-
ফরেক্স মার্কেট থেকে লস এর বিভিন্ন কারণ রয়েছে,তাই বিভিন্ন কারণে একজন ট্রেডার লস করে থাকে এই বিজিনেস থেকে,তার ভিতর কিছু কিছু ফরেক্স লস এর কারণ তুলে ধরা হলো।
১। বড় বড় লট এ ট্রেড করা।
২।ম্যানি ম্যানেজমেন্ট অনুসরণ করা।
৩।ওভার ট্রেড করা।
৪।স্টপ লস ব্যবহার না করা এবং
৫।অতিরিক্ত লোভী হওয়া।
উপরিউক্ত কারণে এই বিজিনেস থেকে লস হয়ে থাকে।
-
ফরেক্স বিজিনেস লাভ এবং লস নিয়ে হয়ে থাকে,একটানা লাভ পসিবল না,কিন্তু অতিরিক্ত লস করাও উচিৎ নয়,বিভিন্ন কারণে লস হয়ে থাকে,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করার ফলে লস হয়ে থাকে,স্টপ লস এন্ট্রি তে ব্যবহার না করার ফলে লস হয়ে থাকে,তাছাড়া মার্কেট ভালো ভাবে এন্যালাইসিস না করে এন্ট্রি নেওয়ার ফলে লস হয়ে থাকে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং লস হয়ে থাকে আমাদের অদক্ষতা ও লোভের কারণে। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় দক্ষ ও অবিজ্ঞ না হয়েই ট্রেড করা শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভ করার জন্য মানিম্যানেজমেন্ট না ফলো করেই ট্রেড করা শুরু করি যার ফলশ্রুতিতে আমরা এখানে লস করে থাকি বলে আমি মনে করি। তাই আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করা এবং সকল নিয়ম কানুন মেনে ট্রেড করা তাহলে এখানে খুবই ভালো প্রফিট করা সম্ভব। ধন্যবাদ
-
আমি এখনো ডেমো ট্রেড করতেছি। দুই মাস যাবত ডেমোতে শিখতেছি। আমার কাছে মনে হয় লাভ লস আসলে আমাদের শিখার অভাবে আর ভূল সিদ্ধান্তগ্রহণ করার জন্য হয়ে থাকে। মিনিমাম ৬ মাস ডেমোতে ট্রেড করা উচিত
-
ফরেক্স মার্কেটে লস হওয়ার কারন হলো,, আমরা যারা এই ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার,, তারা লোভের মায়ায় পড়ে মার্কেট সঠিকভাবে যাচাই-বাছাই না করে,, মার্কেট ভালোভাবে এনালাইসিস না করে ট্রেড ওপেন করে থাকি । তার ফলে পরবর্তীতে আমরা লচের সম্মুখীন হয়ে থাকি । তাই আমি একটাই কথা বলতে চাই,,, সেটা হলো প্রথম পর্যায়ে আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হবে । তারপর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধীরেসুস্থে ট্রেডিং কার্যক্রম চালিয়ে যেতে হবে । তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে লচের পরিবর্তে ভালো প্রফিট অর্জন করতে পারবো ।
-
আমি মনে করি যে, ফরেক্স মার্কেটে একেবারেই নতুন তারাই ফরেক্সে বেশি লস খেয়ে থাকে কারন তারা ফরেক্স সম্পর্কে ভাল করে জানে না। ফরেক্স কাজ করতে হলে আগে ফরেক্স কি সেটা ভাল করে জানতে হবে। ফরেক্সে যারা নতুন আসে তারা না বুঝে ট্রেড করে ফলে অধিকাংশই লসে পড়ে যায়।
-
ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের মধ্যে শতকরা ৯৫ ভাগই হল বিগেইনাররা। এর কারণ হল তাদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে ধারণা কম অথবা ডেমো ট্রেডিং না করে সরাসরি রিয়েল ট্রেড করতে আসার কারণে ভূল ট্রেডিং এর কারণে তারা লস করে থাকে। এছাড়া ফরেক্স মার্কেটে লসের আরো কিছু কারণ আছে। নিচেয় আলোচনা করা হল;
১. ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করা।
২. ডলারের লোভ করা।
৩. ধৈর্য হারিয়ে ফেলা।
৪. অন্যের সিগনালের ওপর নির্ভর করা।
৫. মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
৬. ব্যালেন্স কম অথচ বড় লটে ট্রেড ধরা ইত্যাদি লসের অন্যতম কারণ।
-
লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট এনালাইসিস না করে ট্রেড নিলে অধিকাংশ সময় ট্রেড বিপরীত দিকে যাওয়ার সুযোগ থাকে, তাই লস হয়।
-
ফরেক্স এ লস হবে না এমন কোন কথা নেই। তবে লস এবং রিস্ক ম্যানেজ করেই মার্কেট এ সফল হতে হবে। আর সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তরে সবসময় লসে থাকটা একদম বোকামী। আর লস নিয়েই ফরেক্স মার্কেট এ ট্রেড। লস হচ্ছে ফরেক্স এর একটি অংশ।
-
ফরেক্স মার্কেটে আমরা লস করে থাকি আমাদের ভূলের কারনে । মার্কেটে অতিরিক্ত লোভ করা, মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করা, নিউজ না দেখে ট্রেড করা, আবেগের বশে ট্রেড করা, স্ট্রেট্রেজি ফলো না করা ইত্যাদি কারণে আমরা ফরেক্স মার্কেটে লস করে থাাকি । তাই মার্কেটে আমাদের এগুলো মাথায় রেখে ট্রেড করতে হবে ।