-
আসলে যে কোন নতুন বিষয় শুরু করলে তা আমাদের কাছে কঠিনই মনে হবে । কেননা আমরা যে কোন কাজ শুরু করি না তা যতই সহজ হোক শুরুটা কঠিন নিশ্চিতভাবেই । আর ফরেক্স এর ক্ষেত্রে কথাটি আরো বেশি সত্য । তাই আমি মনেকরি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে শিখার কাজে ব্যস্ত রাখতে হবে । যে শিখে সে ঠকে না ।
-
আমি বলবো ফরেক্স শেখা খুব কঠিন কিছু নয়। অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় । তবে দ্রুত ভাল সাফল্য নাও আসতে পারে । আমি বিশ্বাস করি যে, ট্রেডিং-এ যিনি যত ভাল বুঝে সময় দিতে পারবেন তিনি তত ভাল করতে পারবেন । সর্বোপরি ভালভাবে ফরেক্স শেখা অনেকটা সময়ের ব্যাপার । তবে তা কখনই কঠিন কিছু নয় ।
-
আমার মতে, ফরেক্স শেখা খুব কঠিন না সহজ তা নিভর করেেআপনার েইচ্ছা শক্তির উপর ।অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় ।আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম । ফরেক্স শিখতে হলে অনেক সময় ট্রেড গ্রহন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা অনেক সহজ কিন্তু প্রফিট নিয়ে ফরেক্স মার্কেটে ব্যাবসা করা অনেক কঠিন কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেটে অনেক কিছু জানার পরে ফরেক্স ট্রেড করতে হবে।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটের ব্যাবসা সহজ মনেহলেও তা অনেক কঠিন ব্যাবসা।
-
ফোরেক্স কঠিন না সহজ তা সঠিক ভাবে বলতে পারবনা । আমি যখন নতুন ছিলাম তখন আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে । আমি এখন ফোরেক্স সম্পর্কে ভাল ভাবে জানার চেষ্টা করছি । আস্তে আস্তে আমার আর কঠিন মনে হয় না । একটু জানার পর এখন ভাল লাগছে । আমার মনে হয় প্রথম অবস্থায় সবই খঠিন লাগে ।
-
যে যত কথা বলুক ফরেক্স শিখা আসলে অনেক কঠিন। ফরেক্স সম্পর্কে সব কিছু জানার পর আবার আরেক সমস্যা হল সব নিয়ম মানা আরও কঠিন। সব দিক দিয়ে বলা যায় ফরেক্স অনেক কঠিন। আমরা যখন একটা ট্রেড অপেন করি লস হলে লস হতে থাকে আর লাভ হলে একটু লাভ ট্রেড বন্ধ করে দিই।
-
ফরেক্স শিখা খুব কঠিন নয় বলে আমি মনে করি।এটা ভালোকরে শিখার জন্য এখানে ধৈর্য্য ধরে টিকে থাকতে হবে।ফরেক্স ব্যবসা শুরুতে একটু কঠিন মনে হতে পারে সেই জন্য ফরেক্স সম্পর্কে যদি সঠিক জ্ঞান অর্জন করা যায় তাহলে এই ব্যবসা অনেক সহজ হয়ে যাবে । ফরেক্স ব্যবসায় সফলতা পেতে হলে অনেক বেশি অনুশীলন করতে হবে । এবং সঠিক ট্রেডিং পদ্ধতি জানতে হবে তাহলে এই ব্যবসা থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব।
-
অজানা সব কিছুই কঠিন, কন কাজই প্রথম বারে সহজ মনে হয় না। যেকোনো কাজে সফলতা অর্জন করার জন্য প্রয়জন চেষ্টা র অভিজ্ঞতার।৫-৬ মাস প্র্যাক্টিচ করলে যে কেউ ট্রেড করতে পারবে।আর বেশি জানার জন্য বেশি করে ডেমো ট্রেড করতে হবে।আর যত বেসি সময় দেয়া যায় তত তাড়াতাড়ি শেখা জায়, মুলত সময়ের সাথে সাথে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান বাড়তে থাকে।
-
ফরেক্স মার্কেট এর ট্রেডিং সিস্টেম শেখা কঠিন কাজ না কিন্তু আমাদের ধোইর্য ধারন করা কঠিন ব্যাপার।আমাদের অধৈর্য কারনেই আমরা মার্কেট থেকে সাফলতা অর্জন করতে পারি না।তাই আমরা যদি ধৈর্য সহকারেও মার্কেটে কাজ শিখতে পারি তাহলে একদিন সফল হতে পারবোই।
-
আমি বলবো ফরেক্স শেখা খুব কঠিন কিছু নয়। অধ্যাবসায়ী হলে খুব দ্রুতই ফরেক্স শেখা যায় । তবে দ্রুত ভাল সাফল্য নাও আসতে পারে । আমি বিশ্বাস করি যে, ট্রেডিং-এ যিনি যত ভাল বুঝে সময় দিতে পারবেন তিনি তত ভাল করতে পারবেন । সর্বোপরি ভালভাবে ফরেক্স শেখা অনেকটা সময়ের ব্যাপার । তবে তা কখনই কঠিন কিছু নয় ।