-
আমাদেরকে আয়ের চিন্তা না করে আমরা কি করে এই ব্যবসায় টিকে থাকব তাই চিন্তা করা উচিত। একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে এখানে টিকে থাকা মানেই জিতে যাওয়া। আমাদের যদি কোন ফান্ডই না থাকে তাহলে আমরা আয় করব কি দিয়ে। তাই আমাদের ফান্ডকে ধরে রাখার চিন্তাটাই সবচেয়ে বড় হওয়া উচিত।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান আয় আশা করা সম্ভব নয়।একজন সফল ব্যবসায়ী সেটি করেনও না।যিনি করবেন তিনি ভূল করবেন। পকেট খালি করে শুন্য হাতে ফিরতে হবে।আয়ের বিষয়টি নির্ভর করে মার্কেটের অবস্থার উপর।কোন এক মাসে হয়তো লস হচ্ছে।আবার কোন এক মাসে সে লস পুষিয়ে লাভ হচ্ছে।দৈনিক/সাপ্তাহিক/মাসিক আয় হিসাব না করে বাৎসরিক আয়ের হিসাব মাথায় রাখলে ট্রেড্রিং দক্ষতা বাড়বে।এতে সূফল পাওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার কোন বিকল্প নেই। ফরেক্সে এসে প্রথমেই লাভের আশা না করাটাই উচিৎ। কারন লাভের আশা আপনাকে অভিজ্ঞতা অর্জন করা থেকে বিরত রাখতে পাারে। আপনি তখনই লাভের আশা করতে পারেন যখন আপনি ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অনেক ড্যামো প্রাক্টিস করতে হবে।
-
ফরেক্স থেকে প্রথমে কত টাকা আয় করবেন সেটা আগে বলা সম্ভব নয় । তাছাড়া ফরেক্স থেকে প্রথমে বড় আশা করা ঠিক না । কারন,বড় আশা মানে লোভ আর লোভ মানে ধ্বংস। তাই কোন মতে বড় ধরনের রিক্স নেওয়া ঠিক হবে না। ফরেক্সে আপনি আস্তে আস্তে আগাতে হবে।
-
সত্যিকার অর্থে ফরেক্স একটা স্বপ্নময় জগত৷ এটা প্রচন্ড নেশার একটা জায়গাও৷ অবশ্য যারা জুয়া খেলতে আসে, তাদের কেউ কেউ বলে এখানে রাতারাতি ধনী হওয়া যায়। মুতল খুব কম লোকই এখানে তার ক্যারিয়ার গড়তে পারে৷ ফলে ৯৫ ভাগ লোক এই মহাসমুদ্রে ডুবে যায়৷বাকি যে সংখ্যালঘুরা টিকে থাকেন হয় তারা প্রচুর অর্থবিত্তের মালিক বনে যান নতুবা মাসিক একটা হ্যান্ডসাম অর্থ উপার্জন করে সেভিংস করে রাখেন৷এখানে সফল হওয়ার মন্ত্র একটাই৷প্রচুর অধ্যাবসায় আর শুধুমাত্র অধ্যাবসায়৷কোন এ্যানালাইসিস কাজ করেনা যদি আন্তর্জাতিক মুদ্রা বাজার ভাল না থাকে৷ফরেক্সকে জানতে হবে,বুঝতে হবে,সময় নিয়ে ব্যবসাটা করতে হবে৷আর ক্যারিয়ার হিসেবে নিয়ে নিলে আমার বিশ্বাস সবাই ভাল করবে৷বেকার না থেকে সবারই উদ্যোক্তা হওয়া উচিত৷আর এই জন্য ফরেক্স থেকে ভাল কিছু আমার চোখে পড়েনা৷ ফরেক্স ট্রেডিয়ে আমি কাউকে উৎসাহিত করছি না ফরেক্স করতে৷আমি বলেছি এটা মহাসমুদ্র৷ডুবে যাবার সম্ভাবনা বেশি যদি না ভালো সাতার না জানা থাকে৷
-
ফরেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অর্থ বাজার। ফরেক্স মার্কেটে প্রথমেই অনেক বেশি অর্থ আয়-এর লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে । কেননা ফরেক্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অভিজ্ঞতা ছাড়া অর্থ আয় চিন্তা করাও বৃথা। আপনি যদি সবসময় বেশি আয় করার চিন্তা করেন তাহলে আপনার লোভ আপনাকে ফরেক্স মার্কেটের অভিজ্ঞতা অর্জন করা থেকে দূরে ঠেলে দিবে। আর আপনি যদি ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অর্জন না করেন তাহলে আপনি ভালো আয় করতে পারেন।তাই ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় অল্প আয়ের চিন্তা করে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি মার্কেটে সফল হতে পারবেন।
-
ফরেক্স থেকে প্রথম অবস্থায় কম আয় আশা করাটাই বেটার হবে। যেহেতু ফরেক্স এর নতুন সেতু বেশি আয় করতে গেলে ভুল হলে অন্যথায় লস হতে পারে। তাই কনো এরকম রিক্স না নিয়ে সঠিকভাবে কাজ করা উচিত। বেশি মুনাফা লাভ করতে গেলে ক্ষতি হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়া সম্ভব না থাকে।
-
ফরেক্স থেকে প্রর্থমে বেশি লাভ আশা করা একবারেই উচিত না,যারা ফরেক্সে নতুন প্রর্থম দিকে তাদের লাভের পিছনে না ছুটে বরং ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা উচিত,কারন প্রকৃত অভিজ্ঞতা ছাড়া কেউ যদি অতিরিক্ত লাভের আশা করে তাহলে সে লোভে পড়ে ভুল করে ফেলবে,যার ফলে সে লস করে বসবে,তাই বলব প্রর্থমে সল্প লাভে সন্তুষ্ট থেকে টিকে থাকেন এবং ফরেক্স সম্পর্কে নিজেকে দক্ষ করে তোলেন,নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারলে এক সময় ভাল লাভ করতে পারবেন।
-
কোন ব্যবসায় প্রাথমিকভাবে অতিরিক্ত লাভ করা যায় না। বেশি লাভের আশা করতে গেলে ক্ষতির সম্মুখীন হতে হয়। ফরেক্স ও তার ব্যতিক্রম নয়। প্রথম পর্যায়ে যারা ফরেক্স এসে বেশি লাভ করার আশা করে পরবর্তীতে তাদের অনেক ক্ষতি সাধিত হয়।শুরুতে ফরেক্স থেকে অনেক লাভের লোভকে পরিত্যাগ করা ভাল কারন ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে এসে নতুন অবস্থায় আপনি যখন অধিক লাভের পিছনে ছুটতে থাকবেন তখন লোভ আপনাকে আপনার সকল ট্রেডিং কেৌশল বা দক্ষতা থেকে দূরে রেখে এক সময় আপনাকে বড় ধরনের লসের দিকে নিয়ে গিয়ে ফেলবে। ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান আয় আশা করা সম্ভব নয়।
-
আমি মনে করি কোন কিছুর শুরুতেই বেশি লোভ করা উচিত হবে না। ঠিক তেমনি ফরেক্স ট্রেডিংএও শুরুতেই আমরা অল্প আয় আশা করবো। সেটাই আমাদের সবারই জন্য ভালো দিক বয়ে আনবে। আমাদের সকলের উচিত হবে আগে ফরেক্স ট্রেডিং ভালো করে বোঝা। কিভাবে আপনি মার্কেট এনালাইসিস করে ট্রেড করবেন সেটা জানা। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো অবশ্যই আমাদের সকলের জানা উচিত। তাহলেই আমরা এখানে ফসল হতে পারবো। তাই আমি আমার দিক থেকে মনে করি প্রথম অবস্থায় ফরেক্স ট্রেডিং থেকে সীমিত আয় করাটাই ভালো। ধন্যবাদ