-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ লাভ এবং লসের কারন হলো মানিম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন না করে কাজ শুরু করা।তার কারন আমার যেই পরিমান মানি আছে কিন্তু আমি মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব না দিয়ে ফরেক্স ট্রেড করা। যখন কোন ট্রেডার তার মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব না দিয়ে কাজ করবে তখন তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমাদের সকলের উচিত মানিম্যানেজমেন্ট এর উপর জ্ঞান অর্জন করে কাজ শুরু করা।তা না হলে কিছু দিনের ভিতর যখন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তখন আপনি ফিরেক্স ট্রেডিং মার্কেট এর উপর আস্থা হারায় ফেলবেন।কিন্তু তার জন্য যে আপনি নিজেই দোষী এই জিনিসটা মাথায় আসবেনা।তাই আগে মানিম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিয়ে অথবা ভাল করে জ্ঞান অর্জন করে কাজ শুরু করুন তাহলে ফলাফল ভাল আসবে।
-
মানি ম্যানেজমেন্টে শেখার কোন কিছু নেই। শুধু ব্যালেন্স এর মোট ২% রিসক নিলেই হবে। কিন্তু ট্রেড করতে করতে যদি আমরা একাউন্ট এর ২০% রিসক নিয়ে ফেলি তাহলে আমরা লস করলে একাউন্ট এর ২০% লস হয়ে যাবে। আর লস একবার করলে সেটা রিকভার করা দুস্কর।
-
ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজমেন্ট হল আপনি একটা ট্রেড এ কত টাকা ব্যবহার করবেন আপনি একটা ট্রেড এ কত % রিস্ক নিবেন ফরেক্স মার্কেট এ একজন ভাল ট্রেডার ২% রিস্ক নিয়ে ট্রেড করে এতে করে তার ৫০ টা লস করার পর অ্যাকাউন্ট ০ হবে আর আপনি যদি ১০ % রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনি যদি পরপর ১০টা ট্রেড লস করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে আমি একটানা ২০ টা ট্রেড ও লস করি তারপর ও আমার অ্যাকাউন্ট ০ হয় নাই ২ % রিস্ক নিয়ে কাজ করার জন্য
-
মানি ম্যানেজমেন্ট শেখার জন্য অনলাইনে অনেক ভাল ভাল ইবুক পাাওয়া যায় । যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন দিক সম্পর্কে ভাল ভাবে জানতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ফোরাম এবং বিভিন্ন ব্লোগ যার মাধম্যে খুব সহজেই আপনি ফরেক্স ট্রেডিং এর মানিম্যানেজমেন্ট সমপর্কে শিখতে পারবেন ্
-
ভাই মানি ম্যানেজমেন্ট শেখার সব চেয়ে কার্যকারী একটা উপায় বলি সেটা হল আপনি যদি আপনার লোভ নিয়ন্ত্রন করতে পারেন তাহলেই আপনি মানি ম্যানেজমেন্ট শিখতে পারবেন । আসলে আমি বুঝি লোভ নিয়ন্ত্রণই হল মানি ম্যানেজমেন্ট । একটা উদাহরণ দেই তাহলেই আপনি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে । ধরুন আপনার অ্যাকাউন্ট এ ১০০ ডলার আছে তাহলে আপনি কখনই ১০ সেন্ট এর উপরে ট্রেড ওপেন করবেন না আর প্রতি ট্রেড থেকে ৪ ডলার লাভের টার্গেট নিয়ে ট্রেড করবেন । তাই আপনার বিনিয়োগ যাই হোক না কেন ট্রেডিং লটের পরিমাণে সেট করবেন ১০ঃ১০০ ( এখানে ১০ হল ১০ সেন্ট ট্রেডিং ভলিউম আর ১০০ হল ট্রেডিং মূলধন ) ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই একজন ট্রেডারকে মানিম্যানেজমেন্ট মানতেই হবে। কারণ মানি ম্যানেজমেন্ট হচ্ছে প্রফিট এর মুলমন্ত্র। তাই সকল ফরেক্স ট্রেডার ভাইয়েরা অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে তারপর ট্রেড করবেন। আর অবশ্যই প্রতিদিনের ট্রেড প্লান পুর্বেই করে নিবেন পুরা মাসের প্লান। আর অবশ্যই প্রতিটা ট্রেডেই লাভ (tp)নিতে হবে লস(sl) এর ৩ গুন মানে ১:৩।
-
আমিও যে খুব ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তা জানি এমনটি নয় । যদি জানতাম তাহলে এত মার্জিন কল পেতাম না । তবে খুব সম্প্রতি আমার কাছে একটি বিষয় পরিষ্কার হয়েছে তা হল আগে আমি পুরো ক্যাপিটাল এর উপর ভিত্তি করে লট সাইজ বেছে নিতাম আর ভাবতাম মানি ম্যানেজমেন্ট হয়ে গেছে কিন্তু আসলে তা নয় । মানি ম্যানেজমেন্ট এর সঠিক উদ্দেশ্য হল যে কোন মুল্যে পুরো ক্যাপিটাল লস থেকে রক্ষা করা । তাই আমি বলব একটি ট্রেড কে পুরো ক্যাপিটাল এর লস করার সুযোগ না দিয়ে প্রত্যেকটি ট্রেডের পূর্বে একটি নির্দিষ্ট পরিমান লস বা লাভের টার্গেট নিয়ে ট্রেড করুন । তাহলেই দেখবেন যে আপনি কখনই মার্জিন কল পাবেন না ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই একজন ট্রেডারকে মানিম্যানেজমেন্ট মানতেই হবে। কারণ মানি ম্যানেজমেন্ট হচ্ছে প্রফিট এর মুলমন্ত্র। তাই সকল ফরেক্স ট্রেডার ভাইয়েরা অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে তারপর ট্রেড করবেন। আর অবশ্যই প্রতিদিনের ট্রেড প্লান পুর্বেই করে নিবেন পুরা মাসের প্লান। আর অবশ্যই প্রতিটা ট্রেডেই লাভ (tp)নিতে হবে লস(sl) এর ৩ গুন মানে ১:৩।
-
আমাদের কয়েক বছরের জন্য ফরেক্স ট্রেডিং ব্যবসা শেখার উপর ফোকাস করা উচিত এবং এটি ক্যারিয়ার শুরু করার সেরা উপায় হতে পারে। আমরা কোনও সঠিক জ্ঞান ব্যতীত অর্থ উপার্জন করতে পারি না এবং আমাদের অবশ্যই জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়াতে হবে যা ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। আমাদের কয়েক বছরের জন্য ডেমো অ্যাকাউন্টগুলি শিখতে এবং অনুশীলন করতে কিছু বছর ব্যয় করা উচিত এবং তারপরে আমরা লাইভ ট্রেডিং কেরিয়ারের জন্য উপযুক্ত হতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিসটেম অনুসরন করে ট্রেডিং করা উচিত ।কেননা আমি অনেকে ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই ।ফলে তারা লস খেতে থাকে ক্যমাগ তাই আমি মনে করি ব্যবসার জন্য মানিম্যানেজমেন্ট করাটা জরুরি।