-
নতুন ট্রেডারদের সমস্যা গুলো হলো ট্রেডিং পজিশন ঠিক করতে না পারা, সঠিক সিগন্যাল না বুঝা, অতিরিক্ত ট্রেড করার ইচ্ছা, লোভ, মানিম্যানেজমেন্ট না বুঝা ইত্যাদি। যার কারণে ৯৫% নবাগত ট্রেডার ঝরে যায়। ফরেক্স ট্রেড করতে হলে আমাদের অনেক ধৈর্য্যশীল হতে হবে, ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে অন্তত ১ বছর। তাহলে হয়তো আপনি ট্রেডিং এ টিকতে পারেন।
-
ফরেক্স ট্রেডিংয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে।আমরা টেকিং করার সময় ভুল করি যে সময়টাকে গুরুত্ব না দিয়ে আমরা নিজেদের লোক এবং আকাঙ্খা গুরুত্ব দিই এই ভুলটা কারণে অনেক ট্রেডারই ডেমো অ্যাকাউন্ট ছেড়ে সরাসরি রিয়েল একাউন্টে চলে যায় কিন্তু তারা ট্রেড করতে জানে না তখনও
-
আমরা ট্রেড করার সময় সব থেকে বড় যে ভুলটা করি সেক এবং ট্রেডিং time কে মেনটেনেন্স করতে পারিনা রাতের ট্রেড করে কেউ দিনের বেলায় ট্র্যাক করে কিন্তু আমি রাতে বেশি পছন্দ করি
-
অনেক ট্রেডারদের মূল সমস্যা হচ্ছে তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানেনা কখন নিউজ দিবে কখন করলেও লিখে রাখতে হবে কোন* নিউজটি তুলনা করতে হবে, ট্রেডিং এর ক্ষেত্রে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে সিলেক্ট করতে* হবে লোভ পরিত্যাগ করতে হবে
-
ট্রেডারদের ক্ষেত্রে সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে লক্ষ্যে পরিত্যাগ করে ট্রেড না করা। দেখাশোনার মধ্যে রাখা* কোথায় এবং কিভাবে আছে সেদিকে নজর রাখা। international market এর ধরন সম্পর্কে জানতে হবে। ট্রেডিং এর বিষয়গুলো ডেমো একাউন্ট থেকে বাহির হওয়ার ঠিক হবে না
-
হোসেনকে দূরে রাখতে হবে সবসময় mathematics analysis এবং technical analysis এর উপর ও আপনার fundamental analysis করতে হবে। ঠিকঠাকমতো আছে কিনা ট্রেডিংয়ের সময়টুকু সেদিকে দৃষ্টি রাখতে হবে
-
ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকার পরেও অনেক ফরেক্স ট্রেডার দেখা যায় তাদের সেই ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ট্রেডিং সিদ্ধান্ত সঠিক ভাবে গ্রহন করতে ব্যার্থ হয় যার মূল কারন হল ফরেক্স মার্কেটে অধিক পট্রফিটের লোভ যা তাদেরকে সকল প্রকার ট্রেডিং দক্ষতা থেকে দূরে রাখে সেই জন্য লোভ,আবেগ,উত্তেজনা ইত্যাদিকে বিদায় দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত।
-
নতুন ট্রেডার দের মনের উপর কোন নিয়ন্ত্রন থাকেনা।যত তাড়াতাড়ি নিজের মন আর আবেগ কে নিয়ন্ত্রন করা যাবে তত ভালো।
-
আমরা বেশির ভাগ সময় ভুল করি ট্রেড করার জন্য ট্রেডিং সময়টাকে মেইনটেইন করি না। আর এজন্য বেশির ভাগ সময় ট্রেডাররা তাদের মুলধন জিরো করে ফেলে। তাই আমি বলতে চাই ট্রেডারদের যে কোন একটি সময় নিয়ে তার ট্রেডিং কার্যপরিচালনা করা উচিত হয় দিনের বেলায় না হয় রাতের বেলায়। তবে আমি সব সময় রাতের বেলায় ট্রেড করতে পছন্দ করি। কারণ এই সময়টাতে অনেক বেশি নিউজ প্রকাশিত হয় আর মার্কেট মুভমেন্টও খুব বেশি হয়।
-
ফরেক্স মার্কেটে আপনাকে একটা টার্গেট নিয়ে কাজ করার মন মানসিকতা আগে তৈরী করতে হবে। তার পর আপনি আপনার জ্ঞানকে বিকশিত করে সেটাকে কিভাবে এখানে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা আপনাকেই বানাতে হবে। বিভিন্ন সিস্টেম ঘাটাঘাটি করবেন এটা ভাল কথা, কিন্তু এর মধ্য থেকে আপনার তৈরী নিজের একটা সিস্টেম, আপনার নিজেকে তৈরি করে, সেটার উপর ভরসা রেখে আপনাকে ট্রেড করা জানতে হবে, তবে ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করা যাবে না।