-
ফরেক্স এ যত ট্টেডিং করবেন ততই আপনি অনেটা ভাল ভাবে শিক্ষতে পারবেন এবং আপনার অনেক অভিজ্ঞতা বারবে। তবে সাধারন ভাবে বলা যায় যে একজন নতুন ট্টেইনার ৬,৭ মাস ডেমো ট্টেডিং করলে মোটামাটি ভালই বুঝতে পারবে। তাছাড়া যার যার জ্ঞানের উপর নির্ভর করে ডেমো ট্টেডিং করলে ভাল হয়। কারন কেউ ৬ মাস ডেমো ট্টেডিং অনেকটা বুঝতে পারে আবার কারো কাছে ১ বছর ও সময় লেগে জায়।
-
ফরেক্স অনেক ভাল একটি অনলাইন ব্যবসা , এজন্য আমি মনে করি ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করার নির্দিষ্ট কনো সময় বেধে নেয়া উচিত নয় । তারপরও কমপক্ষে ৭ - ৮ মাস পর্যন্ত টানা ট্রেড করা উচিত । ডেমো দিয়ে যত ট্রেডজকরা যাবে ততই অভিজ্ঞতা বারবে এবং পরে আমরা সত্যি কার ভাবে ভাল ট্রেড করতে পারব।
-
আমি ফরেক্স নিয়ে কিছুদিন অনলাইনে স্টাডি করার পর যখন এই ফোরামের সন্ধান পেলাম তখন থেকেই আমি এই ফোরামে কাজ করার চেষ্টা করছি । কেননা ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান পাচ্ছি । ফোরামের একটা পোস্টের মাধ্যমে ডেমো একাউন্ট এর ব্যাপারে জেনে বর্তমানে আমি একটা ডেমো একাউন্ট নিয়ে কাজ করছি আশা করি যে লেগে থাকতে পারলে দক্ষতা তৈরী করতে পারব ।
-
ফরেক্স ট্টেডিং করা অভিজ্ঞতা অর্জন করা এটা যার যার কাছে জ্ঞানের উপর নির্ভর করে। ফরেক্স ট্টেডিং এর যার মেধা অনেকটা ভাল তার বেশী সময় লাগে না । আর যার মেধা দুর্বল তার হয়তো অনেকটা সময় লাগে। তবে আমার মতে ফরেক্স সম্পর্কে ভাল করে ভাল জ্ঞান অর্জন করতে হলে সবারই কমপক্ষে ১ বছর ডেমো ট্টেডিং করা উচিত।
-
ফরেক্স এ শুরুতে প্রত্যক ট্রেডার কে ডেমো ট্রেড করা উচিত। কমপক্ষে ৫-৬ মাস ডেমো ট্রেড করে নিজেকে দক্ষ করে তুলা উচিত। কারন আপনি রিয়েল ট্রেড প্রথমে করতে গেলে আপনি আপ্নার নিজের নগদ টাকা সুধু লস ক্রবেন। আর ডেমো করে যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে লাইভ করতে পারেন।
-
ডেমো ট্রেডিং ছাড়া কোন ভাবেই ফরেক্স ব্যবসা সম্পর্কে ভাল জানা যায় না । কারন ফরেক্স ব্যবসা আসলেই খুব কঠিন । ফরেক্স মার্কেট ট্রেন্ড বঝা খুব কঠিন । আমার মতে ফরেক্স ব্যবসা করতে হলে অনেক দিন ডেমো ট্রেডিং করতে হবে । কম করে হলে ও ছয় মাস ডেমো ট্রেডিং করা ভাল । আমি নিজেই ছয় মাস ডেমো ট্রেডিং করেছি । আর সব নতুন ফরেক্স বন্ধুদের বলি ছয় মাস ডেমো ট্রেডিং করার জন্য ।
-
;)কমপক্ষে ৬ মাস ডেমোতে কাজ করা উচিত। এই ৬ মাসে আমার মনে হয় নতুন ট্রেডাররা ফরেক্সের রিয়্যল মার্কেটে ট্রেড করতে পারবে।
-
আমাদের সবারই ভাল করে আগে ফরেক্স এ ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করে নেওয়া উচিৎ তার জন্য আমাদের ডেমো ট্রেড সম্পর্কে বেশি করে জানা উচিৎ । আমাদের ৪-৫ মাস ফরেক্স এ ডেমো ট্রেড করা উচিৎ এতে আমাদের ফরেক্স এর ডেমো ট্রেড সম্পর্কে অনেক অভিজ্ঞতা আসবে ।
-
ফরেক্সে রিয়েল ট্রেড শুরু করার আগে কমপক্ষে ৬ মাস ডেমোতে অনুশীলন করা উচিৎ।আমার মতে রিয়েল ট্রেড করলে ট্রেডিং অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পায় ফলে রিয়েল ট্রেড বুঝেশুনে করা যায়। আমি দুই বছর ধরে ফরেক্সের সাথে আছি এবং আমি এখনও রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমোদে ট্রডিং করি। আমার কাছে মনে হয় শেখার কোনো শেষ নাই।
-
ডেমো ট্রেড করার তো কোন সময়সীমা বেধে দেওয়া নেয় আপনি যতদিন না রিয়েল ট্রেডের যোগ্য হয়ে উঠতে পারবেন ততদিন ডেমো চালিয়ে যাবেন । নিজেকে ভাল এবং দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে ডেমো অনুশীলন অনেক সাহায্য করে থাকে তাই ফরেক্স ব্যবসায় ডেমো অনুশীলনের গুরুত্ব অনেক বেশি ।