-
আপনার সাথে সম্পুর্ণ সহমত কিন্তু আমি মনে করি এত এত রিক্সি একটা ব্যবসার এত এত গুনকীর্তন করার আগে আরও একবার ভাবা উচিত। এখানে যদি কেউ ফুল টাইম ক্যারিয়ার গড়তে চায় তবে তাকে কি পরিমাণ শ্রম দিতে হবে তা খালি একবার চিন্তা করেন। আাশা করি আপনার জ্বর চলে আসার মত পরিস্থিতি তৈরী হবে। সবাইকে ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেডিং একটা লাইভ বিজনেস ।এ ব্যবসায় আমরা লাভ লস সাথে সাথে দেখতে এবং জানতে পারি । আর এ ব্যবসা করতে হলে পৃথিবীর যে কোন জায়গা থেকে করা যায় । ফরেক্সে যে কেউ অংসগ্রহন করে নিজের স্বাধীন ভাবে ট্রেড করতে পারে । এ ব্যবসায় নিজেই নিজের বস । ফরেক্স ট্রেডিং এর এনালাইসিস ভাল ভাবে জানা থাকলে এখান থেকে ভার আয় করা যায়।
-
ফরেক্স ট্রেডিং বর্তমান বিশ্বে সবচেয় উল্লেখযোগ্য ব্যবসা যার মাধ্যমে আপনি অনেক উপার্জন করতে পারবেন এমনকি আপনি বিলনিয়ার হতে পারবেন জা অন্য কোনই ব্যবসা দিয়ে রাতারাতি পারবেন না। দৈনিক ৩ ট্রিলিয়ন ফরেক্স এয় ইনভেস্ট হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কয়েকটি সুবিদা রয়েছে তার মধ্যে একটি বাসায় বসে ট্রেড করা যায়। নিজের অভিজ্ঞাতা অনুযায়ী আয় করা যায়, এটা মোবাইলে করা যায়, ফোরামে কাজ করে রিয়াল মার্কেটে ট্রেড করা যায়, ফরেক্স হল স্বধীন ব্যাবসা এই খানে কেই খবর দারি করবেনা।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিত মুদ্রা বিনিময় বাজার। ফরেক্স মার্কেটে ট্রেডারদের জন্য অনেক ধরণের সুবিধা রয়েছে। অনন্য আর্থিক বাজার থেকে এই বাজার ভিন্ন
বিভিন্ন দেশের শেয়ার মার্কেটের তুলনায় ফরেক্স মার্কেটের সুবিধা অনেক বেশী ।
যেমন আপনি দেশের যে কোন স্থান থেকে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ আপনি মাত্র ১ ডলার দিয়ে ট্রেড করতে পারবেন যা অন্যান্য শেয়ার মার্কেটে আপনি এত কম বিনিয়োগ দিয়ে ট্রেড করতে পারবেন না।
অন্যান্য শেয়ার মার্কেট এ দাম বাড়লেই শুধু আপনি প্রফিট করতে পারেন। কিন্তু ফরেক্স মার্কেট এ আপনি দাম বারলে ও প্রফিট করতে পারবেন আবার দাম কমলে ও প্রফিট করতে পারবেন।
তাই ফরেক্স পৃথিবীতে এতো জনপ্রিয়।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেটার সুবিধা অনেক বেশি । তবে আমরা যারা মুসলিম আছি তারা জানি যে আমরা সুদমুক্ত একাউন্ট করি । তবে সবমিলিয়ে ফরেক্স ব্যবসা আমাদের অনেক অনুকুলে । ফরেক্স এর বাড়তি সুবিধাগুলো হল এটা একটা স্বাধীন পেশা ,বিশ্বের যে কোন প্রান্তে বসেই করা যাবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে নিজেকে স্বাবলম্বি করার একটা উন্মুক্ত প্লাটফ্রম হল ফরেক্স ।
-
ফরেক্স মার্কেটে সুবিধার শেষ নেই অনেক সুবিধা এখানে ট্রেডিং কৌশল ভাল জানা থাকলে ৫ ডলার দিয়ে ট্রেডকরে অনেক ডলার প্রফিট করতে পারে দক্ষতা না থাকলে ফরেক্স মার্কেটে হারাতে বেশি দিন লাগে না ফরেক্স ট্রেড একবার মনোযোগ দিয়ে শিখতে পারলে অনেক সুবিধা হাসিল করতে পারে ।
-
ফরেক্স মার্কেটের সুবিধা যদি সারাদিন ধরে বলি তবুও শেষ করতে পারব না । তবে যেকোনো সুবিধা পেতে হলে সেই বিষয়ে জানতে হবে । ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধরনা থাকলেই আমরা সুবিধা গুল পেতে পারি । আমাদের দেশে ফরেক্স শেখার জন্য তেমন কোন ভাল ট্রেইনিং সেন্টার নাই । এজন্য আমারা তাদের সহযোগিতা নিবো জারা ফরেক্স সম্পর্কে ভাল জানে ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স মার্কেটে সুবিধার শেষ নেই অনেক সুবিধা এখানে ট্রেডিং কৌশল ভাল জানা থাকলে ৫ ডলার দিয়ে ট্রেডকরে অনেক ডলার প্রফিট করতে পারে দক্ষতা না থাকলে ফরেক্স মার্কেটে হারাতে বেশি দিন লাগে না ফরেক্স ট্রেড একবার মনোযোগ দিয়ে শিখতে পারলে অনেক সুবিধা হাসিল করতে পারে এটা অনলাইন মার্কেট প্রতিদিন কিছুনা কিছু সুযোগ সুবিধা থাকে ফরেক্স মার্কেটে টিকে থাকা টা অনেক বড় সার্থকতা।
-
অন্যান্য ব্যবসায় হতে ফরেক্সের সুবিধা অনেক। যেমন অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায় তেমনি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। এছাড়াও যখন খুশি ট্রেড করা যায় এবং যে কোন কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা যায়। এটি আন্তর্জাতিক ব্যবসায় হবার সুবিদার্থে যে কোন দেশের যে কোন শ্রেণীর ও পেশার লোক ট্রেড করতে পারে।