আমি মনে করি ফরেক্স আমাদের মত দেশের জন্য একটি সুবর্ন সুযোগ বয়ে এনেছে,এর মাধ্যমে দেশের বেকারত্ব নিরসন করা সম্বব।এটি এমন একটি ব্যাবসায় যা করতে নিজের পকেটের টাকা খরচা করার দরকার হয় না....আবার বেশ ইনকাম ও করা যাচ্ছে....এমন সুযোগ আর কোথায় মিলবে।এটি যদি আপনি পেশা হিসেবে নেন তবে আপনার যথেষ্ট আয় করা সম্ভব,একটা স্মার্ট স্যালারি এই ফরেক্স থেকেই ইনকাম করা সম্ভব।আমার নিজস্ব পরিকল্পনা আছে এমনটাই যে আমি এটাকে আমি একসময় পেশা হিসেবে নিব,সবাই দোয়া করবেন,ধন্যবাদ।