-
১। ফান্ডামেন্টাল ২। টেকনিক্যাল ও ৩। সেন্টিমেন্টাল । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এই তিন ধরনের এ্যনালাইসিস অনেকটা তিন পায়ের টেবিলের মত । এর একটি ভেঙ্গে গেলে টেবিলটি পড়ে যাবে । ফরেক্স মার্কেটেও ঠিক তেমনি আপনার একটি ট্রেড ওপেনের ক্ষেত্রে এই তিন ধরনের এ্যনালাইসিস গুরুত্বপূর্ন । এর একটি কম হলে আপনার ট্রেডটি লসের মধ্যে পড়তে পারে ।তাই ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ ।
-
ফরেক্স ট্রেডিং এ মার্কেট এনালাইসিসের গুরুত্ব অপরিসীম।আপনি মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে আপনার লস হবে এমনকি আপনার একাউন্ট জিরো হতেও পারে।ট্রেড করতে হলে আগে কোন মুদ্রার বিপরীতে ট্রেড করবেন সেটা আপনাকে আগে বের করতে হবে।এরপর সেই দেশের অর্থনৈতিক সামাজিক, রাজনৈতিক অবস্থা এনালাইসিস করলেই তো আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাবে।মার্কেট যদি ভাল মনে হয় তখন বাই করবেন আর মার্কেট নিচে নামবে মনে হলে সেল করবেন।আপনি যদি মার্কেট এনালাইসিস না করেন মার্কেট আগামী ১ ঘন্টা পর কি হবে আপনি তো বুঝতে পারবেন না।তখন আন্দাজে ট্রেড এন্ট্রি দিলে আপনার লস হবে।এজন্য ফরেক্স মার্কেট এ যত ধরনের এনালাইসিস আছে যেমন টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডাম ন্টাল এনালাইসিস, সেন্ট্রিমেন্ট্রা এনালাইসিস এগুলো সম্পর্কে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি এনালাইসিস না জানলে ফরেক্স এ টিকতেই পারবেন না তাই ফরেক্স মার্কেট এ এনালাইসিসের গুরুত্ব অপরিসীম।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার আগে মার্কেট এ এনালাইসিস করে নিতে হবে। কারন এনালাইসিস করে আপনাকে বুঝতে হবে যে মার্কেট বাই না সেল যাবে। আর এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করা ঝুকিপূর্ন। প্রতিটা ট্রেড এর পিছনে যে কোন কারন থাকতে হবে বাই না সেল করবো।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই ভালোভাবে মার্কেট এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ,কেনন মার্কেট এনালাইসিস করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ধারণা অর্জন করতে পারে, এবং ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেই ধারণা নিয়ে ট্রেড ওপেন করতে পারে,আর যখনই কোন ট্রেডার সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারবে তখনই ফরেক্স থেকে প্রফিট করতে পারবে,অন্যদিকে কেউ যদি কোন প্রকার এনালাইসিস না করে নিজের ইচ্ছা খুশিমতো ট্রেড ওপেন করে থাকে তাহলে সেই ট্রেড থেকে লাভ করার পরিবর্তে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনকি অতিরিক্ত লস করার মাধ্যমে তার ব্যালেন্স জিরো করে ফেলতে পারে, যেটা তার জন্য খুবই হুমকি স্বরূপ। তাই আমার মতে প্রত্যেক ট্রেডারের উচিত মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে নেওয়া।
-
