-
আমার মনে হয় যারা ফরেক্স করে তারা কখনো মনে করেনা যে তাদের মূল্যবান সময় ফরেক্স করে নষ্ট হচ্ছে।আর একটা কথা হল ফরেক্স একটি স্বাধীন ব্যবসা এবং ফরেক্স মার্কেটে সপ্তাহে পাঁচ দিন রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকে।ফলে আপনি চাইলে অবসর সময়ে ফরেক্স করতে পারেন।ফরেক্স মার্কেটে মূলত আমরা সময় দিই এই কারনে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে অর্থ ইনকাম করতে পারি।তাই বলা যায় ফরেক্স মার্কেটে আমাদের মূল্যবান সময় কখনো বৃথা যায় না।
-
ফরেক্স বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার এটা আমরা সকলেই জানি আর আমরা এখানে কাজ করে আয় করতে পারছি এটাই আমাদের জন্য অনেক সম্মানের।আমরা যদি এখানে ধৈর্য্যের সহিত টিকে থেকে দক্ষতা অর্জন করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা বিশ্বের অন্যান্য সফল ট্রেডারদের মতো আমরাও নিজেদেরকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবো।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্সে সময় ব্যয় করেন ভবিষ্যতে তা আপনার কাজে লাগবেই।
-
ফরেক্স এ আমরা সময় দিব এর মূল কারন হোল ফরেক্স শুধু একটি ব্যাবসা না বরয এটি একটি এডুকেশনাল বিষয় ও বটে। তাই ফরেক্স শিখতে প্রচুর সময় ব্যায় করতে হয়। আপনি যত বেশি ট্রেড করবেন তত আপনার অভিক্ষতা বাড়বে এবং ফরেক্ন আপনাকে প্রতিদিন নিত্য নতুন জিনিস শিখাতেই থাকবে। মনে রাখতে হবে এই এডুকেশনের কোন শেষ নেই।
-
৯৫% ট্রেডার লস করে থাকে ফরেক্স ব্যবসায় । কিন্তু ফরেক্স বন্ধুরা তোমারা ভয় পেয়ো না । কারন ফরেক্স ব্যবসাইয় অনেক অনেক সময় দিয়ে ফরেক্স ভাল করে শিখলে ও ফরেক্স মার্কেট ট্রেন্ড বুঝলে ফরেক্স থেকে খুব সহজে অনেক প্রফিট করা যায় । তাই আমি বলবো ফরেক্স ফকরার ইচ্ছা থাকলে আগে অনেক সময় দিয়ে ফরেক্স ব্যবসা শিখে তাই করতে হবে ।
-
আসলে ফরেক্স কে সময় দেবার আসল কারন হোল ফরেক্স থেকে অনেক কিছুু শেখার আছে। আর সব থেকে আশচার্যের বিষয় হোল আমি যতবার ট্রেডিং এ অংশ গ্রহন কোরেছি ফরেক্স আমাকে তত বেশি নতুন নতুন াভিজ্ঞতার মুখোমুখি কোরেছে। যদিওবা এটা সামলানো কঠিন কিন্তু ভাল লাগে যখন নতুন নতুন ধারনা পাওয়া যায়। তাই ফরেক্স একটু সময় দেয়াটাই ভাল।
-
যারা ফরেক্স করে তারা কখনো মনে করেনা যে তাদের মূল্যবান সময় ফরেক্স করে নষ্ট হচ্ছে।আর একটা কথা হল ফরেক্স একটি স্বাধীন ব্যবসা এবং ফরেক্স মার্কেটে সপ্তাহে পাঁচ দিন রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে আমি আমার অবসর সময় টা দিচ্ছি। আর একজন দক্ষ আর অভিজ্ঞ ট্রেডার ই জানেন ফরেক্স এ আপনি সময় দিলে ফরেক্স আপনাকে কি দিতে পারে।।
-
ফরেক্স মার্কেট এমন একটা আয় করার মাধ্যম যেখানে আপনি অতি কম সময়ের মধ্যে অনেক টাকা আয় করতে পারেন। এখানে আপনি কম সময় ব্যয় করে আপনার পকেটে অনেক টাকা নিয়ে যেতে পারেন। আপনাকে কিছু টাকা ইনভেষ্ট করতে হবে। ট্রেড মার্কেটে ট্রেড করে প্রফিট করতে যতটা সময় পকেটে টাকা আসতে সময় লাগে না।
-
যেকাজ করে কিছু টাকা আয় করা যায় সেই কাজের পেছনে কিছু সময় ব্যয় করা যায় । আর ফরেক্সের পেছতে সময় ব্যয় করা হলে আরো ভাল হয় , এতে ভাল করে ফরেক্স শেখা যায় । ফরেক্সে যত বেশি জানা ও শেখা যাবে ফরেক্সে তত বেশি ভাল করা যাবে । তাই ফরেক্সে ভাল করতে হলে হরেক্সের পেছনে সময় দিয়ে ফরেক্সে কাজ করার মাধ্যমে টাকা আয় করা যায় । তাই ফরেক্সে সময় দিব ।
-
আমার মনে হয় যারা ফরেক্স করে তারা কখনো মনে করেনা যে তাদের মূল্যবান সময় ফরেক্স করে নষ্ট হচ্ছে।আর একটা কথা হল ফরেক্স একটি স্বাধীন ব্যবসা এবং ফরেক্স মার্কেটে সপ্তাহে পাঁচ দিন রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকে।ফলে আপনি চাইলে অবসর সময়ে ফরেক্স করতে পারেন।ফরেক্স মার্কেটে মূলত আমরা সময় দিই এই কারনে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে অর্থ ইনকাম করতে পারি।তাই বলা যায় ফরেক্স মার্কেটে আমাদের মূল্যবান সময় কখনো বৃথা যায় না।
-
আপনি যে ব্যবসাই করবেন সেই ব্যবসাই আপনাকে অবশ্যই সময় দিতে হবে নইত ঐ ব্যবসা সম্পর্কে আপনি কখনোই সফল হতে পারবেন না।ফরেক্স ব্যবসাই আমরা যত সময় দেবো আমরা ততই ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারব।কারন একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে মার্কেটে প্রচুর সময় দিতেই হবে আর একজন দক্ষ ট্রেডারই এই মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম।