ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে স্টপলস টেক প্রফিট ব্যাবহার করা জরুরী।কারন আপনার যদি লাভ হয় তবে ,আপনি ভাল লাভ করতে পারবেন।আর যদি লস হয় তাহলে আপনার পুজি শুন্য হবে আপনি টেরও পাবেন না।কারণ কেউ যদি টেক প্রফিট ও স্টপ লস এর সীমা নির্ধারণ না করে তবে তার ট্রেডিং অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকে, যা যে কোন মুহূর্তে বড় ধরনের প্রফিট বা বিপরীতে বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে।