-
আমি আর পাঁচ ছয়জন ট্রেডারের মতোই একজন ট্রেডার আমার কয়েক দিনের অভিজ্ঞতার থেকে কিছু কথা শেয়ার করছি আপনাদের কাছে আমি যখন মার্কেটে এন্ট্রি নেওয়ার পর যখন দেখাগেল আমার বেশির ভাগ অর্ডার স্টপলস হিট করে তখন থেকে আমি আর স্টপলস ব্যবহার বন্ধ করে দিলাম এখন আমি স্টপলস ছারা ট্রেড করি টেকপ্রফিট দিতে কখনোই ভুলিনা।
-
স্টপ লস ব্যবহার না করে হয়ত সাময়িকভাবে কিছু সুবিধা পাবেন, কিন্তু ফরেক্স থেকে নিয়মিত আয় করতে হলে এবং আপনার একাউন্ট টিকিয়ে রাখতে হলে অবশ্যই স্টপ লস্ ব্যবহার করা উত্তম । স্টপ লস ব্যবহার না করলে হয়ত ১০ টা ট্রেডের মধ্যে ৯ টা লাভ করলেন , কিন্তু একটা লস হল, ওই একটাই যথেস্ট বাকি ৯ টার লাভ ভ্যানিস করার জন্য । এ কারনেই স্টপলস ব্যবহার করাই ভাল । তারপরও বিভিন্ন জনের বিভিন্ন ট্রেডিং স্ট্রাটিজি থাকে , আপনার স্ট্রাটিজি হয়ত একটু অন্যরকম । ট্রেড করার পূর্বে মার্কেট সম্পর্কে এনালাইসিস না করে যেমন ঠিক না তেমনি স্টপ লস ব্যবহার না করে ট্রেড করা মোটেও উচিত নয়। আমি নিজেও আপনার মত ট্রেড করার সময় স্টপ লস সেট না করে ট্রেড করেছিলাম কিছু ট্রেডে লাভও করেছিলাম কিন্তু পরবর্তীতে আমার ব্যালেন্স জিরো হয়েছিল।
এর পর থেকে ট্রেড করার ক্ষেত্রে আমি স্টপ লস ব্যবহার করি। আর টেক প্রফিট সেট করা কখনও ভুলে যাবেন না। তবে মার্কেট সম্পর্কে ধারনা না নিয়ে ট্রেড করা উচিত নয়।