ফরেক্স ট্রেডিং এ মার্কেট এনালাইসিস এর কোন বিকল্প নেই। কোন কাজ শুরু করতে হলে সেই কাজ সম্পর্কে যেমন পূর্ব থেকে ধারণা নিতে হয় তেমনি ফরেক্স ট্রেডিং করতে হলেও ফরেক্স মার্কেট সম্পর্কে আগে থেকে ধারণা নিতে হয়। এতে সফলতা খুব সহজে পাওয়া যায়। আর যদি কোন ধরনের পূর্বধারণা ছাড়াই কোন কাজ শুরু করা হয় তাহলে কাজের মাঝে অনেক ধরনের বাধা-বিঘ্ন আসে। এজন্য ফরেক্স ট্রেডিং শুরুর পূর্বে মার্কেট এনালাইসিস এর গুরুত্ব অপরিসীম। কারণ মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেডিং করলে লসের সম্ভাবনা বেড়ে যায়। মার্কেট এনালাইসিস বলতে বোঝায় মার্কেটের গতিপ্রকৃতি বিচার-বিশ্লেষণ করা। ট্রেডিং শুরু করার আগে আমাদেরকে মার্কেট সম্পর্কে ধারণা নিতে হয় মার্কেট আসলে ট্রেডিং এর পক্ষে আছে কিনা বা কিভাবে ট্রেডে এন্ট্রি নিতে হবে। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের মার্কেট এনালাইসিস আছে এগুলো হলো টেকনিক্যাল এনালাইসিস ,ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করলে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস অটোমেটিক্যালি পাওয়া যায়। কারণ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হলো একজন ট্রেডারের নিজস্ব ধ্যান-ধারণা।
-
কোন অবস্থাতেই অ্যানালাইসিস ছাড়া ভাল প্রফিট করা সম্ভব নয় । আপনি হয়তো আন্দাজে ট্রেড করে কয়েকটা ট্রেড প্রফিট করতে পারবেন । তবে সেটা হবে সাময়িক । আপনাকে নিয়মিত প্রফিট করতে হলে আপনাকে নিয়মিতই মার্কেট অ্যানালাইসিস করতে হবে । সেটা হতে পারে ফান্ডামেন্টাল কিনবা টেকনিক্যাল
-
এনালাইসিস ছারা ট্রেড করার ক্ষতিটা মনে হয় আমার চেয়ে ভালো কেউ বুজবে না৷ কারন আগে অনেক এনালাইসিস ছারা ট্রেড করেছি যার বেশিরভাগ সময়েই লসে শেষ হয়ে গিয়েছে। কারন আগে যখন দেখতাম মার্কেট একটু বেশি নিচে নামছে তখন মনে করতাম উঠবে অথচ মার্কেট তখন ছিলো ওয়ানওয়ে। এখন কিছুটা এনালাইসিস করে বুজতে পারি।
-
ফরেক্স ট্রেডিং করে প্রফিট করতে হলে মার্কেট এনালাইসিস এর কোন তুলনা নাই,কারণ মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেডিং করে কোনোভাবেই ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভব না,বরং লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।মার্কেট এনালাইসিস এর মাধ্যমে একজন ট্রেডার বুঝতে পারে তার কখন কোন পেয়ার ট্রেড করা উচিত এবং সেটা সেল নাকি বাই ট্রেড ওপেন করতে হবে, অর্থাৎ মার্কেটটি কোন দিকে যেতে পারে সে সম্পর্কে পূর্ব ধারণা অর্জন করতে পারে।আর একারণেই প্রত্যেকটা ট্রেডারের উচিত কোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে নেওয়া, অন্যথায় লাভ করার পরিবর্তে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।
-
ফরেক্স ট্রেডিং আপনার লস এর প্রায় সিংহভাগ ই নির্ভর করে মার্কেট এর উপর.তাই সফল হতে হলে একজন ত্রাদের এর মার্জেত বুঝাটা অনেক জরুরি.আপনি যদি মার্কেট না বোঝেন তবে সেই ক্ষেত্রে সঠিকভাবে বাই/সেল দিতে পার্বেন্ন্না যারফলে আপনি আশানুরূপ লাভ করতে পারবেননা.তাই মার্কেট এনালাইসিস করতে হবে.ফলে আপনি মার্কেট এর অবস্থা বুঝতে পারবেন.
-
মার্কেট এনালাইসিস ছাড়া ফরেক্স অসম্ভব । না বুঝে কাজ করা যেমন বোকামি তেমনি না বুঝে না জেনে এনালাইসিস না করে ট্রেড করাও বোকামি । একারনে লাভের আশা করাই জাবেনা। সবারই উচিত বুঝে শুনে এনালাইসিস করে এবং মার্কেট কে সঠিকভাবে নিরিক্ষা করে ট্রড করা। তবেই সফলতা আনা সম্ভব ।