরেক্স ছাড়া থাকতেই পারবে না। কারন এটি একটি নেশায় পরিনত হয়ে যাই। ক্যান্ডেলস্টিক এর ওঠানামা না দেখলে যেন রাতে ঘুমই আসে না। তার পর যদি কোন ট্রেড ওপেন থাকে তাহলে তো আর কথাই নেই যতক্ষন পর্যন্ত ট্রেডটি ক্লোজ না করতে পারছেন ততক্ষন পর্যন্ত ক্যান্ডেলস্টি এর দিকে তাকিয়ে থেকে থেকে সময় পার করতে হয়। তাই যেন ফরেক্স এর ক্যান্ডেল স্টিক এর দিকে একদিন না তাকালে সময়ই কাটে না। তাই আমি ফরেক্স ট্রেড করে অত্যান্ত খুশি তাই ইনকাম করতে পারি আর নাই পারি।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স শিখার কোন শেষ নেই।এই ফরেক্সকে নিয়ে আমার অনেক আশা ।আমি নিজে আশা করছি যে আমি অনেক বড় ট্রেডার হতে পারব।ফরেক্স ট্রেডিং করতে পেরে অবশ্যই আমি খুশি। এখানে আমি নতুন নতুন অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। আমি আমার নিজের কর্মসংস্থান নিজেই গড়তে পারি এজন্যই আমি বেশি খুশি।
-
ফরেক্স ট্রেডিং আমার কাছে খুবই ভাল লাগার একটা বিষয় । আমার ট্রেড এ যদি লাভ নাও হয় তবুও আমার ট্রেড করতে ভাল লাগে এবং আমি ফরেক্স ট্রেডিং নিয়ে খুশি । আসলে আমার কাছে ফরেক্স ট্রেডিং হল আমার কাছে পার্ট-টাইম জব এর মত । অতিরিক্ত কোন টাইম পেলে আমি ফরেক্স এ ট্রেড করি । আমার মনে হয় ফরেক্স ট্রেডিং মূলত ছাত্রদের জন্য বেশি ভাল , কারণ ছাত্ররা টিউশনি না করিয়ে যদি ফরেক্স এ ট্রেড করে তাহলে অনেক ভাল পরিমাণে অর্থ আয় করতে পারবে ।
-
আমি প্রথম যখন ফরেক্সে আসি তখন বাই সেল নেয়া বাদে তেমন কিছু জানতাম না। পরে আস্তে আস্তে অনেক বিষয়ই শিখতে পারি। প্রথমে লস করতাম বলে মজা পেতাম না। দুইবার একাউন্ট জিরো করে তো হতাশই হয়ে পড়েছিলাম। পরে হতাশা ঝেড়ে ফেলে ফরেক্স নিয়ে আবার লাগি। পরে বেশ প্রফিটও করতে পারি। এতে করে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে যথেষ্ঠই খুশি।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে পেরে আমি খুশি কারন কম ইনভেস্ট ভাল আয় করা সম্বভ। আমার প্রথম দিকে লস ছিল এখন আস্তে আস্তে লাভ করতে পেরে নিজের কাছে বাল লাগছে। আর ফরেক্স টিকে থাকতে হলে অভিজ্ঞাতা নিয়ে কাজ করতে হয়।
-
যদিও আমি ফরেক্স ব্যাবসায় খুব বেশি প্রফিট করতে পারিনি তবুও ফরেক্স ব্যবসায় আমি বেশ আনন্দিত। কারন আমি এখনও ভালোভাবে ফরেক্স শিখার চেষ্টায় আছি। আশা করছি একদিন ভালোমানের ট্রেডারে রুপান্তরিত হতে পারলে ফরেক্স থেকে পর্যাপ্ত আয় করতে পারবো বলে আমি মনে প্রানে বিশ্বাস করি তাই ফরেক্স ট্রেডিংয়ে আমি খুশি।