আমি মনে করি ফরেক্স মার্কেটে সবকিছু টাকার ব্যাপার কেউ চায় না তার একটা ডলারও লস হোক , কিন্ত আমরা অনেকে তবুও লস করি তবে লস এড়ানো এবং লাভ করার ক্ষেত্রে কার্যকরী উপায় হলে এনালাইসিস করা.বর্তমানে কেমন অবস্থা আছে,পরবর্তীতে মার্কেট কোন দিকে যাবে এইরকম হিসাব বুঝতে টেকনিক্যাল এনালাইসিস করে থাকে।একজন সফল ট্রেডার হতে হলে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস করতে হবে।