-
ফরেক্স শিক্ষা একটা বিরাট বড় ব্যাপার এখনে নিদিষ্ট কোন সময় নেই।তবে আমার মতে ফরেক্স শিক্ষার দুইটা রাস্তা আছে,যেমন এক হচ্চে বিভিন্ন ব্লগ টিউটিরিয়াল আর দুই হচ্চে কোন অভিজ্ঞ টেডার এর হাতে কলমে শেখা।এখানে ব্যাপার হলো যে আপনি যদি ব্লগ পড়ে শেখেন তাহলে ২ বছর সময় লাগবে এর কিছুটা আয়ত্ত করতে আর যদি কোন টেডার এর কাছে শিখেল তাতে সময় লাগবে ৮/১০মাস।সময় হলে কিহবে। এগুলর মাধ্যমে আপনি বাইসেল শিখতে পারবেন।কিন্তু এর পরিধি শিখতে গেলে আরও অনেক সময় লাগবে এবং নিয়মওত মাকেট এনালাইসি করতে হবে
-
ফরেক্সে দক্ষতা অর্জন করতে কেমন সময় লাগবে তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটা আসলে একজন ট্রেডারের আগ্রহ, ইচ্ছাশক্তি ও পরিশ্রমের উপর নির্ভর করে। যে যতোবেশি চেষ্টা করবে ফরেক্স শেখার ও জানার প্রতি তার পক্ষে দক্ষতা অর্জন করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি প্রায় দু বছর ধরে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করে চলেছি।
-
জ্ঞান অর্জনের কোন শেষ নেই । তাই আপনি যতদিনই জানেন না কেন আপনাার জ্ঞান পূর্ন হবে না। আমার মনে হয় আপনি যদি শুধু প্রফিটের চিন্তা করেন তবে তিন মাস পড়াশুনা করে পরবর্তী ছয় মাস ডেমো প্রাকটিস করবেন । তারপরেই রিয়েলে আসতে পারেন ।তবে মনে রাখবেন আপনাকে আগে মার্কেটে টিকে থাকতে হবে ।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে বেশি সময় ব্যয় করতে ইচ্ছা পোষণ করেন তাহলে খুবই তাড়াতাড়ি ফরেক্স সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন । এমনকি ফরেক্স খুটিনাটি বিষয়গুলো অধিক গবেষণা করার সময় পাবেন যা কিনা আপনার ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই সহায়ক ভুমিকা পালন করবে । আর পাশাপাশি আপনি ডেমো ট্রেডের মাধ্যমেও আপনি ফরেক্স সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন । এজন্য একজন ট্রেডারের উচিত মিনিমাম ৩/৫ মাস ডেমো ট্রেড করা দরকার ।
-
ফরেক্স পুরপুরি শিখতা একেকজনের একাক সময় লাগে। এটা নিরভর করে আপনার উপর। আপনি কতটা তারাতারি করতে পারছেন তার উপর নিরভর করে। আর ভালমত না শিখে কখন ট্রেড করা বুদ্দিমানের কাজ হবে না বইলে আমি মনে করি। আগে ভাল করে জানতে হবে।
-
ফরেক্সে ভাল দক্ষতা অর্জন করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ধারনা থাকা লাগবে ফরেক্সের ট্রেডিং এর উপর ভাল জ্ঞান দক্ষতা থাকা লাগবে ফরেক্সে ব্যবসা করার জন্য ধৈর্য ধরা শিখতে হবে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় বলে লোভে পরে অনেক টাকা একবারতে ট্রেড করা যাবে না ফরেক্সে ভাল দক্ষতা অর্জন করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ধারনা থাকা লাগবে ফরেক্সের ট্রেডিং এর উপর ভাল জ্ঞান দক্ষতা থাকা লাগবে ফরেক্সে ব্যবসা করার জন্য ধৈর্য ধরা শিখতে হবে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় বলে লোভে পরে অনেক টাকা একবারতে ট্রেড করা যাবে না ।
-
ফরেক্স এ দক্ষতা অর্জন করতে সময় নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর কারণ আপনি যদি ফরেক্স মার্কেটে অধিক সময় ব্যয় করেন এমনকি মার্কেটের বিভিন্ন বিষয়ের খুটিনাটিগুলো নিয়ে গবেষণা করতে হবে। এজন্য আপনাকে মিনিমাম ৩/৫ মাস ডেমো ট্রেড করা উচিত। কারণ ডেমো ট্রেডের মাধ্যমে আপনি ফরেক্স এর প্রায় সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের কৌশল, মার্কেট এনালাইসিস, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ইত্যাদি বিষয়গুলো নিয়ে গবেষণা করলে আপনি মোটামুটি ফরেক্স সম্পর্কে একটা ভাল ধারণা লাভ করতে পারবেন। এমনকি আপনি যত বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা উপার্জন করতে পারবেন তত বেশি ফরেক্স মার্কেট দক্ষ ট্রেডার হয়ে উঠতে পারবেন এবং বিনিময়ে আপনি এই মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স দক্ষতা অর্জন করা স্বল্প সময়ের কাজ নয় এতে অনেক দীর্ঘ একটি সময় লেগে যায়। তবে সবার ক্ষেত্রে সময় একরকম লাগে তা নয় অনেকেই হয়তো অনেক দ্রুত বুঝতে পারে আবার অনেকেরই বেশি সময় লেগে যায়। তবে যাই হোক দক্ষ ট্রেডার হতে তিন থেকে চার বছর সময় লেগে যায় বলেই আমার ধারনা।
-
আসলে ফরেক্স মার্কেট এ দক্ষতা অর্জন যার যার নিজের কাছে। যে একটু বেশি শ্রম দিবে এবং বেশি পেই্ন নিবে সেই তত তাড়াতাড়ি সফল হবে। তবে এখানে নিজের উপর নিয়ন্ত্রন না থাকলে যত ভাল ট্রেডার হিসেবে গড়ে উঠুন না কেন কোন লাভ হবে না। তাই আগে নিজের উপর কন্ট্রোল প্রতিষ্টা করতে শিখুন
-
ফরেক্স শিখতে কত সময় লাগবে এটা প্রত্যেকের নিজের উপর নির্ভর করবে। আপনার মেধা আর শ্রম দিয়ে কতটুক আন্তরিকতার সাথে কত সময় ইনভেস্ট করবেন তার উপরে নির্ভর করবে আপনি কত দ্রুত শিখবেন নাকি ধীরে শিখবেন।