-
যদি আপনি ডেমোতে লাইভ একাউন্টের মত করে ট্রেড করতে পারেন তাহলে এটা সম্ভব। তবে এখানে একটু ভিন্নতা রয়েছে। ডেমোটা হল আপনাকে এখানে রিয়েল একাউন্টে কিভাবে কাজ করতে হয় সেটার পূর্ব প্রস্তুতি মাত্র। অর্থাৎ* আপনি আগের থেকেই সবকিছু জেনে তারপরে এই ফিল্ডে নামছেন। তবে ফরেক্সের গভীরে প্রবেশ করার জন্য আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে এর পরিপূর্ণ জ্ঞানার্জনে।
-
আমার মতে ডেমো এবং রিয়াল দুইটা ভিন্ন জিনিস কারন ডেমো তে আপনি টেক লস না বসিয়ে ট্রেড করতে পারেন আবার অনেক সময় লস করলেও তা কিছু যায় আসে না। ডেমোতে যখন ট্রেড করি তখন রিস্ক নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে কারন এখানে হারানর কিছুই নাই আর তাই হাত খুলে ট্রেড করতে পারেন কিন্ত আপনি যখন রিয়াল এর কথা চিন্তা করছেন তখন আপনি যেকোন লটে ট্রেড ওপেন করতে পারেন না, আর রিস্ক নেওইয়ার ক্ষমতাও কম থাকে। মার্কেট বিপরীতে যাওয়ার ফলে আপনি অনেক বেশি পরিমানে ক্ষতির সম্মুখিন হতে পারেন যেটা কিনা ডেমোতে হয় না, তাই আমি মনে করি ডেমোতে ভালভাবে দক্ষ না হয়ে ট্রেড করতে আসলে তা সফল হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।
-
ডেমো তে সফল হতে পারলে রিয়েল এ ও সফল হওয়া যাবে কিন্ত এখানে একটা কারন ও আছে ,ধরেন আপনি যখন ডেমোতে ট্রেড করেন তখন আপনার ক্যাপিটাল থাকে মিনিমাম ৫০০০ হাজারের অধিক তখন কিন্ত আপনি যা ইচ্ছে তা ভলিয়ম দিয়ে থাকেন তখন আপনি চিন্তা করেন লাভ হলেও কি লস হলেও কি,আর যখন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করেন তখন কিন্ত আপনি এই চিন্তা করেন না তখন আপনি চিন্তা করেন আপনার ক্যাপিটাল টাকে কি ভাবে আপনি ধরে রাকতে পারবেন,তখন কিন্ত আপনি ডেমোতে যে ভাবে ট্রেড দিয়েছেন রিয়েলে কিন্ত ও ভাবে ট্রেড দেওয়ার চিন্তা করবেন না, তখন আপনি চিন্তা করবেন কিভাবে কম ভলিয়ম দিয়ে ট্রেড করে সফল হওয়া যাই।
-
ডেমো তে সফল হলে রিয়েল ট্রেডিং এ সফল হবে এমন কোন কথা নেই । কারন ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং দুটোরই প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা । ডেমো ট্রেডিং এর মূল সমস্যা হল এখানে অর্থের পরিমান অনেক বেশি থাকে ।
-
আপনাকে নিয়মিত ভাবে দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা,অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে হবে আর তার জন্য ডেমো ট্রেডিং প্লাটফর্মের কোন বিকল্প নেই। যখনই আপনি বারবার ডেমো ট্রেডিংয়ে ভাল প্রফিটের দেখা পাবেন তখনই উচিত হবে রিয়াল ট্রেডিংয়ে প্রবেশ করা আর তখন থেকে আপনি ডেমো ট্রেডিংয়ের ন্যায় রিয়াল ট্রেডিং থেকেও আয় করতে পারবেন।
-
আসলে ডিমো ট্রেডিং এর উদ্দেশ্যে হচ্ছে দক্ষতা অর্জন। আপনি জতো দিন দক্ষতা অর্জন করতে না পারবেন তত দিন উচিত ডেমো ট্রেডে লেগে থাকা। আমাদের সকলের উচিত ডেমো একাউন্ট কে রিয়েল এর মতো বেবে ট্রেড করা। খামখেয়ালি করে ট্রেড না করা আর তাহলে এক সময়ে রিয়েল একাউন্টে ট্রেড করে ধারাবাহিক ভাবে প্রফিট করা যাবে।
-
না ভাই ডেমোতে শুধু আপনি সাময়িক একটা ধারনা পাবেন, যে কিভাবে আসলে ট্রেড করতে হয়। এছাড়াও এখানে আপনি যত প্রাকটিস করবেন ততই আপনার মনোবল বৃদ্ধি পাবে, তবে শর্ত হচ্ছে আপনাকে লাইভ ট্রেডিং এর মতো করে ডেমোতে চর্চা করতে হবে। তাই যদি ডেমোকে সেভাবে মূল্যায়ন করতে পারেন, তবে রিয়েল একাউন্টে গিয়ে অনেক সুবিধা উপভোগ করতে পারবেন, যেটা আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে সহায়তা করবে।
-
ডেমোতে ট্রেড করে পর পর আপনি অনেক গুলো ট্রেডে প্রফিট লাভ করলেন তার মানে এটা নয় যে আপনি ফরেক্স ট্রেডিংয়ের সবকিছু বুঝে গেলেন। আপনি ঐ ট্রেড গুলো করার সময় কতটা জ্ঞা এবং অভিজ্ঞতা লাভ করতে পেরেছেন সেটাই হল মূল বিবেচ্য বিষয় ফলে ডেমো ট্রেডিং থেকে প্রফিট লাভ করার চেয়ে বেশি জরুরী হল কেৌশলগত অভিজ্ঞতা অর্জন করা।
-
আপনি যত টাকা দিয়ে রিয়েল ট্রেড করবেন ডেমোতে তত ডিপোজিট নিয়েছিলেন কিনা এবং সেই ফান্ড অনুসারে মানি ম্যানেজমেন্ট রুল অনুযায়ী ট্রেড প্রাকটিস করেছেন কিনা এসব বিষয় রিয়েল ট্রেডের আগে পর্যালোচনা করে দেখা খুবই জরুরী। ডেমোতে আপনার সফলতা কোন এনালাইসিসের উপর করেছেন, কতটুকু সফল এবং আপনার আত্ম বিশ্বাস নিয়ে রিয়েলে ভেবে চিন্তে শুরু করতে হবে।
-
ডেমো ট্রেডিং ছাড়া ফরেক্স ট্রেডিং শেখা অনেক কঠিন । আপনি ডেমো ট্রেডিং করে নিজেকে অনেক বেশি দক্ষ করে তুলে রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন । আপনি ডেমো অ্যাকাউন্ট এ যে পরিমাণ ডিপোজিট করেছেন সে পরিমাণ আপনি রেয়েল ট্রেড এ ডিপোজিট করতে নাও পারেন । সেই জন্য আপনাকে সব সময় ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে।তাই আমি মনেমনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে আগে আপনাকে ডেমো ট্রেডিং করে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ।